পায়েলের কেন বিয়ে হচ্ছে না? কারণ জানালেন সৌরভকে! শুনে হা হয়ে গেলেন 'দাদা'

Last Updated:
Payel Sarkar At Dadagiri: সৌরভ গঙ্গোপাধ্যায়কে পায়েল বলেন, অনেকেই জিজ্ঞেস করে আমি এখনও কেন সিঙ্গল! আসলে আমার মতো বাঙালি পরিবারের মেয়েদের বাবা-মায়েরা খুব রক্ষণশীল। মনের মতো পাত্র খুঁজে বের করাটা কঠিন কাজ।
1/7
দাদাগিরি মানেই নতুন কিছু। সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের কথা হোক বা প্রতিযোগীদের।
দাদাগিরি মানেই নতুন কিছু। সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের কথা হোক বা প্রতিযোগীদের।
advertisement
2/7
সম্প্রতি দাদাগিরিতে এসেছিলেন অভিনেত্রী পায়েল। সেখানে দাদার সঙ্গে অনেক ব্যাপারেই কথা বলেন তিনি।
সম্প্রতি দাদাগিরিতে এসেছিলেন অভিনেত্রী পায়েল। সেখানে দাদার সঙ্গে অনেক ব্যাপারেই কথা বলেন তিনি।
advertisement
3/7
অভিনেত্রী পায়েলের বয়স এখন ৪২। তবে এখনও তিনি কেন বিয়ে করেননি, সে কথা জানালেন সৌরভকে।
অভিনেত্রী পায়েলের বয়স এখন ৪২। তবে এখনও তিনি কেন বিয়ে করেননি, সে কথা জানালেন সৌরভকে।
advertisement
4/7
একটা সময় বাংলা বাণিজ্যিক ছবিতে তাঁকে দেখা যেত নিয়মিত। তবে এখন তাঁকে আর সেভাবে দেখা যায় না। পায়েল সরকারকে সদ্য মুক্তি পাওয়া ‘আবার অরণ্যের দিনরাত্রি’ সিনেমাতে দেখা গিয়েছে।
একটা সময় বাংলা বাণিজ্যিক ছবিতে তাঁকে দেখা যেত নিয়মিত। তবে এখন তাঁকে আর সেভাবে দেখা যায় না। পায়েল সরকারকে সদ্য মুক্তি পাওয়া ‘আবার অরণ্যের দিনরাত্রি’ সিনেমাতে দেখা গিয়েছে।
advertisement
5/7
একটা সময় রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁ সম্পর্কের গুঞ্জন ছিল। তবে সে সব এখন অতীত।
একটা সময় রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁ সম্পর্কের গুঞ্জন ছিল। তবে সে সব এখন অতীত।
advertisement
6/7
সৌরভ গঙ্গোপাধ্যায়কে পায়েল বলেন, অনেকেই জিজ্ঞেস করে আমি এখনও কেন সিঙ্গল! আসলে আমার মতো বাঙালি পরিবারের মেয়েদের বাবা-মায়েরা খুব রক্ষণশীল।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে পায়েল বলেন, অনেকেই জিজ্ঞেস করে আমি এখনও কেন সিঙ্গল! আসলে আমার মতো বাঙালি পরিবারের মেয়েদের বাবা-মায়েরা খুব রক্ষণশীল।
advertisement
7/7
দাদা তখন বলেন, তার মানে তুমি কি বাবা-মায়ের জন্য সিঙ্গল! পায়েল বলেন, আসলে নিজের মনের মতো ছেলে পাওয়া তো কঠিন। তার থেকেও কঠিন, বাবা-মায়ের মনের মতো পাত্র পাওয়া।
দাদা তখন বলেন, তার মানে তুমি কি বাবা-মায়ের জন্য সিঙ্গল! পায়েল বলেন, আসলে নিজের মনের মতো ছেলে পাওয়া তো কঠিন। তার থেকেও কঠিন, বাবা-মায়ের মনের মতো পাত্র পাওয়া।
advertisement
advertisement
advertisement