Digha Budget Hotel: ৩০০ টাকাতেই মিলবে রুম! দিঘার জগন্নাথ মন্দিরের কাছেই রয়েছে থাকার সস্তা সরকারি গেস্ট হাউস, জেনে নিন বুকিং করবেন কীভাবে

Last Updated:
Digha Budget Hotel: দিঘায় বেসরকারি হোটেলের আকাশছোঁয়া ভাড়া? জগন্নাথ মন্দির দর্শনে এসে কম খরচে থাকতে বেছে নিন সরকারি গেস্ট হাউস ও আবাসন।
1/6
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। এর সরাসরি প্রভাব পড়েছে হোটেল ব্যবসায়। নিউ দিঘা ও ওল্ড দিঘা—দু’জায়গাতেই বহু বেসরকারি হোটেলের ভাড়া এখন বেশ চড়া। বিশেষ করে শনিবার ও রবিবারে রুম পাওয়াই কঠিন হয়ে উঠছে। তাই অনেক পর্যটক বাধ্য হয়ে একদিনের সফরেই দিঘা ঘুরে ফিরে যাচ্ছেন। তবে সবার জন্য পরিস্থিতি যে পুরোপুরি আশাহীন, তা কিন্তু নয়। (তথ্য ও ছবি: মদন মাইতি)
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। এর সরাসরি প্রভাব পড়েছে হোটেল ব্যবসায়। নিউ দিঘা ও ওল্ড দিঘা—দু’জায়গাতেই বহু বেসরকারি হোটেলের ভাড়া এখন বেশ চড়া। বিশেষ করে শনিবার ও রবিবারে রুম পাওয়াই কঠিন হয়ে উঠছে। তাই অনেক পর্যটক বাধ্য হয়ে একদিনের সফরেই দিঘা ঘুরে ফিরে যাচ্ছেন। তবে সবার জন্য পরিস্থিতি যে পুরোপুরি আশাহীন, তা কিন্তু নয়। (তথ্য ও ছবি: মদন মাইতি)
advertisement
2/6
আসলে দিঘায় এমন কিছু সরকারি হোটেল ও আবাসন রয়েছে, যেখানে তুলনামূলক কম খরচে থাকা সম্ভব। অনেক পর্যটক এই সুবিধার কথা জানেন না। ফলে অজান্তেই বেশি টাকা খরচ করে বেসরকারি হোটেলে উঠছেন। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও সংস্থার পরিচালনায় থাকা এই হোটেলগুলি নির্দিষ্ট নিয়ম মেনে বুক করা যায়। আগে থেকে পরিকল্পনা করলে এখানে আরামদায়ক রুম পাওয়া সম্ভব। আজ এমন কয়েকটি সরকারি আবাসনের কথাই তুলে ধরা হল।
আসলে দিঘায় এমন কিছু সরকারি হোটেল ও আবাসন রয়েছে, যেখানে তুলনামূলক কম খরচে থাকা সম্ভব। অনেক পর্যটক এই সুবিধার কথা জানেন না। ফলে অজান্তেই বেশি টাকা খরচ করে বেসরকারি হোটেলে উঠছেন। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও সংস্থার পরিচালনায় থাকা এই হোটেলগুলি নির্দিষ্ট নিয়ম মেনে বুক করা যায়। আগে থেকে পরিকল্পনা করলে এখানে আরামদায়ক রুম পাওয়া সম্ভব। আজ এমন কয়েকটি সরকারি আবাসনের কথাই তুলে ধরা হল।
advertisement
3/6
দিঘায় ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ডের একটি আবাসন রয়েছে। এর নাম দিঘা শ্রমিক অবকাশ ভবন, যা ‘হোটেল অবসারিকা’ নামে পরিচিত। নিউ দিঘার সায়েন্স মিউজিয়ামের ঠিক বিপরীতেই এই হোটেলটি অবস্থিত। এখানে ডরমেটরিতে ১৬টি বেড রয়েছে। পুরো ডরমেটরির ভাড়া প্রায় ২৪০০ টাকা। পাশাপাশি সাধারণ রুমও রয়েছে, যার ভাড়া প্রায় ৩০০ টাকা থেকে শুরু হয়। অনলাইনে বুকিংয়ের সুবিধাও আছে।
দিঘায় ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ডের একটি আবাসন রয়েছে। এর নাম দিঘা শ্রমিক অবকাশ ভবন, যা ‘হোটেল অবসারিকা’ নামে পরিচিত। নিউ দিঘার সায়েন্স মিউজিয়ামের ঠিক বিপরীতেই এই হোটেলটি অবস্থিত। এখানে ডরমেটরিতে ১৬টি বেড রয়েছে। পুরো ডরমেটরির ভাড়া প্রায় ২৪০০ টাকা। পাশাপাশি সাধারণ রুমও রয়েছে, যার ভাড়া প্রায় ৩০০ টাকা থেকে শুরু হয়। অনলাইনে বুকিংয়ের সুবিধাও আছে।
advertisement
4/6
ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের পরিচালনায় দিঘায় দুটি হোটেল রয়েছে। একটি দিঘালি–১ এবং অন্যটি দিঘালি–২। দিঘালি–১ হোটেলটি ওল্ড দিঘায় অবস্থিত। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। দিঘালি–১ এর রিসেপশনিস্ট সুবল দাস বলেন, “এখানে রুম ভাড়ার প্রায় ২৬০০ থেকে ৪২০০ টাকার মধ্যে। অন্যদিকে নিউ দিঘার দিঘালি–২ হোটেলে রুমের ভাড়া ৩০০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে। দুটি হোটেলেই অনলাইন বুকিং করা যায়।
ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের পরিচালনায় দিঘায় দুটি হোটেল রয়েছে। একটি দিঘালি–১ এবং অন্যটি দিঘালি–২। দিঘালি–১ হোটেলটি ওল্ড দিঘায় অবস্থিত। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। দিঘালি–১ এর রিসেপশনিস্ট সুবল দাস বলেন, “এখানে রুম ভাড়ার প্রায় ২৬০০ থেকে ৪২০০ টাকার মধ্যে। অন্যদিকে নিউ দিঘার দিঘালি–২ হোটেলে রুমের ভাড়া ৩০০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে। দুটি হোটেলেই অনলাইন বুকিং করা যায়।"
advertisement
5/6
জগন্নাথ মন্দিরের একেবারে কাছেই রয়েছে রাজ্যের পঞ্চায়েত বিভাগের গেস্ট হাউস ‘উজান’। বর্তমানে এটি লিজের আওতায় পরিচালিত হচ্ছে। এই আবাসনে নন এসি রুমের ভাড়া তুলনামূলক কম। সাধারণত ১০০০ টাকার মধ্যেই রুম পাওয়া যায়। মন্দির সংলগ্ন এলাকায় থাকার জন্য এটি বেশ সুবিধাজনক। সরকারি ওয়েবসাইটের মাধ্যমে এখানে বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যায়। বাজেট ফ্রেন্ডলি পর্যটকদের কাছে এই গেস্ট হাউস বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
জগন্নাথ মন্দিরের একেবারে কাছেই রয়েছে রাজ্যের পঞ্চায়েত বিভাগের গেস্ট হাউস ‘উজান’। বর্তমানে এটি লিজের আওতায় পরিচালিত হচ্ছে। এই আবাসনে নন এসি রুমের ভাড়া তুলনামূলক কম। সাধারণত ১০০০ টাকার মধ্যেই রুম পাওয়া যায়। মন্দির সংলগ্ন এলাকায় থাকার জন্য এটি বেশ সুবিধাজনক। সরকারি ওয়েবসাইটের মাধ্যমে এখানে বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যায়। বাজেট ফ্রেন্ডলি পর্যটকদের কাছে এই গেস্ট হাউস বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
advertisement
6/6
ওল্ড দিঘা এলাকায় আরও কয়েকটি সরকারি আবাসন রয়েছে। পশ্চিমবঙ্গ মৎস্য দফতরের দুটি হোটেল একই ক্যাম্পাসে অবস্থিত। এখানে নন এসি রুমের ভাড়া প্রায় ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। এই আবাসনটি গোবিন্দ বসন গ্রাম সংলগ্ন এলাকায়। এছাড়া হলদিয়া ডেভলপমেন্ট অথরিটির কিছু রুম রয়েছে অপর্ণা গেস্ট হাউসে। সমুদ্র সৈকত থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটার পথ। ভাড়া শুরু প্রায় ৮০০ টাকা থেকে। (তথ্য ও ছবি: মদন মাইতি)
ওল্ড দিঘা এলাকায় আরও কয়েকটি সরকারি আবাসন রয়েছে। পশ্চিমবঙ্গ মৎস্য দফতরের দুটি হোটেল একই ক্যাম্পাসে অবস্থিত। এখানে নন এসি রুমের ভাড়া প্রায় ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। এই আবাসনটি গোবিন্দ বসন গ্রাম সংলগ্ন এলাকায়। এছাড়া হলদিয়া ডেভলপমেন্ট অথরিটির কিছু রুম রয়েছে অপর্ণা গেস্ট হাউসে। সমুদ্র সৈকত থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটার পথ। ভাড়া শুরু প্রায় ৮০০ টাকা থেকে। (তথ্য ও ছবি: মদন মাইতি)
advertisement
advertisement
advertisement