Dev at Boro Maa: ‘প্রজাপতি ২’ হিট হতেই নৈহাটিতে দেব! বড়মার কাছে প্রকাশ করলেন নতুন বছরের পরিকল্পনা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Dev at Boro Maa: নতুন বছরের শুরুতেই বড়মার কাছে পুজো দিতে সংসদ-অভিনেতা দীপক অধিকারী(দেব)। প্রজাপতি ২ এর সাফল্য কামনায় এদিন সিনেমার কলা কুশলীরা সহ নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেন দেব ও অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডুও
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অভিনেতা আরও জানান, প্রজাপতি টু দর্শকদের ভালোবাসায় ভালো মতন চলছে এবং হিন্দি ছবির পাশে আবারও তা বাংলা ছবিকে দাঁড় করিয়েছে। পাশাপাশি সকলের জন্য শান্তি কামনা করেন, আর বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে যা যা করা প্রয়োজন তা তিনি করবেন এবং তার জন্য মুখ্যমন্ত্রী ও তার সঙ্গে রয়েছেন বলে জানান এই তৃণমূল সাংসদ অভিনেতা দেব









