Mustafizur Rahman Replacement: মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কেকেআর, পরিবর্তে মার্কো জেনসেনের যমজ ভাই!

Last Updated:
Mustafizur Rahman Replacement: KKR-কে মুস্তাফিজুর রহমানের  (Mustafizur Rahman)-র বদলি হিসেবে Marco Jansen-এর যমজ ভাইকে সাইন করার পরামর্শ
1/9
কলকাতা : বিভিন্ন রাজনৈতিক ডেভলপমেন্টের কারণে প্রতিবেশী দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আইপিএল ২০২৬-শুরুর আগেই মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই৷ এরপরেই মুস্তাফিজুরের বদলি কে হবেন তা নিয়ে প্রচুর চিন্তাভাবনা শুরু করেছে কেকেআর থিঙ্কট্যাঙ্ক৷
কলকাতা : বিভিন্ন রাজনৈতিক ডেভলপমেন্টের কারণে প্রতিবেশী দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আইপিএল ২০২৬-শুরুর আগেই মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই৷ এরপরেই মুস্তাফিজুরের বদলি কে হবেন তা নিয়ে প্রচুর চিন্তাভাবনা শুরু করেছে কেকেআর থিঙ্কট্যাঙ্ক৷
advertisement
2/9
Marco-র যমজ ভাই ডুয়ান (Duan) ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)-র হয়ে KKR-এর বিরুদ্ধে এক ম্যাচ খেলেছিলেন, আর সেই ম্যাচে উনি রিঙ্কু সিং (Rinku Singh)-র উইকেট নিয়েছিলেন।
Marco-র যমজ ভাই ডুয়ান (Duan) ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)-র হয়ে KKR-এর বিরুদ্ধে এক ম্যাচ খেলেছিলেন, আর সেই ম্যাচে উনি রিঙ্কু সিং (Rinku Singh)-র উইকেট নিয়েছিলেন।
advertisement
3/9
কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)-কে ৯.২০ কোটি টাকায় Indian Premier League (IPL) ২০২৬-র অকশনে আবু ধাবিতে ১৬ ডিসেম্বর, ২০২৫-এ সাইন করেছিল। কিন্তু এই বাঁ-হাতি পেসার ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আসরে খেলতে পারবেন না, কারণ BCCI শনিবার (৩ জানুয়ারি) ‘সাম্প্রতিক পরিস্থিতি’র জন্য KKR-কে ওঁকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে বলেছে।
কলকাতা নাইট রাইডার্সের বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)-কে ৯.২০ কোটি টাকায় Indian Premier League (IPL) ২০২৬-র অকশনে আবু ধাবিতে ১৬ ডিসেম্বর, ২০২৫-এ সাইন করেছিল। কিন্তু এই বাঁ-হাতি পেসার ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আসরে খেলতে পারবেন না, কারণ BCCI শনিবার (৩ জানুয়ারি) ‘সাম্প্রতিক পরিস্থিতি’র জন্য KKR-কে ওঁকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে বলেছে।
advertisement
4/9
BCCI-র সেক্রেটারি দেবজিত সালকিয়া (Devajit Saikia) সংবাদ সংস্থা বলেছিলেন, “সাম্প্রতিক পরিস্থিতির কারণে, BCCI ফ্র্যাঞ্চাইজি KKR-কে বলেছে ওদের একজন প্লেয়ার, Mustafizur Rahman (Bangladesh)-কে স্কোয়াড থেকে ছেড়ে দিতে, আর BCCI এটাও বলেছে, যদি ওরা কোনো বদলি চায়, তাহলে BCCI সেটা অনুমতি দেবে৷”
BCCI-র সেক্রেটারি দেবজিত সালকিয়া (Devajit Saikia) সংবাদ সংস্থা বলেছিলেন, “সাম্প্রতিক পরিস্থিতির কারণে, BCCI ফ্র্যাঞ্চাইজি KKR-কে বলেছে ওদের একজন প্লেয়ার, Mustafizur Rahman (Bangladesh)-কে স্কোয়াড থেকে ছেড়ে দিতে, আর BCCI এটাও বলেছে, যদি ওরা কোনো বদলি চায়, তাহলে BCCI সেটা অনুমতি দেবে৷”
advertisement
5/9
মুস্তাফিজুরকে IPL ২০২৬ স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর, KKR-র সামনে একজন বদলি প্লেয়ার নেওয়ার সুযোগ থাকবে, আর এখনও অনেক ভালো প্লেয়ার পাওয়া যাচ্ছে।
মুস্তাফিজুরকে IPL ২০২৬ স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর, KKR-র সামনে একজন বদলি প্লেয়ার নেওয়ার সুযোগ থাকবে, আর এখনও অনেক ভালো প্লেয়ার পাওয়া যাচ্ছে।
advertisement
6/9
কিন্তু প্রাক্তন কলকাতার নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আর বাংলার উইকেটকিপার-ব্যাটার শ্রীবৎস গোস্বামী (Shreevats Goswami) যিনি IPL-এ রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) আর সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-র হয়ে খেলেছেন তিনি কেকেআরক বিকল্প বোলারের পরামর্শ দিয়েছেন৷  শাহরুখ খানের দলের  উচিত দক্ষিণ আফ্রিকার (South Africa)-র ফাস্ট-বোলিং অলরাউন্ডার Marco Jansen-এর যমজ ভাই ডুয়ান জেনসেন (Duan Jansen)-কে মুস্তাফিজুরের বদলি হিসেবে নেওয়া উচিত৷
কিন্তু প্রাক্তন কলকাতার নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আর বাংলার উইকেটকিপার-ব্যাটার শ্রীবৎস গোস্বামী (Shreevats Goswami) যিনি IPL-এ রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) আর সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-র হয়ে খেলেছেন তিনি কেকেআরক বিকল্প বোলারের পরামর্শ দিয়েছেন৷  শাহরুখ খানের দলের  উচিত দক্ষিণ আফ্রিকার (South Africa)-র ফাস্ট-বোলিং অলরাউন্ডার Marco Jansen-এর যমজ ভাই ডুয়ান জেনসেন (Duan Jansen)-কে মুস্তাফিজুরের বদলি হিসেবে নেওয়া উচিত৷
advertisement
7/9
“মার্কো জেনসেন (Marco Jansen)-র ভাই ডুয়ান জেনসেন (duan Jansen) @KKRiders-এর জন্য খারাপ অপশন না। একরকম প্লেয়ার, আর ও ব্যাটও ভাল করতে পারে। ওকে নাও @KKRiders,” Goswami এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন।
“মার্কো জেনসেন (Marco Jansen)-র ভাই ডুয়ান জেনসেন (duan Jansen) @KKRiders-এর জন্য খারাপ অপশন না। একরকম প্লেয়ার, আর ও ব্যাটও ভাল করতে পারে। ওকে নাও @KKRiders,” Goswami এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন।
advertisement
8/9
ডুয়ান -মার্কো  Marco-র মতোই, ফাস্ট-বোলিং অলরাউন্ডার আর ও ২০২৩ সালে Mumbai Indians-এর হয়ে এক IPL ম্যাচ খেলেছে। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার Klerksdorp থেকে, আর এখন Joburg Super Kings-এর হয়ে SA২০ ২০২৫-২৬ খেলছে। Faf du Plessis-এর টিমের হয়ে প্রথম ম্যাচে, ও ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নিয়ে Pretoria Capitals-এর বিরুদ্ধে ২৭ ডিসেম্বর, ২০২৫-এ Player Of The Match অ্যাওয়ার্ড পেয়েছিল।
ডুয়ান -মার্কো  Marco-র মতোই, ফাস্ট-বোলিং অলরাউন্ডার আর ও ২০২৩ সালে Mumbai Indians-এর হয়ে এক IPL ম্যাচ খেলেছে। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার Klerksdorp থেকে, আর এখন Joburg Super Kings-এর হয়ে SA২০ ২০২৫-২৬ খেলছে। Faf du Plessis-এর টিমের হয়ে প্রথম ম্যাচে, ও ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নিয়ে Pretoria Capitals-এর বিরুদ্ধে ২৭ ডিসেম্বর, ২০২৫-এ Player Of The Match অ্যাওয়ার্ড পেয়েছিল।
advertisement
9/9
Duan, সবমিলিয়ে, এখনও পর্যন্ত ৪৮টা T২০ ম্যাচ খেলেছে পাঁচটা টিমের হয়ে – Mumbai Indians, MI Cape Town, Joburg Super Kings, St Kitts and Nevis Patriots আর North West। আর ওই ৪৮ ম্যাচে, ও ৪৬টা উইকেট নিয়েছে, সঙ্গে ব্যাট হাতে ৩২৯ রান করেছে।
Duan, সবমিলিয়ে, এখনও পর্যন্ত ৪৮টা T২০ ম্যাচ খেলেছে পাঁচটা টিমের হয়ে – Mumbai Indians, MI Cape Town, Joburg Super Kings, St Kitts and Nevis Patriots আর North West। আর ওই ৪৮ ম্যাচে, ও ৪৬টা উইকেট নিয়েছে, সঙ্গে ব্যাট হাতে ৩২৯ রান করেছে।
advertisement
advertisement
advertisement