KKR Appoints Shane Watson: বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এবার কেকেআরে! অস্ট্রেলিয়ার কিংবদন্তি কলকাতার কোচ, ২০২৬ আইপিএলে বড় চমক

Last Updated:
KKR Appoints Shane Watson: আইপিএলে এবার কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন এর আগে দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিংয়ের সঙ্গে দায়িত্বে ছিলেন।
1/7
এখনও পর্যন্ত যা খবর, বেশ কয়েকজন তারকাকে ছেড়ে দিতে পারে কেকেআর। কারণ ম্যানেজমেন্ট মনে করছে, গতবার বেশ কয়েকজন ক্রিকেটারের জন্য অকারণে বেশি টাকা খরচ হয়েছিল। এবার তাই ব্যালেন্স করতে চাইছে তারা।
এখনও পর্যন্ত যা খবর, বেশ কয়েকজন তারকাকে ছেড়ে দিতে পারে কেকেআর। কারণ ম্যানেজমেন্ট মনে করছে, গতবার বেশ কয়েকজন ক্রিকেটারের জন্য অকারণে বেশি টাকা খরচ হয়েছিল। এবার তাই ব্যালেন্স করতে চাইছে তারা।
advertisement
2/7
কেকেআর এবার রিলিজ করতে পারে — ভেঙ্কটেশ আয়ার , মঈন আলি, কুইন্টন ডি’কক, স্পেনসর জনসন, রমনদীপ সিংহ, মণীশ পাণ্ডে, এনরিখ নরখে ও চেতন সাকারিয়াকে।
কেকেআর এবার রিলিজ করতে পারে — ভেঙ্কটেশ আয়ার , মঈন আলি, কুইন্টন ডি’কক, স্পেনসর জনসন, রমনদীপ সিংহ, মণীশ পাণ্ডে, এনরিখ নরখে ও চেতন সাকারিয়াকে।
advertisement
3/7
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পথচলা শেষ হয়েছিল কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের। এবার সেই কেকেআর বিশ্বকাপজয়ী অজি ক্রিকেটারকে দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত করছে। সেই ক্রিকেটারের নাম শেন ওয়াটসন।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পথচলা শেষ হয়েছিল কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের। এবার সেই কেকেআর বিশ্বকাপজয়ী অজি ক্রিকেটারকে দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত করছে। সেই ক্রিকেটারের নাম শেন ওয়াটসন।
advertisement
4/7
২০২৪ চ্যাম্পিয়ন, তবে ২০২৫ আইপিএলে মুখ থুবড়ে পড়তে হয়েছিল। ফলে কেকেআর এবার অনেক বেশি সতর্ক। আর সেটার ছাপ পড়তে চলেছে পরের মরশুমের দলগঠনে। এরই মধ্যে শেন ওয়াটসন দায়িত্ব পেলেন। অভিষেক নায়ারের অধীনে কাজ করবেন তিনি।
২০২৪ চ্যাম্পিয়ন, তবে ২০২৫ আইপিএলে মুখ থুবড়ে পড়তে হয়েছিল। ফলে কেকেআর এবার অনেক বেশি সতর্ক। আর সেটার ছাপ পড়তে চলেছে পরের মরশুমের দলগঠনে। এরই মধ্যে শেন ওয়াটসন দায়িত্ব পেলেন। অভিষেক নায়ারের অধীনে কাজ করবেন তিনি।
advertisement
5/7
গতবারের নিলামে দল গুছিয়ে নিয়েছিল ১০টি ফ্র্যাঞ্চাইজি। তবে তাতেও বেশ কিছু জায়গায় কেকেআর যেন ঠিক গুছিয়ে উঠতে পারেনি। এবার সেই ফাঁকফোঁকড় পূরণ করতে চাইছে নাইটরা। ২০২৬-এ নামার আগে নাইটরা চাইছে দলের বেশিরভাগ দুর্বলতা ঢেকে ফেলতে! কেকেআরের সহকারী কোচ ওয়াটসন এর আগে দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিংয়ের সঙ্গে দায়িত্বে ছিলেন।
গতবারের নিলামে দল গুছিয়ে নিয়েছিল ১০টি ফ্র্যাঞ্চাইজি। তবে তাতেও বেশ কিছু জায়গায় কেকেআর যেন ঠিক গুছিয়ে উঠতে পারেনি। এবার সেই ফাঁকফোঁকড় পূরণ করতে চাইছে নাইটরা। ২০২৬-এ নামার আগে নাইটরা চাইছে দলের বেশিরভাগ দুর্বলতা ঢেকে ফেলতে! কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন এর আগে দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিংয়ের সঙ্গে দায়িত্বে ছিলেন।
advertisement
6/7
একটা সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন শেন ওয়াটসন। ৫৯টি টেস্ট, ১৯০টি ODI ও ৫৮টা টি২০ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারেরও বেশি রান রয়েছে তাঁর। সঙ্গে ২৮০টি উইকেট। জোড়া বিশ্বকাপ জিতেছেন তিনি। প্লেয়ার হিসেবে IPL-এ ওয়াটসনের রেকর্ড আকর্ষণীয়। ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ১২ বছর ওয়াটসন IPL খেলেন। ১৪৫টা ম্যাচ খেলে চারটে সেঞ্চুরি করেছেন।
একটা সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন শেন ওয়াটসন। ৫৯টি টেস্ট, ১৯০টি ODI ও ৫৮টা টি২০ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারেরও বেশি রান রয়েছে তাঁর। সঙ্গে ২৮০টি উইকেট। জোড়া বিশ্বকাপ জিতেছেন তিনি। প্লেয়ার হিসেবে IPL-এ ওয়াটসনের রেকর্ড আকর্ষণীয়। ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ১২ বছর ওয়াটসন IPL খেলেন। ১৪৫টা ম্যাচ খেলে চারটে সেঞ্চুরি করেছেন।
advertisement
7/7
শেন ওয়াটসন সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস টিমের কোচের দায়িত্ব ছেড়েছিলেন। তিন বছর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে দায়িত্ব সামলান। এবার তিনি কেকেআরের সহকারী কোচের দায়িত্বে।
শেন ওয়াটসন সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস টিমের কোচের দায়িত্ব ছেড়েছিলেন। তিন বছর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে দায়িত্ব সামলান। এবার তিনি কেকেআরের সহকারী কোচের দায়িত্বে।
advertisement
advertisement
advertisement