Oppo Find N3 Flip: পুজোয় নতুন ফোন কিনতে চান? আসছে Oppo-র ফোল্ডেবল Find N3 Flip! জেনে নিন দাম থেকে ফিচার
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
Oppo-র তরফে কিছু স্পেসিফিকেশনের কথা জানান হয়েছে। মনে করা হচ্ছে, চিনে যে ফোনটি এই বছরের শুরুতে লঞ্চ করেছিল, এটি তার মতোই হবে।
advertisement
advertisement
নতুন ফোনটি ঠিক কেমন হতে চলেছে তা নিয়ে স্বাভাবিক ভাবেই আগ্রহ তৈরি হয়েছে সকলের মধ্যে। Oppo-র তরফে কিছু স্পেসিফিকেশনের কথা জানান হয়েছে। মনে করা হচ্ছে, চিনে যে ফোনটি এই বছরের শুরুতে লঞ্চ করেছিল, এটি তার মতোই হবে। তবে দাম কত হতে পারে, সেবিষয়ে এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে। বিশেষজ্ঞ মহলের ধারণা ভারতীয় মুদ্রায় ৯০,০০০-এর কাছাকাছি মূল্য হতে পারে এটির।
advertisement
কেমন স্পেসিফিকেশনের কথা জানিয়েছে Oppo, দেখে নেওয়া যাক— Oppo Find N3 ফ্লিপে থাকছে MediaTek Dimensity 9200 SoC। এতে রয়েছে 3GHz দ্বারা চালিত একটি ARM Cortex X3 কোর, তিনটি Cortex-A715 পারফরম্যান্স কোর এবং চারটি Cortex-A510 কোর রয়েছে। SoC-তে AI যাবতীয় কাজ করার জন্য MediaTek APU 690 এবং হার্ডওয়্যার-ভিত্তিক রে ট্রেসিংয়ের সাপোর্ট পাওয়া যাবে। এতে রয়েছে ARM-এর Immortalis-G715 GPU ফিচার।
advertisement
advertisement
এছাড়াও, মনে করা হচ্ছে Find N3 Flip-এ থাকতে পারে একটি ৬.৮-ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লে, সঙ্গে ফুল-HD+ রেজোলিউশন এবং একটি ১২০Hz রিফ্রেশ রেট। আউটার ডিসপ্লে হতে পারে ৩.২৬ ইঞ্চি। প্রাইমারি ক্যামেরা ছাড়াও, ফোনটিতে একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং একটি ৩২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা থাকতে পারে। সেলফি ক্যামেরা হতে পারে ৩২ মেগাপিক্সেলের।
advertisement
