রোদ, কুয়াশা নয়—মৌমাছি থেকে ফায়ার অ্যালার্ম! যে ৫ আজব ঘটনায় বন্ধ হয়েছিল ক্রিকেট

Last Updated:
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে লখনউয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল করে দেওয়া হয়েছে। ম্যাচ বাতিল হওয়ার প্রধান কারণ ছিল ঘন কুয়াশা। কুয়াশার তীব্রতার কারণে একটি বলও করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক, এমন পাঁচটি ঘটনা যখন অদ্ভুত কারণে ক্রিকেট ম্যাচ মাঝপথে বন্ধ করতে হয়েছিল বা পুরোপুরি বাতিল করা হয়েছিল।যার ফলে বেশ কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ।
1/6
Rain in Cricket match
ক্রিকেট খেলা মূলত হয় বাইরেই। খোলা আকাশের নীচে বড় মাঠে এই খেলাটি হয়। তাই খারাপ আবহাওয়ার কারণে অনেক সময় ম্যাচে বিঘ্ন ঘটে। বিশেষ করে বৃষ্টির জন্য প্রায়ই খেলা বন্ধ রাখতে হয় বা কখনও পুরোপুরি বাতিলও করতে হয়। চলুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি অদ্ভুত ঘটনার কথা, যখন ক্রিকেট ম্যাচ থামাতে হয়েছিল অথবা বাতিল করতে বাধ্য হয়েছিল।
advertisement
2/6
IND vs SA Fog
সবথেকে সাম্প্রতিক উদাহরণ হিসেবে ধরা যায় লখনউয়ে অনুষ্ঠিত হয়েও ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি ম্যাচটি। একটিও বল না খেলে দুই দলের এই ম্যাচ বাতিল করে দেওয়া হয়। ম্যাচ বাতিলের মূল কারণ ছিল ঘন কুয়াশা। ঘন ধোঁয়াশার কারণে পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম কুয়াশার কারণে কোনও ম্যাচ বাতিল হল।
advertisement
3/6
Match Stop Due to Sunlight
বৃষ্টি আর কুয়াশা তো অনেক সময়েই সমস্যা তৈরি করে, কিন্তু এমন ঘটনাও ঘটেছে যখন তীব্র রোদে ক্রিকেট ম্যাচ থামাতে হয়েছিল। ঘটনাটি ২০১৯ সালে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা একটি ওয়ানডে ম্যাচের। ওই ম্যাচে প্রবল রোদের কারণে খেলা বন্ধ করতে হয়। সূর্যের আলো এতটাই তীব্র ছিল যে তার ঝলকে ব্যাটসম্যান বল দেখতে অসুবিধায় পড়েন, ফলে প্রায় আধঘণ্টার জন্য ম্যাচ স্থগিত রাখতে হয়েছিল।
advertisement
4/6
Match Stop due to car
এর আগে ২০১৭ সালে রঞ্জি ট্রফির একটি ম্যাচে ক্রিকেট খেলা অদ্ভুত এক কারণে বন্ধ করতে হয়েছিল। দিল্লি ও উত্তরপ্রদেশের মধ্যে এই ম্যাচটি চলছিল পালাম এয়ারফোর্স গ্রাউন্ডে। হঠাৎ করেই এক ব্যক্তি গাড়ি চালিয়ে সরাসরি পিচের ওপর উঠে পড়ে। এই অপ্রত্যাশিত ঘটনার কারণে দীর্ঘ সময়ের জন্য ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল।
advertisement
5/6
Bee Attack In Match
ওই একই বছরে অর্থাৎ ২০১৭ সালেই দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে খেলা একটি ওয়ানডে ম্যাচ চলাকালীন হঠাৎ হাজার হাজার মৌমাছির হামলার ঘটনা ঘটে। অসংখ্য মৌমাছি মাঠে ঢুকে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। খেলোয়াড় ও আম্পায়াররা নিজেদের বাঁচাতে মাঠেই শুয়ে পড়েন। এই অস্বাভাবিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময়ের জন্য ম্যাচ বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ।
advertisement
6/6
Nathan Lyon
অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার নাথান লায়নের একটি কাণ্ডের কারণেও ২০১৭ সালে একটি ঘরোয়া ম্যাচ থামিয়ে দিতে হয়েছিল। ঘটনাটি ঘটে ফায়ার অ্যালার্ম বেজে ওঠার ফলে। আসলে, ডাগআউটে নাথান লায়ন টোস্ট পোড়াচ্ছিলেন, সেই ধোঁয়াতেই ফায়ার অ্যালার্ম সক্রিয় হয়ে যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে স্টেডিয়াম খালি করে দেওয়া হয়,
advertisement
advertisement
advertisement