WhatsApp Tricks: পাঠিয়েই ডিলিট করে দেন অনেকে; WhatsApp-এ সেই মেসেজও পড়া সম্ভব কী ভাবে ?

Last Updated:
WhatsApp tricks: নির্দিষ্ট কয়েকটি উপায়েই WhatsApp-এর ডিলিট মেসেজ পড়া সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
1/6
পুরো বিশ্বেই খুবই জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল WhatsApp। WhatsApp তাদের জনপ্রিয়তা বজায় রাখার জন্য নিয়ে আসছে একের পর এক নতুন ফিচার। WhatsApp-এ অনেকেই মেসেজ পাঠিয়ে সেটা ডিলিট করে দেয়। কিন্তু সেই ডিলিটেড মেসেজ আবার দেখা সম্ভব। নির্দিষ্ট কয়েকটি উপায়েই WhatsApp-এর ডিলিট মেসেজ পড়া সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায় (WhatsApp Tricks)।
পুরো বিশ্বেই খুবই জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল WhatsApp। WhatsApp তাদের জনপ্রিয়তা বজায় রাখার জন্য নিয়ে আসছে একের পর এক নতুন ফিচার। WhatsApp-এ অনেকেই মেসেজ পাঠিয়ে সেটা ডিলিট করে দেয়। কিন্তু সেই ডিলিটেড মেসেজ আবার দেখা সম্ভব। নির্দিষ্ট কয়েকটি উপায়েই WhatsApp-এর ডিলিট মেসেজ পড়া সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায় (WhatsApp Tricks)।
advertisement
2/6
অ্যান্ড্রয়েড (Android) ফোনের ক্ষেত্রে WhatsApp-এর ডিলিটেড মেসেজ পড়ার উপায় - প্রথমেই গুগল প্লে স্টোর (Google Play Store) ওপেন করতে হবে। এর পর সেখানে WhatsApp Deleted Messege লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে সেখানে অনেক অ্যাপের একটা লিস্ট দেখতে পাওয়া যাবে। যেখানে ডিলিটেড মেসেজের কপি দেখা সম্ভব।
অ্যান্ড্রয়েড (Android) ফোনের ক্ষেত্রে WhatsApp-এর ডিলিটেড মেসেজ পড়ার উপায় - প্রথমেই গুগল প্লে স্টোর (Google Play Store) ওপেন করতে হবে। এর পর সেখানে WhatsApp Deleted Messege লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে সেখানে অনেক অ্যাপের একটা লিস্ট দেখতে পাওয়া যাবে। যেখানে ডিলিটেড মেসেজের কপি দেখা সম্ভব।
advertisement
3/6
এর মধ্যে থেকে WAMR, WhatsRemoved+ অথবা অন্য কোনও অ্যাপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে সেই অ্যাপটির যা যা দরকার তা অ্যাকসেস করার অনুমতি দিতে হবে। এর পর সেই অ্যাপটির মধ্যে Delete For Everyone অপশনের মাধ্যমে সব ডিলিট করা মেসেজ দেখতে পাওয়া যাবে। কয়েকটি অ্যাপে মিডিয়া ফাইলসের মধ্যে সেগুলো সেভ করা থাকে।  এই ধরনের যেসব অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যায়, তাই সেগুলোতে অ্যাড দেখতে পাওয়া যাবে।
এর মধ্যে থেকে WAMR, WhatsRemoved+ অথবা অন্য কোনও অ্যাপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে সেই অ্যাপটির যা যা দরকার তা অ্যাকসেস করার অনুমতি দিতে হবে। এর পর সেই অ্যাপটির মধ্যে Delete For Everyone অপশনের মাধ্যমে সব ডিলিট করা মেসেজ দেখতে পাওয়া যাবে। কয়েকটি অ্যাপে মিডিয়া ফাইলসের মধ্যে সেগুলো সেভ করা থাকে। এই ধরনের যেসব অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যায়, তাই সেগুলোতে অ্যাড দেখতে পাওয়া যাবে।
advertisement
4/6
আইফোনের (iPhone) ক্ষেত্রে WhatsApp-এর ডিলিটেড মেসেজ পড়ার উপায় -আইওএস (iOS)-এর ইউজাররা WhatsApp-এর ডিলিটেড মেসেজ পড়ার জন্য এই ধরনের কোনও অ্যাপ ব্যাহার করতে পারে না। অ্যাপ স্টোর (App Store) থেকে এই ধরনের কোনও অ্যাপ ডাউনলোড করা যায় না। কিন্তু আইফোনের ক্ষেত্রে WhatsApp-এর ডিলিটেড মেসেজ পড়ার অন্য কয়েকটি উপায় রয়েছে।
আইফোনের (iPhone) ক্ষেত্রে WhatsApp-এর ডিলিটেড মেসেজ পড়ার উপায় -আইওএস (iOS)-এর ইউজাররা WhatsApp-এর ডিলিটেড মেসেজ পড়ার জন্য এই ধরনের কোনও অ্যাপ ব্যাহার করতে পারে না। অ্যাপ স্টোর (App Store) থেকে এই ধরনের কোনও অ্যাপ ডাউনলোড করা যায় না। কিন্তু আইফোনের ক্ষেত্রে WhatsApp-এর ডিলিটেড মেসেজ পড়ার অন্য কয়েকটি উপায় রয়েছে।
advertisement
5/6
নোটিফিকেশনের মাধ্যমে এই কাজ করা সম্ভব। কিন্তু এক্ষেত্রে ইউজারদের খুবই সাবধান ও সতর্ক হওয়া প্রয়োজন। WhatsApp-এর ডিলিটেড মেসেজ নোটিফিকেশন সেন্টারের মধ্যে থাকে। সেখানে লং প্রেস করে সেই ডিলিটেড মেসেজ পড়া সম্ভব।
নোটিফিকেশনের মাধ্যমে এই কাজ করা সম্ভব। কিন্তু এক্ষেত্রে ইউজারদের খুবই সাবধান ও সতর্ক হওয়া প্রয়োজন। WhatsApp-এর ডিলিটেড মেসেজ নোটিফিকেশন সেন্টারের মধ্যে থাকে। সেখানে লং প্রেস করে সেই ডিলিটেড মেসেজ পড়া সম্ভব।
advertisement
6/6
নোটিফিকেশন ওপেন করার পরেই সেখানে থেকে সেই ডিলিট করা মেসেজ পড়া সম্ভব। কেউ যদি বার বার তার পাঠানো WhatsApp মেসেজ ডিলিট করতে থাকে, তাহলে সবার প্রথমেই ওপেন করা দরকার নোটিফিকেশন। এর মাধ্যমে WhatsApp-এর ডিলিটেড মেসেজ পড়া সম্ভব। এই উপায়ে WhatsApp-এর ডিলিটেড মেসেজ আবার পড়া সম্ভব এবং মেসেজ প্রেরককে হাতেনাতে ধরাও সম্ভব!
নোটিফিকেশন ওপেন করার পরেই সেখানে থেকে সেই ডিলিট করা মেসেজ পড়া সম্ভব। কেউ যদি বার বার তার পাঠানো WhatsApp মেসেজ ডিলিট করতে থাকে, তাহলে সবার প্রথমেই ওপেন করা দরকার নোটিফিকেশন। এর মাধ্যমে WhatsApp-এর ডিলিটেড মেসেজ পড়া সম্ভব। এই উপায়ে WhatsApp-এর ডিলিটেড মেসেজ আবার পড়া সম্ভব এবং মেসেজ প্রেরককে হাতেনাতে ধরাও সম্ভব!
advertisement
advertisement
advertisement