Jobs: কলেজের কোনও ডিগ্রি ছাড়াই বিদেশে চাকরি! লক্ষ লক্ষ টাকার প্যাকেজে আমেরিকায় চাকরির বড় সুযোগ

Last Updated:
Jobs without degree: আর্ন্তজাতিক মানের সংবাদসংস্থা ‘ফরচুন’-এ প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী আমেরিকায় বেশ কয়েকটি চাকরি পেতে লাগছে না কোনও তথাকথিত কলেজ ডিগ্রি৷
1/9
বিদেশে গিয়ে চাকরি করা বহুজনের স্বপ্ন৷ ভারতের প্রচুর যুবক যুবতী বিদেশে গিয়ে মোটা অঙ্কের টাকায় আয় করতে চান৷ কিন্তু ভাল চাকরি পেতে গেলে কী থাকতেই কলেজ ডিগ্রি? ডিগ্রির অভাবে অনেকের কাছেই বিদেশে চাকরি পাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়।
বিদেশে গিয়ে চাকরি করা বহুজনের স্বপ্ন৷ ভারতের প্রচুর যুবক যুবতী বিদেশে গিয়ে মোটা অঙ্কের টাকায় আয় করতে চান৷ কিন্তু ভাল চাকরি পেতে গেলে কী থাকতেই কলেজ ডিগ্রি? ডিগ্রির অভাবে অনেকের কাছেই বিদেশে চাকরি পাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়।
advertisement
2/9
কলেজের পড়াশোনা ছাড়াও আমেরিকায় প্রচুর টাকা মাইনের চাকরি পাওয়া সম্ভব৷ সম্প্রতি প্রকাশিত একটি ডেটা রিপোর্টে এমনই তথ্য প্রকাশ পেয়েছে৷ আর্ন্তজাতিক মানের সংবাদসংস্থা ‘ফরচুন’-এ প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী আমেরিকায় বেশ কয়েকটি চাকরি পেতে লাগছে না কোনও তথাকথিত কলেজ ডিগ্রি৷ গ্র্যাজুয়েসন ছাড়াই পাওয়া যাবে এইসব চাকরি৷
কলেজের পড়াশোনা ছাড়াও আমেরিকায় প্রচুর টাকা মাইনের চাকরি পাওয়া সম্ভব৷ সম্প্রতি প্রকাশিত একটি ডেটা রিপোর্টে এমনই তথ্য প্রকাশ পেয়েছে৷ আর্ন্তজাতিক মানের সংবাদসংস্থা ‘ফরচুন’-এ প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী আমেরিকায় বেশ কয়েকটি চাকরি পেতে লাগছে না কোনও তথাকথিত কলেজ ডিগ্রি৷ গ্র্যাজুয়েশন ছাড়াই পাওয়া যাবে এইসব চাকরি৷
advertisement
3/9
১. এলিভেটর এবং এসকেলটর রিপেয়ারের চাকরি- এই চাকরি পেতে লাগবে না কোনও কলেজ ডিগ্রি৷ বার্ষিক আয় প্রায় ১ লক্ষ টাকা৷ তবে এই চাকরি পেতে আবেদনকারীর থাকতে হবে এই অ্যাপ্রেন্টিসহিসেবে কাজের অভিজ্ঞতা এবং স্বীকৃত লাইসেন্স৷
১. এলিভেটর এবং এসকেলটর রিপেয়ারের চাকরি- এই চাকরি পেতে লাগবে না কোনও কলেজ ডিগ্রি৷ বার্ষিক আয় প্রায় ১ লক্ষ টাকা৷ তবে এই চাকরি পেতে আবেদনকারীর থাকতে হবে এই অ্যাপ্রেন্টিসহিসেবে কাজের অভিজ্ঞতা এবং স্বীকৃত লাইসেন্স৷
advertisement
4/9
২. পরিবহন, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপক(Transportation, Storage and Distribution Manager): আমেরিকায় এই চাকরির জন্য প্রায় ৯১.৬৪ লক্ষ টাকা পর্যন্ত প্যাকেজ দেওয়া হয়।
২. পরিবহন, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপক (Transportation, Storage and Distribution Manager): আমেরিকায় এই চাকরির জন্য প্রায় ৯১.৬৪ লক্ষ টাকা পর্যন্ত প্যাকেজ দেওয়া হয়।
advertisement
5/9
২. বিমান ও এভিওনিক্স যন্ত্রপাতি মেকানিক(Aircraft and Avionics Equipment Mechanics): আমেরিকায় এই চাকরিতে প্রায় ৭১.১০ লক্ষ টাকার প্যাকেজ অফার করা হয়।
২. বিমান ও এভিওনিক্স যন্ত্রপাতি মেকানিক(Aircraft and Avionics Equipment Mechanics): আমেরিকায় এই চাকরিতে প্রায় ৭১.১০ লক্ষ টাকার প্যাকেজ অফার করা হয়।
advertisement
6/9
৩. রেল ইঞ্জিন চালক(Locomotive Driver): এই চাকরির জন্য আমেরিকায় প্রায় ৬৭.৯২ লক্ষ টাকা পর্যন্ত বেতন প্যাকেজ পাওয়া যায়।
৩. রেল ইঞ্জিন চালক (Locomotive Driver): এই চাকরির জন্য আমেরিকায় প্রায় ৬৭.৯২ লক্ষ টাকা পর্যন্ত বেতন প্যাকেজ পাওয়া যায়।
advertisement
7/9
৪. পাইকারি ও উৎপাদন বিক্রয় প্রতিনিধি(Wholesale and Manufacturing Sales Representatives): আমেরিকায় এই চাকরির জন্য প্রায় ৬৬.৫৭ লক্ষ টাকা পর্যন্ত প্যাকেজ দেওয়া হয়।
৪. পাইকারি ও উৎপাদন বিক্রয় প্রতিনিধি (Wholesale and Manufacturing Sales Representatives): আমেরিকায় এই চাকরির জন্য প্রায় ৬৬.৫৭ লক্ষ টাকা পর্যন্ত প্যাকেজ দেওয়া হয়।
advertisement
8/9
৫. জল পরিবহন কর্মী(Water Transport Workers): যুক্তরাষ্ট্রে এই চাকরিতে প্রায় ৫৯.৭৩ লক্ষ টাকার বেতন প্যাকেজ পাওয়া যেতে পারে।
৫. জল পরিবহন কর্মী (Water Transport Workers): যুক্তরাষ্ট্রে এই চাকরিতে প্রায় ৫৯.৭৩ লক্ষ টাকার বেতন প্যাকেজ পাওয়া যেতে পারে।
advertisement
9/9
তথাকথিত কলেজের পড়াশোনার পরিবর্তে এই ধরনের চাকরিগুলিতে আবেদনকারীর প্রার্থীর অভিজ্ঞতার উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়৷ যদিও প্রতিটি চাকরির ক্ষেত্রে কলেজের ডিগ্রি না লাগলেও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস লাগতে পারে৷
তথাকথিত কলেজের পড়াশোনার পরিবর্তে এই ধরনের চাকরিগুলিতে আবেদনকারীর প্রার্থীর অভিজ্ঞতার উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়৷ যদিও প্রতিটি চাকরির ক্ষেত্রে কলেজের ডিগ্রি না লাগলেও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস লাগতে পারে৷
advertisement
advertisement
advertisement