উল্কাপাত থেকে ব্লু মুন, মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী থাকবে চলতি ডিসেম্বরের এই তারিখগুলো
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কিন্তু কবে কী কী দেখা যাবে? জেনে নিন
advertisement
তার মধ্যে সব চেয়ে বিরল ঘটনা শনি ও বৃহস্পতির সব চেয়ে কাছাকাছি আসা। বিজ্ঞানীরা বলছেন, এর আগে ৮০০ বছর আগে এমন কাছাকাছি এসেছিল এই দুই গ্রহ। আবারও চলতি মাসে আসতে চলেছে। তার আগে ২০০০ সালে তারা কাছে এসেছিল, কিন্তু দূরত্ব ছিল অনেকটাই বেশি। ৮০০ বছরের ব্যবধানে দূরত্ব সর্বনিম্ন হতে চলেছে এই মাসে। যা দেখার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহাকাশপ্রেমীরা। কারণ এই দৃশ্য মিস করলে এ জীবনে আর দেখা সম্ভব হবে না।
advertisement
তা ছাড়াও এই মাসে দেখা যাবে ফুল মুন (Full moon), গ্রহণ (eclipse) ও উল্কাপাতের (meteors) মতো অনেক কিছু। The Independent ও ইনস্টাগ্রামের The Golden Facts-এর রিপোর্ট অনুযায়ী, ২০২০-র শুরু থেকেই ব্লু মুন(Blue moon), সুপার মুন (Super Moon)-এর মতো একাধিক মহাজাগতিক ঘটনা ঘটেছে। সেই নিরিখে অন্যান্য মাসের তুলনায় এই মাসে অনেক বেশি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement