Waste Management Project: আবর্জনাই আয়ের খনি, ফেলে দেওয়া প্লাস্টিকেই ভাগ্য বদল! মহিলাদের রোজগারের এই ফর্মুলা এখন সুপারহিট
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Waste Management Project: ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে বদলে আয়ের নতুন দিশা দেখাচ্ছে জলপাইগুড়ি জেলা পরিষদ।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ফেলে দেওয়া প্লাস্টিকেই আয়ের পথ! পরিবেশ রক্ষার সঙ্গে কর্মসংস্থান।জলপাইগুড়ি জেলা পরিষদের অভিনব উদ্যোগে নয়া দিশা অর্থ উপার্জনের। রাস্তার ধারে পড়ে থাকা ফেলে দেওয়া প্লাস্টিকই এখন জলপাইগুড়িতে বদলে যাচ্ছে সম্পদে। রাজ্য সরকারের উদ্যোগে জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনে গড়ে ওঠা সলিড প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে কর্মসংস্থানের নতুন দিগন্ত।
জলপাইগুড়ি ও ময়নাগুড়ি শহরের পাশাপাশি আশপাশের গ্রামাঞ্চল থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে রূপান্তরিত হচ্ছে ব্যবহারযোগ্য নানা সামগ্রীতে। এই ইউনিটে তৈরি হচ্ছে ‘বিশ্ববাংলা’ লেখা জলের ঢাকনা, ফুলের টব, কাপ, বাটি সহ নিত্যপ্রয়োজনীয় পরিবেশবান্ধব পণ্য। যা শুধু দূষণ কমাচ্ছে না, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও কাজে লাগছে।
advertisement
advertisement
সবচেয়ে উল্লেখযোগ্য দিক, এই প্রকল্পে নতুন জীবনের দিশা পেয়েছেন ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি-২ গ্রামের বহু মহিলা। আগে যাঁরা সংসারের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, আজ তাঁরাই প্লাস্টিক সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও নতুন পণ্য তৈরির কাজে সক্রিয়ভাবে যুক্ত। স্বনির্ভরতার পথে এগিয়ে চলা এই মহিলাদের চোখে এখন আত্মবিশ্বাসের ঝিলিক। একজন কর্মরত মহিলা জানালেন, “আগে প্লাস্টিক মানেই নোংরা আবর্জনা মনে হত। আজ সেই প্লাস্টিক থেকেই আমাদের রুজি-রোজগার হচ্ছে, এতে গর্ব বোধ করি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জলপাইগুড়ি জেলা পরিষদের এই উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনায় যেমন শৃঙ্খলা এনেছে, তেমনই সামাজিক দৃষ্টিকোণ থেকেও একটি অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করছে। পরিবেশ রক্ষা ও গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের এই যুগলবন্দি আগামী দিনে অন্যান্য জেলাকেও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আবর্জনা থেকে সম্পদ তৈরির এই মডেলই বুঝিয়ে দেয় সচেতনতা আর উদ্যোগ থাকলে পরিবেশ বাঁচিয়েই সম্ভব উন্নয়নের নতুন পথ তৈরি করা।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 20, 2026 4:10 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Waste Management Project: আবর্জনাই আয়ের খনি, ফেলে দেওয়া প্লাস্টিকেই ভাগ্য বদল! মহিলাদের রোজগারের এই ফর্মুলা এখন সুপারহিট








