Job Alert: ইন্টারভিউ দিয়েই চাকরির সুযোগ! মালদহ মেডিক্যালে একাধিক শূন্য পদে নিয়োগ
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Job Alert: অ্যানেস্থেসিওলজি, জেনারেল মেডিসিন, রেডিওথেরাপি, মাইক্রোবায়োলজি, মনোরোগবিদ্যা, অর্থোপেডিকস ইত্যাদি বিভাগে নিয়োগ করা হবে সিনিয়র রেসিডেন্ট।আগে থেকে কোন আবেদন নয় আবেদনকারীরা তাঁদের আবেদনপত্র সহ সময়সীমার মধ্যে সমস্ত নথি নিয়ে হাজির হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়।
advertisement
advertisement
advertisement
আগামী ৬ই জানুয়ারি দুপুর ২:০০ টায় মালদহ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল কক্ষে নেওয়া হবে ইন্টারভিউ। চুক্তিভিত্তিক এক বছরের জন্য নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের। তবে প্রয়োজনে মেয়াদ বাড়ানো হতে পারে। চাকরি প্রার্থীর বয়সসীমা ৪৫ এর মধ্যে হতে হবে। যদিও মাইক্রোবায়োলজি বিভাগের ক্ষেত্রে বয়সসীমা হতে হবে ৫০ এর নিচে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
আগ্রহী প্রার্থীদের তাদের আবেদনপত্র সহ মূল সনদপত্র এবং প্রাসঙ্গিক নথিপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি, যার মধ্যে বয়স প্রমাণের সনদপত্র, সমস্ত পেশাগত পরীক্ষার মার্কশিট, এমবিবিএস এবং পি.জি. ডিগ্রির সনদপত্র, ডব্লিউবিএমসি বা যেকোন রাজ্য কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জাতিগত সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement









