উল্কাপাত থেকে ব্লু মুন, মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী থাকবে চলতি ডিসেম্বরের এই তারিখগুলো

Last Updated:
কিন্তু কবে কী কী দেখা যাবে? জেনে নিন
1/8
বছর শেষ হতে বাকি আর মাত্র ক'দিন। ভালো-মন্দ মেশানো এই বছর শেষ হওয়ার অপেক্ষাতেই সকলে। বছর যতই খারাপ হোক, শেষ ক'টা দিন উপভোগ করার জন্য অপেক্ষায় সকলে। আমাদের মতোই অপেক্ষায় রয়েছেন জ্যোতির্বিদ, মহাকাশপ্রেমীরাও। কারণ, একাধিক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে এই মাস।
বছর শেষ হতে বাকি আর মাত্র ক'দিন। ভালো-মন্দ মেশানো এই বছর শেষ হওয়ার অপেক্ষাতেই সকলে। বছর যতই খারাপ হোক, শেষ ক'টা দিন উপভোগ করার জন্য অপেক্ষায় সকলে। আমাদের মতোই অপেক্ষায় রয়েছেন জ্যোতির্বিদ, মহাকাশপ্রেমীরাও। কারণ, একাধিক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে এই মাস।
advertisement
2/8
তার মধ্যে সব চেয়ে বিরল ঘটনা শনি ও বৃহস্পতির সব চেয়ে কাছাকাছি আসা। বিজ্ঞানীরা বলছেন, এর আগে ৮০০ বছর আগে এমন কাছাকাছি এসেছিল এই দুই গ্রহ। আবারও চলতি মাসে আসতে চলেছে। তার আগে ২০০০ সালে তারা কাছে এসেছিল, কিন্তু দূরত্ব ছিল অনেকটাই বেশি। ৮০০ বছরের ব্যবধানে দূরত্ব সর্বনিম্ন হতে চলেছে এই মাসে। যা দেখার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহাকাশপ্রেমীরা। কারণ এই দৃশ্য মিস করলে এ জীবনে আর দেখা সম্ভব হবে না।
তার মধ্যে সব চেয়ে বিরল ঘটনা শনি ও বৃহস্পতির সব চেয়ে কাছাকাছি আসা। বিজ্ঞানীরা বলছেন, এর আগে ৮০০ বছর আগে এমন কাছাকাছি এসেছিল এই দুই গ্রহ। আবারও চলতি মাসে আসতে চলেছে। তার আগে ২০০০ সালে তারা কাছে এসেছিল, কিন্তু দূরত্ব ছিল অনেকটাই বেশি। ৮০০ বছরের ব্যবধানে দূরত্ব সর্বনিম্ন হতে চলেছে এই মাসে। যা দেখার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহাকাশপ্রেমীরা। কারণ এই দৃশ্য মিস করলে এ জীবনে আর দেখা সম্ভব হবে না।
advertisement
3/8
 তা ছাড়াও এই মাসে দেখা যাবে ফুল মুন (Full moon), গ্রহণ (eclipse) ও উল্কাপাতের (meteors) মতো অনেক কিছু।  The Independent ও ইনস্টাগ্রামের The Golden Facts-এর রিপোর্ট অনুযায়ী, ২০২০-র শুরু থেকেই ব্লু  মুন(Blue moon), সুপার মুন (Super Moon)-এর মতো একাধিক মহাজাগতিক ঘটনা ঘটেছে। সেই নিরিখে অন্যান্য মাসের তুলনায় এই মাসে অনেক বেশি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে।
তা ছাড়াও এই মাসে দেখা যাবে ফুল মুন (Full moon), গ্রহণ (eclipse) ও উল্কাপাতের (meteors) মতো অনেক কিছু। The Independent ও ইনস্টাগ্রামের The Golden Facts-এর রিপোর্ট অনুযায়ী, ২০২০-র শুরু থেকেই ব্লু মুন(Blue moon), সুপার মুন (Super Moon)-এর মতো একাধিক মহাজাগতিক ঘটনা ঘটেছে। সেই নিরিখে অন্যান্য মাসের তুলনায় এই মাসে অনেক বেশি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে।
advertisement
4/8
কিন্তু কবে কী কী দেখা যাবে? কোন দিনের জন্য আগাম প্রস্তুত থাকতে হবে? কোন দিনের জন্য প্রস্তুত থাকবেন জ্যোতির্বিজ্ঞানী, মহাকাশপ্রেমীরা? জেনে নেওয়া যাক!
কিন্তু কবে কী কী দেখা যাবে? কোন দিনের জন্য আগাম প্রস্তুত থাকতে হবে? কোন দিনের জন্য প্রস্তুত থাকবেন জ্যোতির্বিজ্ঞানী, মহাকাশপ্রেমীরা? জেনে নেওয়া যাক!
advertisement
5/8
১৩ ডিসেম্বর, উল্কাপাত (meteores) - ১৩ ডিসেম্বর রাত থেকে সব চেয়ে বেশি উল্কাবৃষ্টি দেখা যেতে পারে। চলবে ১৪ ডিসেম্বর সকাল পর্যন্ত। একে জেমিনিড মেটিওরস (Geminid meteors) বলা হচ্ছে। তবে, অল্প অল্প উল্কাপাত শুরু হবে আজ থেকে। এর পর থেকে প্রতি দিনই অল্প অল্প উল্কাপাত দেখা যেতে পারে।
১৩ ডিসেম্বর, উল্কাপাত (meteores) - ১৩ ডিসেম্বর রাত থেকে সব চেয়ে বেশি উল্কাবৃষ্টি দেখা যেতে পারে। চলবে ১৪ ডিসেম্বর সকাল পর্যন্ত। একে জেমিনিড মেটিওরস (Geminid meteors) বলা হচ্ছে। তবে, অল্প অল্প উল্কাপাত শুরু হবে আজ থেকে। এর পর থেকে প্রতি দিনই অল্প অল্প উল্কাপাত দেখা যেতে পারে।
advertisement
6/8
১৪ ডিসেম্বর, সূর্যগ্রহণ (Solar Eclipse) - ১৪ তারিখ সূর্যের একদম সামনে চলে আসবে চাঁদ। তার ছায়া পড়বে সূর্যের উপর। এটাই এ বছরের শেষ সূর্যগ্রহণ। যা দেখা যাবে দক্ষিণ গোলার্ধ থেকে।
১৪ ডিসেম্বর, সূর্যগ্রহণ (Solar Eclipse) - ১৪ তারিখ সূর্যের একদম সামনে চলে আসবে চাঁদ। তার ছায়া পড়বে সূর্যের উপর। এটাই এ বছরের শেষ সূর্যগ্রহণ। যা দেখা যাবে দক্ষিণ গোলার্ধ থেকে।
advertisement
7/8
২১ ডিসেম্বর, দক্ষিণায়ন ও উল্কাপাতের শেষ দিন (Winter Solstice and Ursid meteors)। এই দিনে শুরু হবে দক্ষিণায়ন। পাশাপাশি উল্কাপাতের (meteors) শেষ দিন। সব চেয়ে বেশি উল্কা একসঙ্গে দেখা যেতে পারে  এই দিনে।
২১ ডিসেম্বর, দক্ষিণায়ন ও উল্কাপাতের শেষ দিন (Winter Solstice and Ursid meteors)। এই দিনে শুরু হবে দক্ষিণায়ন। পাশাপাশি উল্কাপাতের (meteors) শেষ দিন। সব চেয়ে বেশি উল্কা একসঙ্গে দেখা যেতে পারে এই দিনে।
advertisement
8/8
৩০ ডিসেম্বর, ফুল মুন - বছরের শেষ ফুল মুন (Full Moon) দেখা যাবে এই দিন। এটিকে কোল্ড মুনও (Cold Moon) বলা হচ্ছে।
৩০ ডিসেম্বর, ফুল মুন - বছরের শেষ ফুল মুন (Full Moon) দেখা যাবে এই দিন। এটিকে কোল্ড মুনও (Cold Moon) বলা হচ্ছে।
advertisement
advertisement
advertisement