Birbhum News: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বীরভূমের জয়জয়কার, প্রধানমন্ত্রীর সামনে লাঠিখেলা দেখাবে ৪ ক্যাডেট

Last Updated:
Birbhum News: দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ মানেই এক অনন্য মর্যাদা। সেই মর্যাদাপূর্ণ মঞ্চে এবার বীরভূমের জয়গান। আগামী ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বাংলার বীরগাথা তুলে ধরবেন বীরভূম জেলার তিন কলেজের চার ছাত্রছাত্রী।
1/5
দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ মানেই এক অনন্য মর্যাদা। সেই মর্যাদাপূর্ণ মঞ্চে এবার বীরভূমের জয়গান। আগামী ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বাংলার বীরগাথা তুলে ধরবেন বীরভূম জেলার তিন কলেজের চার ছাত্রছাত্রী। জেলা প্রশাসনের দাবি, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণের নিরিখে সংখ্যাগতভাবে এটিই এ যাবৎ জেলার সেরা সাফল্য। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ মানেই এক অনন্য মর্যাদা। সেই মর্যাদাপূর্ণ মঞ্চে এবার বীরভূমের জয়গান। আগামী ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বাংলার বীরগাথা তুলে ধরবেন বীরভূম জেলার তিন কলেজের চার ছাত্রছাত্রী। জেলা প্রশাসনের দাবি, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণের নিরিখে সংখ্যাগতভাবে এটিই এ যাবৎ জেলার সেরা সাফল্য।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
এ বছর দিল্লির রাজপথে কসরত দেখানোর জন্য মনোনীত হয়েছেন বর্ধমান গ্রুপের অধীনে এনসিসি-র ১৫ বেঙ্গল ব্যাটালিয়নের চার ক্যাডেট, সিউড়ি বিদ্যাসাগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমনা বাগদি ও রিনা খাতুন। মুরারই কবি নজরুল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দেবকুমার ঘোষ। নলহাটি হীরালাল ভকত কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর শেখ। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
এ বছর দিল্লির রাজপথে কসরত দেখানোর জন্য মনোনীত হয়েছেন বর্ধমান গ্রুপের অধীনে এনসিসি-র ১৫ বেঙ্গল ব্যাটালিয়নের চার ক্যাডেট, সিউড়ি বিদ্যাসাগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমনা বাগদি ও রিনা খাতুন। মুরারই কবি নজরুল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দেবকুমার ঘোষ। নলহাটি হীরালাল ভকত কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর শেখ।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
জানা গিয়েছে, কেবল কুচকাওয়াজ নয়, বীরভূমের ঐতিহ্যবাহী ‘লাঠিখেলা’ প্রদর্শনের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন এই চার ক্যাডেট। লোকসংস্কৃতি ও সাহসিকতার মিশেলে তৈরি এই শৈলী তাঁরা তুলে ধরবেন খোদ প্রধানমন্ত্রীর সামনে। বর্তমানে তাঁরা দিল্লিতে পৌঁছে জোরকদমে মহড়া শুরু করেছেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
জানা গিয়েছে, কেবল কুচকাওয়াজ নয়, বীরভূমের ঐতিহ্যবাহী ‘লাঠিখেলা’ প্রদর্শনের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন এই চার ক্যাডেট। লোকসংস্কৃতি ও সাহসিকতার মিশেলে তৈরি এই শৈলী তাঁরা তুলে ধরবেন খোদ প্রধানমন্ত্রীর সামনে। বর্তমানে তাঁরা দিল্লিতে পৌঁছে জোরকদমে মহড়া শুরু করেছেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
অ্যাসোসিয়েট অফিসার হিসেবে তাঁদের সঙ্গে গিয়েছেন ১৫ ব্যাটালিয়নের প্রাক্তন ক্যাডেট তথা সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রাক্তনী সোমা বাগদি।
অ্যাসোসিয়েট অফিসার হিসেবে তাঁদের সঙ্গে গিয়েছেন ১৫ ব্যাটালিয়নের প্রাক্তন ক্যাডেট তথা সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রাক্তনী সোমা বাগদি। "প্রধানমন্ত্রীর সামনে নিজের জেলার কসরত দেখাব ভাবলেই শিহরণ হচ্ছে। আমরা বীরভূমের নাম উজ্জ্বল করতে চাই" দিল্লি থেকে ফোনে উচ্ছ্বসিত কণ্ঠে জানালেন অংশগ্রহণকারী এক ক্যাডেট।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
এর আগে জেলা থেকে এককভাবে ক্যাডেটরা সুযোগ পেলেও, এক সঙ্গে চারজনের সুযোগ পাওয়া এবং একটি বিশেষ শিল্পকলা প্রদর্শন করা আগে কখনও ঘটেনি। কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে এনসিসি মহলে এখন খুশির হাওয়া। সাধারণ ঘরের এই চার পড়ুয়ার সাফল্য জেলার অন্যান্য তরুণ তরুণীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। আগামী ২৬ জানুয়ারি সারা দেশের সঙ্গে বীরভূমবাসীর নজর থাকবে লালমাটির এই চার সন্তানের দিকে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
এর আগে জেলা থেকে এককভাবে ক্যাডেটরা সুযোগ পেলেও, এক সঙ্গে চারজনের সুযোগ পাওয়া এবং একটি বিশেষ শিল্পকলা প্রদর্শন করা আগে কখনও ঘটেনি। কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে এনসিসি মহলে এখন খুশির হাওয়া। সাধারণ ঘরের এই চার পড়ুয়ার সাফল্য জেলার অন্যান্য তরুণ তরুণীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। আগামী ২৬ জানুয়ারি সারা দেশের সঙ্গে বীরভূমবাসীর নজর থাকবে লালমাটির এই চার সন্তানের দিকে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement