Hooghly News: শীতের কুয়াশায় বড়সড় ছক, পুলিশের আগাম অভিযানে ভেস্তে গেল সব পরিকল্পনা! গ্রেফতার ২ সন্দেহভাজন
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Hooghly News: হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার উদ্যোগে ডাকাতির পরিকল্পনা করা দুই সন্দেহভাজনকে গ্রেফতার।
মগরা, হুগলি, সোমনাথ ঘোষ: হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার উদ্যোগে ডাকাতির পরিকল্পনা করতে থাকা দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল অজয় ধুলে ওরফে সঞ্জয় (২৯)। সঞ্জয় দাদপুর থানা এলাকার হারিটের বাসিন্দা। অন্যদিকে রূপচাঁদ মান্ডি (৩৫) মাগরা থানা এলাকার চাঁপারুই এলাকার বাসিন্দা।
ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, শীতের কুয়াশার সুযোগ নিয়ে মাগরা থানা এলাকায় ছোট-বড় নাশকতামূলক ঘটনার পরিকল্পনার খবর ধারাবাহিক ভাবে গোয়েন্দা সূত্রে আসছিল। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ সতর্ক হয় এবং এলাকায় নজরদারি ও অনুসন্ধান শুরু করা হয়। এসওজি ও মাগরা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
advertisement
advertisement
ডিগসুই এলাকায় এসআই অক্ষয় পাল ও পার্থ বরুয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী টহল দেওয়ার সময় ফুটবল মাঠের কাছে কয়েকজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, কার্তুজ, ভোজালি এবং একটি মোটরবাইক উদ্ধার হয়। সঙ্গেসঙ্গেই সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
ধৃত দুই অভিযুক্তকে রিমান্ডের আবেদন সহ চুঁচুড়া আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। অন্যদিকে এই খবরে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সকলেই পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
Jan 04, 2026 10:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শীতের কুয়াশায় বড়সড় ছক, পুলিশের আগাম অভিযানে ভেস্তে গেল সব পরিকল্পনা! গ্রেফতার ২ সন্দেহভাজন








