এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত এবং পাকিস্তান! তার ২৪ ঘণ্টা আগে বড় ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষাচার্য! কাদের ভাগ্য সহায় হবে? কাদের গ্রহের ফের?

Last Updated:
রবিবার রাত আটটায় অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচ। আর ঠিক তার আগে ম্যাচ নিয়ে বড় ভবিষৎবাণী করলেন জ্যোতিষাচার্য রাকেশ চতুর্বেদী।
1/5
যা দেখা যাচ্ছে, দুর্গাপুজো জমে যাবে! এক দিকে ঢাক বাজবে, অন্য দিকে উইকেট পড়ার উত্তেজনা। হাতে ধুনুচি ঘুরবে না বল- তা নিয়ে সংশয়ে ভুগবে বাঙালি! আসলে, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বৃহস্পতিবার, পাকিস্তান বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ২০২৫ সালের এশিয়া কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে পাকিস্তান ভারতের মুখোমুখি হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল খেলা রবিবার, ২৮ সেপ্টেম্বর হবে দুবাইয়ে ৷
এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। আর এই ফাইনাল ম্যাচ নিয়ে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ।
এশিয়া কাপের এই ফাইনাল হতে চলেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। রবিবার রাত আটটায় অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচ।
advertisement
2/5
 আর ঠিক তার আগে ম্যাচ নিয়ে বড় ভবিষৎবাণী করলেন জ্যোতিষাচার্য রাকেশ চতুর্বেদী। তাঁর মতে যেহেতু এই ম্যাচ রবিবার রাত আটটায় শুরু হবে তাই ওই সময়ের কুণ্ডলী অনুযায়ী মেষ লগ্নের কুণ্ডলী হতে চলেছে।
আর ঠিক তার আগে ম্যাচ নিয়ে বড় ভবিষৎবাণী করলেন জ্যোতিষাচার্য রাকেশ চতুর্বেদী। তাঁর মতে যেহেতু এই ম্যাচ রবিবার রাত আটটায় শুরু হবে তাই ওই সময়ের কুণ্ডলী অনুযায়ী মেষ লগ্নের কুণ্ডলী হতে চলেছে।
advertisement
3/5
গ্রুপ ‘এ’-র সব দলই দু’টি করে ম্যাচ খেলে ফেলেছে। ভারত দু’টি ম্যাচই জিতেছে। টিম ইন্ডিয়ার পয়েন্ট ৪। নেট রান রেট ৪.৭৯৩। ভারত গ্রুপ শীর্ষে। দ্বিতীয় স্থানে পাকিস্তান। তাদের দু’ম্যাচে ২ পয়েন্ট। নেট রান রেট ১.৬৪৯। তৃতীয় স্থানে আমিরশাহি। দু’টি ম্যাচের মধ্যে একটি জিতে তাদেরও ২ পয়েন্ট। চতুর্থ স্থানে ওমান। একটিও জিততে পারেনি তারা।
ফলে এই সময় শুক্র কেতু পঞ্চম ঘরে, সূর্য বুধ ষষ্ঠ ঘরে, মঙ্গল সপ্তম ঘরে এবং চন্দ্র অষ্টম ঘরে থাকবে। অন্যদিকে, রাহু একাদশ ঘরে থাকবে। শনি থাকবে ১২তম ঘরে। ফলে গোটা ম্যাচটাই টানটান থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
advertisement
4/5
ব্যাটিং বিভাগে শুভমান গিল টানা ব্যর্থ হলেও তাকে নিয়েই এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তবে আলোচনায় রয়েছেন সঞ্জু স্যামসনের ব্যাটিং পজিশন। ওমানের বিপক্ষে ৩ নম্বরে ব্যাট করে ৫৬ রানের ইনিংস খেলা সঞ্জুকে এবার ওপেনার হিসেবেও দেখা যেতে পারে।
কিন্তু, একই সঙ্গে তিনি এও জানান, গ্রহের শুভ অবস্থানের জন্য ফল ভারতের পক্ষেই যাবে।
সূর্যকুমার যাদবের কুণ্ডলী অনুযায়ী তাঁর নেতৃত্বে খেলা দল অত্যন্ত ভাল প্রদর্শন করছে। ফলে রবিবারের ম্যাচেও ভারত প্রত্যাশিত ফলই করবে। ওই ম্যাচে অভিষেক শর্মা এবং শুভমন গিলের ভাল খেলার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
advertisement
5/5
 একই সঙ্গে তিনি জানান পাক দুই ক্রিকেটার সাহিবজাদা ফরহান এবং বোলার শাহিন আফ্রিদি ভাল ক্রিকেট খেলবেন। এশিয়া কাপেও তাঁদের দুরন্ত ফর্ম দেখা যাবে।
একই সঙ্গে তিনি জানান পাক দুই ক্রিকেটার সাহিবজাদা ফরহান এবং বোলার শাহিন আফ্রিদি ভাল ক্রিকেট খেলবেন। এশিয়া কাপেও তাঁদের দুরন্ত ফর্ম দেখা যাবে।
advertisement
advertisement
advertisement