Darjeeling News: তুষারপাতের সঙ্গেই দার্জিলিংয় পর্যটকদের জন্য বিরাট চমক! দীর্ঘ দিন বন্ধ থাকার পর খুলল পর্যটন কেন্দ্র
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Darjeeling News: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শর্তসাপেক্ষে খুলে দেওয়া হল দার্জিলিংয়ের রক গার্ডেন রোড। বরফের সঙ্গে দার্জিলিংয়ে এবার নয়া আকর্ষণ পর্যটকদের।
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শর্তসাপেক্ষে খুলে দেওয়া হল দার্জিলিংয়ের রক গার্ডেন রোড। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর পর্যটন দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ডালি থেকে গঙ্গা মায়া পার্ক পর্যন্ত রক গার্ডেন রোডটি প্রয়োজনীয় নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
advertisement
তবে পুরোপুরি কাজ শেষ না হওয়ায় এই রাস্তায় যান চলাচল হবে নিয়ন্ত্রিতভাবে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত শুধুমাত্র হালকা পর্যটকবাহী গাড়ি ও স্থানীয় যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ভারী যানবাহনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement






