অ্যান্ড্রয়েড ফোনের ৭টি গোপন ফিচার! জানলে অবাক হবেন
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
জানুন এমন ৭টি অ্যান্ড্রয়েড ফিচারের কথা, যেগুলো খুব কম মানুষ ব্যবহার করেন কিন্তু ভীষণ কাজে আসে। এগুলোর মাধ্যমে ফোনের গতি, নিরাপত্তা ও স্মার্ট ব্যবহার অভিজ্ঞতা আরও উন্নত করা যায়।
আপনার কাছে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলে নিশ্চয়ই আপনি প্রতিদিনই সেটি ব্যবহার করে থাকেন! এই অ্যান্ড্রয়েড ফোন থেকেই কল করা, ছবি তোলা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার জন্য এটিই আপনার সবসময়ের সঙ্গী। কিন্তু আপনি কি জানেন, আপনার ফোনে এমন অনেক ফিচার রয়েছে যেগুলো ভীষণ কাজে লাগে, অথচ খুব কম মানুষই সেগুলো ব্যবহার করেন? এই ফিচারগুলো শুধু কাজ সহজ করে না, নিরাপত্তা বাড়ায়, সুবিধা দেয় এবং সময়ও বাঁচায়। চলুন জেনে নেওয়া যাক এমনই ৬টি দুর্দান্ত অ্যান্ড্রয়েড ফিচারের কথা, যেগুলো সম্পর্কে খুব কম মানুষই জানেন।
advertisement
ডিজিটাল ওয়েলবিইং ও ফোকাস মোড—আপনি যদি ফোনে প্রয়োজনের তুলনায় বেশি সময় কাটান, তাহলে এই ফিচারটি আপনার জন্য। ডিজিটাল ওয়েলবিইং আপনাকে জানায়, সারা দিনে আপনি কতবার এবং কোন কোন অ্যাপ ব্যবহার করছেন। ফোকাস মোড চালু করলে মনোযোগ নষ্ট করে এমন অ্যাপগুলো সাময়িকভাবে ব্লক করা যায়। এতে পড়াশোনা বা কাজের সময় মনোযোগ ধরে রাখা অনেক সহজ হয়ে যায়।
advertisement
স্প্লিট স্ক্রিন মোড—এই ফিচারটি আপনাকে একসঙ্গে দুটি অ্যাপ ব্যবহার করার সুবিধা দেয়। যেমন, এক পাশে YouTube ভিডিও আর অন্য পাশে নোটস অ্যাপ। মাল্টিটাস্কিংয়ের জন্য এটি খুবই উপকারী একটি ফিচার, কিন্তু বেশিরভাগ মানুষই এটি সম্পর্কে জানেন না। স্প্লিট স্ক্রিন মোড চালু করতে শুধু ‘Recent Apps’ বাটনে চাপ দিন এবং কোনো একটি অ্যাপের উপর ‘Split Screen’ অপশনটি নির্বাচন করুন।
advertisement
স্ক্রিন পিনিং—কখনও কখনও আমাদের ফোন অন্য কাউকে দিতে হয়, যেমন কাউকে ছবি দেখানোর জন্য। স্ক্রিন পিনিংয়ের মাধ্যমে আপনি শুধু সেই অ্যাপটিকেই লক করে রাখতে পারেন, যেটি আপনি দেখাতে চান। আপনি আনলক না করা পর্যন্ত অন্য ব্যক্তি সেই অ্যাপের বাইরে যেতে পারবেন না। এই ফিচারটি পাবেন Settings > Security > Screen Pinning অপশনে।
advertisement
ভয়েস অ্যাক্সেস / ভয়েস কন্ট্রোল—ভয়েস অ্যাক্সেস ফিচারের মাধ্যমে আপনি পুরো ফোনটাই ভয়েস কমান্ড দিয়ে চালাতে পারেন। যেমন, ‘Open YouTube’, ‘Send message to Rahul’ বা ‘Scroll down’—এই ধরনের কমান্ড বলেই ফোন ব্যবহার করা যায়। এই ফিচারটি বিশেষ করে তাঁদের জন্য খুব উপকারী, যাঁদের টাচস্ক্রিন ব্যবহার করতে অসুবিধা হয়।
advertisement
advertisement








