North 24 Parganas News: আত্মীয়ের মৃত্যুতে বাড়ি ছাড়তেই বিপর্যয়,আলমারি থেকে উধাও লাখ লাখ টাকা আর সোনা! পরপর চুরিতে বাড়ছে ক্ষোভ
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
North 24 Parganas News: ফাঁকা বাড়ি থেকে আনুমানিক ১৪ ভরি সোনা ও নগদ আনুমানিক ২ লক্ষ টাকা নিয়ে চম্পট। এলাকায় ক্ষোভ।
দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: রাতের অন্ধকারে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি দেগঙ্গায়। চুরি দেগঙ্গা থানার অন্তর্গত হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আজিজ নগর এলাকায়। জানা গিয়েছে, গতকাল রবিবার রাতে ফাঁকা বাড়ি পেয়ে তিনটি তালা ভেঙে ঘরে ঢুকে তছনছ করে দিয়েছে চোর। যে ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, দুষ্কৃতীরা গোটা বাড়িটি কার্যত তছনছ করে দিয়েছে। পাশাপাশি ওই বাড়ি থেকে বহু মূল্যের সোনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা। এই বিষয়ে বাড়ির মালিক প্রদীপ মুখার্জী জানান, কাল সন্ধ্যায় এক নিকটতম আত্মীয় মারা যান। সে কারণেই তিনি মেয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখতে পান এই অবস্থা। এই চুরির ফলে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: আবর্জনাই আয়ের খনি, ফেলে দেওয়া প্লাস্টিকেই ভাগ্য বদল! মহিলাদের রোজগারের এই ফর্মুলা এখন সুপারহিট
advertisement
মনে করা হচ্ছে, বাড়ি ফাঁকা থাকার সুযোগ এই এমন কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতী। অভিযোগ, ফাঁকা থাকার সুযোগে বাড়ির তিনটি তালা ভাঙে চোর। তারপর বাড়ি থেকে আনুমানিক প্রায় ১৩ থেকে ১৪ ভরি সোনা ও নগদ আনুমানিক ২ লক্ষ টাকা চুরি করা হয়েছে। এলাকার মানুষজন সকালবেলা তালা ভাঙা অবস্থায় দেখতে পান। বাড়ির তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা বিষয়টি আঁচ করতে পারেন।
advertisement
এরপরেই খবর দেওয়া হয় ওই বাড়ির লোকজনকে। তারা এসে দেখতে পান বাড়ি তালা ভাঙা অবস্থায় রয়েছে। পাশাপাশি তছনছ করা হয়েছে ঘর। বাড়ি থেকে চুরি গিয়েছে নগদ টাকা ও সোনা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় একাধিক চুরির ঘটনা সামনে আসছে। প্রশাসনের কাছে এই বিষয়ে কড়া নজরদারির আবেদন জানিয়েছেন তারা। পাশাপাশি এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 20, 2026 6:51 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: আত্মীয়ের মৃত্যুতে বাড়ি ছাড়তেই বিপর্যয়,আলমারি থেকে উধাও লাখ লাখ টাকা আর সোনা! পরপর চুরিতে বাড়ছে ক্ষোভ









