World Bamboo Day: 'বাঁশ' নিয়ে বাঙালির হাসি মশকরার শেষ নেই! তবু আজ বিশ্ব বাঁশ দিবস, জানুন এই বিশেষ দিনের গুরুত্ব
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
World Bamboo Day : ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস। বাঁশের অসংখ্য ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদযাপন।
প্রতিবছর ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালন করা হয়। বাঁশের অসংখ্য ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিন উদযাপন করা হয়। বাঁশ শুধুমাত্র একটি উদ্ভিদ নয়, এটি মানুষের দৈনন্দিন জীবন, শিল্প ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। <strong>(ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)</strong>
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছে, প্রকৃতিতে বাঁশকে বাঁচিয়ে রাখার জন্য এবং বাঁশ শিল্পকেও উৎসাহিত করার জন্য এরকম একটি দিন ভাবা হয়েছে। বাঁশের অর্থনৈতিক গুরুত্বও অসীম। ২০০৯ সালে ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশন আয়োজিত অষ্টম ওয়ার্ল্ড ব্যাম্বু কংগ্রেসে এই আন্তর্জাতিক বংশ দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্যাংককে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বাঁশ শব্দটিকে নিয়ে বাঙালির হাসি মশকরার শেষ নেই। 'বাঁশ দেওয়া' কে নিয়ে বাঙালি তার চায়ের আড্ডায় হাসির পাত্র করে তোলে। 'বাঁশ' শব্দটিকে অবশ্য আরও নানা আঙ্গিকে ব্যবহার করা হয়। তবে, এই আশ্বিনে বাঁশ বাঙালির কাছে সম্পূর্ণ অন্য অনুষঙ্গ বয়ে আনে। বাড়ির বাইরে ক্লাবের সামনে মাঠে বা ক্লাবে রাস্তার ধারে বাঁশের স্তূপ দেখে এখন বাঙালির মন আনন্দে নেচে ওঠে। কেননা এ সব বাঁশ প্যান্ডেল তৈরির বাঁশ। আর কিছু দিন পরেই পুজো। বাঙালির সব চেয়ে বড় উৎসব। <strong>(ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)</strong>