Novak Djocovic French Open 2023 Champion: লাল সুড়কির কোর্টেই নাদালের সিংহাসন ছিনিয়ে নিলেন জোকভিচ, ২৩ তম গ্র্যান্ড স্ল্যাম জয় সার্বিয়ান সিংহের

Last Updated:
Novak Djokovic French Open 2023 Champion: ক্লে কোর্টের সম্রাট বলা হয় রাফায়েল নাদালকে। আর সেই লাল-সুড়কির কোর্টেই রাফার সিংহাসন কেড়ে নিলেন নোভাক জোকাভিচ। ২০২৩ ফরাসী ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি জিতলেন নোভাক জোকোভিচ। খেলার ফল ৭-৬, ৬-৩, ৭-৫।
1/7
ক্লে কোর্টের সম্রাট বলা হয় রাফায়েল নাদালকে। আর সেই লাল-সুড়কির কোর্টেই রাফার সিংহাসন কেড়ে নিলেন নোভাক জোকাভিচ।
ক্লে কোর্টের সম্রাট বলা হয় রাফায়েল নাদালকে। আর সেই লাল-সুড়কির কোর্টেই রাফার সিংহাসন কেড়ে নিলেন নোভাক জোকাভিচ।
advertisement
2/7
২০২৩ ফরাসী ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি জিতলেন নোভাক জোকোভিচ। খেলার ফল ৭-৬, ৬-৩, ৭-৫।
২০২৩ ফরাসী ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি জিতলেন নোভাক জোকোভিচ। খেলার ফল ৭-৬, ৬-৩, ৭-৫।
advertisement
3/7
এই জয়ের ফলে নিজের কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকার। টপকে গেলেন রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জযের রেকর্ডকে।
এই জয়ের ফলে নিজের কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকার। টপকে গেলেন রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জযের রেকর্ডকে।
advertisement
4/7
এবার প্রতিযোগিতা থেকে নাদাল নাম তুলে নিয়েছিলেন নাদাল। যদিও সেই নাদালের প্রিয় কোর্টেই যেন স্প্যানিশ আর্মাডার সিংহাসন দখল করেনিলেন সার্বিয়ান সিংহ।
এবার প্রতিযোগিতা থেকে নাদাল নাম তুলে নিয়েছিলেন নাদাল। যদিও সেই নাদালের প্রিয় কোর্টেই যেন স্প্যানিশ আর্মাডার সিংহাসন দখল করেনিলেন সার্বিয়ান সিংহ।
advertisement
5/7
শুধু ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতাই নয়, জোকোভিচ আরও কিছু নজির গড়লেন। সবচেয়ে বেশি ৩৬ বছর ২০ দিন বয়সে রোলাঁ গারোজে ট্রফি জিতলেন জোকোভিচ।
শুধু ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতাই নয়, জোকোভিচ আরও কিছু নজির গড়লেন। সবচেয়ে বেশি ৩৬ বছর ২০ দিন বয়সে রোলাঁ গারোজে ট্রফি জিতলেন জোকোভিচ।
advertisement
6/7
এছাড়া নোভাক জকোভিচ বিশ্বের প্রথম টেনিস খেলোয়ার হলেন যিনি টেনিসের প্রতিটি গ্র্যান্ড স্ল্যাম অন্তত তিন বার করে জিতেছেন।
এছাড়া নোভাক জকোভিচ বিশ্বের প্রথম টেনিস খেলোয়ার হলেন যিনি টেনিসের প্রতিটি গ্র্যান্ড স্ল্যাম অন্তত তিন বার করে জিতেছেন।
advertisement
7/7
৩৬ বছর বয়সেও যেই গতিতে এগোচ্ছেন জোকোভিচ তাতে তার ক্যাবিনেট গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা কোথায় গিয়ে থামে এখন সেটাই দেখার।
৩৬ বছর বয়সেও যেই গতিতে এগোচ্ছেন জোকোভিচ তাতে তার ক্যাবিনেট গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা কোথায় গিয়ে থামে এখন সেটাই দেখার।
advertisement
advertisement
advertisement