গির অরণ্যের পাশেই থাকে এই আফ্রিকান জনগোষ্ঠী, ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খোঁজা চলছে এখানেই

Last Updated:
1/4
গুজরাতের গির অরণ্যের আশেপাশে প্রায় ৩৫ টি ছোট ছোট জনপদে বাস করে সিদ্দি নামের জনগোষ্ঠী ৷ আফ্রিকান এক জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রয়েছে এঁদের ৷ তাঁদের নিয়ে একদম নতুনভাবে কাজ করছে Sports Authority of Gujarat (SAG) ৷ একেবারে তৃণমূল স্তর থেকে ক্রীড়াক্ষেত্রে প্রতিভা তুলে আনার কাজ চালাচ্ছে গুজরাতের স্পোর্টস অথরিটি ৷
গুজরাতের গির অরণ্যের আশেপাশে প্রায় ৩৫ টি ছোট ছোট জনপদে বাস করে সিদ্দি নামের জনগোষ্ঠী ৷ আফ্রিকান এক জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রয়েছে এঁদের ৷ তাঁদের নিয়ে একদম নতুনভাবে কাজ করছে Sports Authority of Gujarat (SAG) ৷ একেবারে তৃণমূল স্তর থেকে ক্রীড়াক্ষেত্রে প্রতিভা তুলে আনার কাজ চালাচ্ছে গুজরাতের স্পোর্টস অথরিটি ৷
advertisement
2/4
আফ্রিকান বংশোদ্ভুত এই জনগোষ্ঠীর ছোটদের ক্রীড়াক্ষেত্রে আগ্রহী করে তুলতে প্রথম ক্লিনিক ইতিমধ্যেই আয়োজিত হয়ে গেল ৷ যে পরিমাণ মেয়ে ও ছেলে এতে অংশ নিয়েছে তা থেকে আশা দেখেছেন আয়োজকরা ৷
আফ্রিকান বংশোদ্ভুত এই জনগোষ্ঠীর ছোটদের ক্রীড়াক্ষেত্রে আগ্রহী করে তুলতে প্রথম ক্লিনিক ইতিমধ্যেই আয়োজিত হয়ে গেল ৷ যে পরিমাণ মেয়ে ও ছেলে এতে অংশ নিয়েছে তা থেকে আশা দেখেছেন আয়োজকরা ৷
advertisement
3/4
১৯৭ জন সিদ্দি মেয়ে ও ২৬২ সিদ্দি ছেলে অংশ নিয়েছিলেন এই ইভেন্টে যার থেকে প্রাথমিকভাবে ৬০ জনকে বেছে নেওয়া হয়েছে ৷ আফ্রিকার বান্টু উপজাতি বংশোদ্ভুত এই পরিবার থেকে উঠে আসা ক্রীড়াবিদদের আলাদা করে দেখভাল করবে স্পোর্টস অথরিটি ৷
১৯৭ জন সিদ্দি মেয়ে ও ২৬২ সিদ্দি ছেলে অংশ নিয়েছিলেন এই ইভেন্টে যার থেকে প্রাথমিকভাবে ৬০ জনকে বেছে নেওয়া হয়েছে ৷ আফ্রিকার বান্টু উপজাতি বংশোদ্ভুত এই পরিবার থেকে উঠে আসা ক্রীড়াবিদদের আলাদা করে দেখভাল করবে স্পোর্টস অথরিটি ৷
advertisement
4/4
এই অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে ভারতকে অলিম্পিক পদকের আশা দেখাবে এমনটাই মনে করছে আয়োজকরা ৷
এই অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে ভারতকে অলিম্পিক পদকের আশা দেখাবে এমনটাই মনে করছে আয়োজকরা ৷
advertisement
advertisement
advertisement