শুধুমাত্র ফুটবল ধারাভাষ্যকার বললে ভুল বলা হবে। তিনি ছিলেন ফুটবলের ইতিহাসবিদ। সেই নভি কাপাডিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ৬৮ বছর বয়সে জীবনাবসান হল নভি কাপাডিয়ার। স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত ২ বছর ধরে বাড়িতেই ছিলেন তিনি। শেষ এক মাস ছিলেন লাইফ সাপোর্টে। ফুটবল সাংবাদিক, বিশেষজ্ঞ, পরিসংখ্যানবিদ হিসাবে জনপ্রিয় ছিলেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এসজিবিটি কলেজের অধ্যাপক হিসাবেও দায়িত্ব পালন করেছেন নভি কাপাডিয়া। ফুটবল নিয়ে একাধিক বই লিখেছেন তিনি। ভারতীয় ফুটবলের ব্যাপারে সবরকম খোঁজ ছিল তাঁর কাছে। গোটা জীবন ফুটবল নিয়েই ছিলেন তিনি। এমন একজন মানুষের মৃত্যু ভাতীয় ফুটবলে শূন্যস্থানের সৃষ্টি করল।