ICC T20 World Cup 2024: ‘সাবাশ ..., ওয়ার্ল্ডকাপ খেলনা হ্যায়’- নিজেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়ার বেছে নিলেন রোহিত

Last Updated:
ICC T20 World Cup 2024 : স্টাম্প মাইকে টিম সিলেকশন নিয়ে হইচই
1/7
: বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলারুর (আরসিবি) মধ্যে ২০২৪-র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচের সময়  রোহিত শর্মা এই কথাটি বলেন৷ যা এখন ভাইরাল , ‘সাবাশ ডিকে, ওয়ার্ল্ডকাপ খেলনা হ্যায়৷’
: বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলারুর (আরসিবি) মধ্যে ২০২৪-র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচের সময়  রোহিত শর্মা এই কথাটি বলেন৷ যা এখন ভাইরাল , ‘সাবাশ ডিকে, ওয়ার্ল্ডকাপ খেলনা হ্যায়৷’
advertisement
2/7
অর্থাৎ দীনেশ কার্তিকের পারফরম্যান্স দেখে রোহিত শর্মা মাঠের মধ্যেই এই কথা বলেন৷  দীনেশ কার্তিক মুম্বই ইন্ডিয়ান্সের উপর আক্রমণ শুরু করার আগে জসপ্রীত বুমরাহের ৫-২১ বোলিংয়ের একটি অত্যাশ্চর্য স্পেল আরসিবিকে ব্যাকফুটে ফেলেছিল। কিন্তু সেইখান থেকে কার্তিক মাত্র ২৩ বলে ৫৩ রান করে আরসিবি স্কোরকে একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন৷ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ভর দিয়েই বোর্ডে মোট ১৯৬ রান সংগ্রহ করেছিল আরসিবি৷
অর্থাৎ দীনেশ কার্তিকের পারফরম্যান্স দেখে রোহিত শর্মা মাঠের মধ্যেই এই কথা বলেন৷  দীনেশ কার্তিক মুম্বই ইন্ডিয়ান্সের উপর আক্রমণ শুরু করার আগে জসপ্রীত বুমরাহের ৫-২১ বোলিংয়ের একটি অত্যাশ্চর্য স্পেল আরসিবিকে ব্যাকফুটে ফেলেছিল। কিন্তু সেইখান থেকে কার্তিক মাত্র ২৩ বলে ৫৩ রান করে আরসিবি স্কোরকে একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন৷ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ভর দিয়েই বোর্ডে মোট ১৯৬ রান সংগ্রহ করেছিল আরসিবি৷
advertisement
3/7
আর দীনেশের মার গঙ্গা ঝিলিক-ঝিলিক টাইপের ইনিংস দেখে রোহিত মাঠের মঝ্যেই নিজের মনের ভাব চেপে রাখতে পারেননি৷ তিনি বলেন, ‘সাবাশ ডিকে! টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সিলেকশন কে লিয়ে পুশ করনা হ্যায়, দিমাগ মে চল রাহা হ্যায় ইসকা ওয়ার্ল্ড কাপ৷’- অর্থাৎ "সাবাশ ডিকে! ওকে টি ২০ বিশ্বকাপে নির্বাচনের জন্য চাপ দিতে হবে। বিশ্বকাপ তার মাথায় আছে।’’
আর দীনেশের মার গঙ্গা ঝিলিক-ঝিলিক টাইপের ইনিংস দেখে রোহিত মাঠের মঝ্যেই নিজের মনের ভাব চেপে রাখতে পারেননি৷ তিনি বলেন, ‘সাবাশ ডিকে! টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সিলেকশন কে লিয়ে পুশ করনা হ্যায়, দিমাগ মে চল রাহা হ্যায় ইসকা ওয়ার্ল্ড কাপ৷’- অর্থাৎ "সাবাশ ডিকে! ওকে টি ২০ বিশ্বকাপে নির্বাচনের জন্য চাপ দিতে হবে। বিশ্বকাপ তার মাথায় আছে।’’
advertisement
4/7
কার্তিকের দুর্দান্ত খেলার সময়, ভারতীয় অধিনায়ক রোহিতের হাস্যকর স্টাম্প-মাইক কার্তিককে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। "সাবাশ ডিকে, বিশ্বকাপ খেলনা হ্যায় অভি (উজ্জ্বল ডিকে, তোমাকে বিশ্বকাপ খেলতে হবে)," রোহিতকে বলতে শোনা গিয়েছিল।
কার্তিকের দুর্দান্ত খেলার সময়, ভারতীয় অধিনায়ক রোহিতের হাস্যকর স্টাম্প-মাইক কার্তিককে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। "সাবাশ ডিকে, বিশ্বকাপ খেলনা হ্যায় অভি (উজ্জ্বল ডিকে, তোমাকে বিশ্বকাপ খেলতে হবে)," রোহিতকে বলতে শোনা গিয়েছিল।
advertisement
5/7
দীনেশ কার্তিক শেষবার ভারতের হয়ে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন, যেখানে তিনি মেন ইন ব্লু-এর প্রথম চারটি ম্যাচে খেলেছিলেন কিন্তু শেষ লিগ পর্বের ম্যাচ এবং শেষপর্বের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে প্রথম এগারোয় সুযোগ পাননি৷ এরপর এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন আর সেটা কেন সেই কারণটাই ধরে ফেলেছেন রোহিত শর্মা৷ আর তাই বলেছেন, ‘ইসকা দিমাগ মে চড় রহা হ্যায় ওয়ার্ল্ডকাপ৷’
দীনেশ কার্তিক শেষবার ভারতের হয়ে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন, যেখানে তিনি মেন ইন ব্লু-এর প্রথম চারটি ম্যাচে খেলেছিলেন কিন্তু শেষ লিগ পর্বের ম্যাচ এবং শেষপর্বের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে প্রথম এগারোয় সুযোগ পাননি৷ এরপর এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন আর সেটা কেন সেই কারণটাই ধরে ফেলেছেন রোহিত শর্মা৷ আর তাই বলেছেন, ‘ইসকা দিমাগ মে চড় রহা হ্যায় ওয়ার্ল্ডকাপ৷’
advertisement
6/7
কার্তিক আইপিএলে প্রভাবশালী পারফরম্যান্সের মাধ্যমে অস্ট্রেলিয়ায় ভারতের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে উইকেটরক্ষকের স্থান দখল করেছিলেন। এবারও ধীরগতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অভিজ্ঞ এই ক্রিকেটারের। কিন্তু আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব বেশি হবে কারণ কার্তিক আগেই ঘোষণা করেছেন যে এই আইপিএল হবে তার শেষ।
কার্তিক আইপিএলে প্রভাবশালী পারফরম্যান্সের মাধ্যমে অস্ট্রেলিয়ায় ভারতের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে উইকেটরক্ষকের স্থান দখল করেছিলেন। এবারও ধীরগতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না অভিজ্ঞ এই ক্রিকেটারের। কিন্তু আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব বেশি হবে কারণ কার্তিক আগেই ঘোষণা করেছেন যে এই আইপিএল হবে তার শেষ।
advertisement
7/7
কিন্তু এই মুহূর্তে দীনেশ কার্তিকের ৩৮ বছর বয়স - জুনে বিশ্বকাপের সময় তাঁর বয়স হয়ে যাবে ৩৯ - ঋষভ পন্থ, ইশান কিষাণ, জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসনকে কিপারের জায়গায় কি আইপিএলে পারফরম্যান্স দিয়েই নিজের জায়গা ছিনিয়ে নিতে পারবেন ডিকে! রোহিতের ডায়লগে দারুণ চাঞ্চল্য ক্রিকেট মহলে৷
কিন্তু এই মুহূর্তে দীনেশ কার্তিকের ৩৮ বছর বয়স - জুনে বিশ্বকাপের সময় তাঁর বয়স হয়ে যাবে ৩৯ - ঋষভ পন্থ, ইশান কিষাণ, জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসনকে কিপারের জায়গায় কি আইপিএলে পারফরম্যান্স দিয়েই নিজের জায়গা ছিনিয়ে নিতে পারবেন ডিকে! রোহিতের ডায়লগে দারুণ চাঞ্চল্য ক্রিকেট মহলে৷
advertisement
advertisement
advertisement