Abhishek Banerjee: অভিষেকের সভার পরই চা বাগানের পড়ুয়াদের জন্য শুরু হচ্ছে পাঁচটি স্কুল বাস, খুশির হাওয়া ছাত্রছাত্রীদের মুখে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরেই আলিপুরদুয়ার জেলায় পাঁচ চাবাগান এলাকা থেকে স্কুল বাস চালুর নোটিফিকেশন জারি করল শ্রম দফতর।
রাজকুমার কর্মকার, মাদারিহাট: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরেরদিনই ঝা চকচকে নতুন স্কুল বাস চলে এল আলিপুরদুয়ার জেলায়। শিশু সাথী প্রকল্পে চা বলয়ের স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য স্কুল বাস চলে এল মাদারিহাটে। সোমবার থেকে চা শ্রমিকদের ঘরের ছাত্র ছাত্রীরা এই বাসে করে স্কুলে যাবে। আলিপুরদুয়ার জেলায় চালু হচ্ছে এমনই ৫টি স্কুল বাস।
advertisement
শনিবার মাঝের ডাবরিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় কুমারগ্রামের রহিমাবাদ চা বাগানের শ্রমিক জয়ন্ত ওরাওঁ অভিযোগ তোলেন গরু ছাগলের মতো চা শ্রমিক পরিবারের সন্তানদের ট্রাক্টরে করে স্কুলে নিয়ে যাওয়া হয়। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অভিষেক।
advertisement
advertisement
আর ব্যবস্থা নিয়ে নেওয়া হল ২৪ ঘণ্টার মধ্যেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরেই আলিপুরদুয়ার জেলায় পাঁচ চাবাগান এলাকা থেকে স্কুল বাস চালুর নোটিফিকেশন জারি করল শ্রম দফতর। সোমবার থেকে পাঁচ স্কুল বাস চালানোর কথা ঘোষণা করেছে শ্রম দফতর।
advertisement
জেলার ঢেকলাপাড়া, লঙ্কাপাড়া, টোটোপাড়া, মুজনাই ও সেন্ট্রাল ডুয়ার্স চাবাগান থেকে এই বাস চালানো হবে। কোন চা বাগান থেকে স্কুল বাসের সুপারভাইজার কে, সেই নাম ও ফোন নম্বরও ঘোষণা করেছে শ্রম দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 11:06 PM IST









