Birbhum News: কয়েক বিঘা জায়গা জুড়ে রয়েছে আস্ত একটি গ্রাম, তবে রাত্রে এখানে বাস করে মাত্র দু’জন!
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Birbhum News: বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে গেলে অবশ্যই আপনি ঘুরে আসতে পারেন এই গ্রাম, কী দেখতে পাবেন জানেন!
advertisement
দূর দূরান্ত থেকে পর্যটকেরা বীরভূম ভ্রমণের জন্য এসেছেন তবে বোলপুর ঘুরে যাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। পর্যটকেরা আসেন কবিগুরুর টানে। কারণ এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক স্মৃতি বিজড়িত জায়গা। রয়েছে কিছু দূরে কঙ্কালীতলা মন্দির। আর বিশেষ করে রয়েছে সোনাঝুরি হাট যেখানে পর্যটকেরা অনেকটা সময় কাটাতে পছন্দ করেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
তবে এবার হয়তো আপনি ভাবছেন বোলপুরের কোথায় রয়েছে এই গ্রাম! চারদিকে গাছগাছালি, টলটলে পুকুরের জল। অতি যত্নে সৃজন করা হয়েছে এ গ্রাম। আর পাঁচটা গ্রামে মাটির বাড়িগুলি যেমন ঠিক তেমনি এই গ্রামেও রয়েছে সুন্দর চালাঘর। ঘরের ভিতরে আছে আলো, পাখা। রয়েছে জলাশয় ও পানীয় জলের ব্যবস্থাও। প্রতিদিন এ গ্রামের ভিতরে হাট বসে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
রয়েছে জগন্নাথ মন্দিরও। অনেকেই চিনতে পারছেন এ গ্রামকে, আবার অনেকে এখনও বুঝতে পারেননি। এ গ্রামের নাম ‘সৃজনী শিল্পগ্রাম’। প্রতিদিন প্রচুর মানুষের আনাগোনা এ গ্রামে। তাই এই সৃজনী শিল্পগ্রামের জন্য রাখা হয়েছে নিরাপত্তারক্ষীও। তবে এতকিছুর পরেও এই গ্রামে রাত্রিবাস করেন মাত্র দু’জন। দেখতে গ্রামের মতো হলেও আসলে এটি বঙ্গ শিল্প ও সংস্কৃতির পীঠস্থান। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এটির দেখভালের দায়িত্বে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement








