চার্জার ছাড়া আই ফোন বেচলে ১৯ কোটি টাকা ফাইন! ব্রাজিলে কড়া নিয়ম চালু

Last Updated:
iPhone 14: চার্জার নেই এমন কোনও আই ফোন ব্রাজিলে বিক্রি করা যাবে না।
1/6
আইফোন ১২ সিরিজ থেকেই ফোনের সঙ্গে চার্জার দেওয়া বন্ধ করেছে অ্যাপল। চার্জিং অ্যাডাপ্টার আলাদা করে কিনতে হচ্ছে গ্রাহকদের। আফটার সেলস সার্ভিস বিজনেস বাড়ানোর জন্য অ্যাপল-এর নতুন এই কায়দা গ্রাহকদের সমস্যা বাড়াচ্ছে।
আইফোন ১২ সিরিজ থেকেই ফোনের সঙ্গে চার্জার দেওয়া বন্ধ করেছে অ্যাপল। চার্জিং অ্যাডাপ্টার আলাদা করে কিনতে হচ্ছে গ্রাহকদের। আফটার সেলস সার্ভিস বিজনেস বাড়ানোর জন্য অ্যাপল-এর নতুন এই কায়দা গ্রাহকদের সমস্যা বাড়াচ্ছে।
advertisement
2/6
মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা অ্য়াপল-এর এই বিজনেস স্ট্যাটেজি আর ব্রাজিল চলবে না। কারণ ব্রাজিলের প্রশাসন অ্যাপলকে সাফ জানিয়েছে, গ্রাহকদের অসম্পূর্ণ পণ্য বিক্রি করা যাবে না। করলে জরিমানা দিতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা অ্য়াপল-এর এই বিজনেস স্ট্যাটেজি আর ব্রাজিল চলবে না। কারণ ব্রাজিলের প্রশাসন অ্যাপলকে সাফ জানিয়েছে, গ্রাহকদের অসম্পূর্ণ পণ্য বিক্রি করা যাবে না। করলে জরিমানা দিতে হবে।
advertisement
3/6
ব্রাজিলের বিচার মন্ত্রক অ্যাপলকে জানিয়ে দিয়েছে, তাদের দেশে চার্জার ছাড়া আই ফোন বিক্রি করলে ১২.২৭৫ মিলিয়ন রিয়াস (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৯ কোটি টাকা) ফাইন দিতে হবে।
ব্রাজিলের বিচার মন্ত্রক অ্যাপলকে জানিয়ে দিয়েছে, তাদের দেশে চার্জার ছাড়া আই ফোন বিক্রি করলে ১২.২৭৫ মিলিয়ন রিয়াস (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৯ কোটি টাকা) ফাইন দিতে হবে।
advertisement
4/6
অ্যাপল-এর দাবি, দূষণ কমানোর জন্য তারা ফোনের সঙ্গে চার্জার দেয় না। তবে সংস্থার এই দাবিও নস্যাৎ করেছে ব্রাজিল সরকার। সাফ জানানো হয়েছে, চার্জারের সঙ্গে পরিবেশ দূষণের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই।
অ্যাপল-এর দাবি, দূষণ কমানোর জন্য তারা ফোনের সঙ্গে চার্জার দেয় না। তবে সংস্থার এই দাবিও নস্যাৎ করেছে ব্রাজিল সরকার। সাফ জানানো হয়েছে, চার্জারের সঙ্গে পরিবেশ দূষণের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই।
advertisement
5/6
ব্রাজিল সরকারের তরফে অ্যাপলকে সাফ জানানো হয়েছে, চার্জার নেই এমন কোনও আই ফােন তাদের দেশের বাজারে বিক্রি করা যাবে না। গ্রাহকদের সম্পূর্ণ পণ্য দিতে হবে।
ব্রাজিল সরকারের তরফে অ্যাপলকে সাফ জানানো হয়েছে, চার্জার নেই এমন কোনও আই ফােন তাদের দেশের বাজারে বিক্রি করা যাবে না। গ্রাহকদের সম্পূর্ণ পণ্য দিতে হবে।
advertisement
6/6
আইফোন ১৪ সিরিজ বাজারে আসছে আজ। তার ঠিক একদিন আগে ব্রাজিল সরকারের এই ঘোষণা অ্যাপল সংস্থাকে বেশ বেগ দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আইফোন ১৪ সিরিজ বাজারে আসছে আজ। তার ঠিক একদিন আগে ব্রাজিল সরকারের এই ঘোষণা অ্যাপল সংস্থাকে বেশ বেগ দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
advertisement
advertisement
advertisement