Digha: পুজোয় কিন্তু এবার চমকে দেবে দিঘা! বাকি জায়গা ভুলে যাবেন নিশ্চিত! কী হবে এই সৈকত শহরে?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: পুজোয় দিঘা, মন্দারমণি-সহ বিভিন্ন সমুদ্র পর্যটন কেন্দ্রে পর্যটকের প্লাবন দেখা যাবে। পুজোর সময় পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে এবার অতিরিক্ত বাস নামাতে চলেছে রাজ্য সরকারী পরিবহন সংস্থা এসবিএসটিসি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*বর্তমানে বিভিন্ন ডিপো থেকে দিঘায় দৈনিক ৪০-৪৫টি সরকারি বাস চলাচল করে। পুজোর সময় এই সংখ্যাটা ৫৫ থেকে ৬০টি করা হবে। এ প্রসঙ্গে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিঘার ডিপো ইন-চার্জ সোমনাথ ঘোষ বলেন, "পুজোর সময় দিঘায় পর্যটকদের ঢল নামে। অতিরিক্ত কয়েক হাজার পর্যটক সমাগম হয়। যাতায়াতের সুবিধার বাড়তি বাস চালানো হবে। মহালয়ার সময় থেকেই শুরু হচ্ছে। লক্ষ্মীপুজো পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে।" ফাইল ছবি।
advertisement
advertisement









