Virat Kohli: একইরকম রানের খিদে! চোখ ধাঁধানো শট, কোহলির বিরাট সেঞ্চুরিতে জয় দিল্লির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: প্রায় ১৫ বছর পর ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে ফিরে এসে বিরাট কোহলি আবারও প্রমাণ করলেন কেন তিনি একদিনের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার।
প্রায় ১৫ বছর পর ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে ফিরে এসে বিরাট কোহলি আবারও প্রমাণ করলেন কেন তিনি একদিনের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। দিল্লির হয়ে তার প্রত্যাবর্তন ম্যাচেই এল অনবদ্য শতরান। দীর্ঘদিন পর এই টুর্নামেন্টে ফিরেও কোহলি যে এখনও একই রকম ক্ষুধার্ত, তা স্পষ্ট হয়ে উঠল তার ব্যাটিংয়ে।
advertisement
২৯৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির ইনিংসের মূল ভরসা ছিলেন কোহলি। শুরু থেকেই তিনি ছিলেন শান্ত ও আত্মবিশ্বাসী। ইনিংস গড়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রান তোলার গতি বাড়ান। চাপের মুখেও ভুল শট না খেলে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেন এবং দলের রান তোলার গতি সচল রাখেন, যা এই ইনিংসের সবচেয়ে বড় দিক।
advertisement
কোহলির অফসাইডে ব্যাটিং বিশেষভাবে নজর কেড়েছে। কভার অঞ্চলে নিখুঁত টাইমিংয়ে একের পর এক শট খেলেন তিনি এবং অফসাইড দিয়ে মারেন পাঁচটি বাউন্ডারি। বড় শট খেলতেও দ্বিধা করেননি—কভার ও লং অফ দিয়ে তিনটি ছক্কা হাঁকিয়ে তিনি দেখান যে এখনও তিনি বোলারদের উপর পুরো নিয়ন্ত্রণ রাখতে পারেন। ১০১ বলে ১৩১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন।
advertisement
advertisement







