Nabadwip Tour: নবদ্বীপ ঘুরতে এসেও মিস এই ৫ মন্দির! অসম্পূর্ণ থেকে যাবে শ্রীচৈতন্যদেবের জন্মভূমি ভ্রমণ

Last Updated:
Nabadwip Tour: নবদ্বীপ ধামে বহু গুরুত্বপূর্ণ তীর্থস্থান রয়েছে, যার মধ্যে পাঁচটি বিশেষ দ্রষ্টব্য স্থান নিচে তুলে ধরা হল।
1/6
নবদ্বীপ, নদিয়া জেলার অন্তর্গত একটি পবিত্র ধর্মস্থান, যা শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত। এই শহরটি বৈষ্ণব ধর্মের কেন্দ্রস্থল এবং প্রতি বছর হাজার হাজার ভক্ত ও পর্যটক এখানে ভ্রমণে আসেন। নবদ্বীপ ধামে বহু গুরুত্বপূর্ণ তীর্থস্থান রয়েছে, যার মধ্যে পাঁচটি বিশেষ দ্রষ্টব্য স্থান নিচে তুলে ধরা হল প্রতিবেদন: মৈনাক দেবনাথ
নবদ্বীপ, নদিয়া জেলার অন্তর্গত একটি পবিত্র ধর্মস্থান, যা শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত। এই শহরটি বৈষ্ণব ধর্মের কেন্দ্রস্থল এবং প্রতি বছর হাজার হাজার ভক্ত ও পর্যটক এখানে ভ্রমণে আসেন। নবদ্বীপ ধামে বহু গুরুত্বপূর্ণ তীর্থস্থান রয়েছে, যার মধ্যে পাঁচটি বিশেষ দ্রষ্টব্য স্থান নিচে তুলে ধরা হল।প্রতিবেদন: মৈনাক দেবনাথ
advertisement
2/6
১. শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান: নবদ্বীপ প্রাচীন মায়াপুরে রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের আশ্রম। নবদ্বীপে এলে ঘুরে দেখতে পারেন এই এলাকা। আপনি পৌঁছে যাবেন স্বরুপগঞ্জ ঘাট কিংবা নবদ্বীপ ধাম স্টেশন থেকে এই এলাকাতে।
১. শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান: নবদ্বীপ প্রাচীন মায়াপুরে রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের আশ্রম। নবদ্বীপে এলে ঘুরে দেখতে পারেন এই এলাকা। আপনি পৌঁছে যাবেন স্বরুপগঞ্জ ঘাট কিংবা নবদ্বীপ ধাম স্টেশন থেকে এই এলাকাতে।
advertisement
3/6
২. বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান: নবদ্বীপ মালঞ্চ পাড়ায় এই মন্দির রয়েছে। চৈতন্যদেবের দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী এখানে জন্মগ্রহণ করেন। জন্মভিটের এই মন্দিরে বিষ্ণুপ্রিয়া দেবী ও মহাপ্রভুর অতিসুন্দর বিগ্রহ বর্তমানে দেখতে পাওয়া যায়।
২. বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান: নবদ্বীপ মালঞ্চ পাড়ায় এই মন্দির রয়েছে। চৈতন্যদেবের দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী এখানে জন্মগ্রহণ করেন। জন্মভিটের এই মন্দিরে বিষ্ণুপ্রিয়া দেবী ও মহাপ্রভুর অতিসুন্দর বিগ্রহ বর্তমানে দেখতে পাওয়া যায়।
advertisement
4/6
৩. নবদ্বীপ মনিপুর রাজবাড়ি: কাঁঠালকাঠ নির্মিত মণিপুরী ঘরানার অনুমহাপ্রভুর বিগ্রহ ১৭৯৮ খ্রিস্টাব্দ থেকে এখানে মণিপুর রাজপরিবার দ্বারা পূজিত হয়ে আসছে। দোলযাত্রা ও রাস পূর্ণিমায় এখানে অতিসাড়ম্বরে পূজার্চনা হয় ও মণিপুরি নৃত্য পরিবেশিত হয়, যা দেখতে অতি সুন্দর।
৩. নবদ্বীপ মনিপুর রাজবাড়ি: কাঁঠালকাঠ নির্মিত মণিপুরী ঘরানার অনুমহাপ্রভুর বিগ্রহ ১৭৯৮ খ্রিস্টাব্দ থেকে এখানে মণিপুর রাজপরিবার দ্বারা পূজিত হয়ে আসছে। দোলযাত্রা ও রাস পূর্ণিমায় এখানে অতিসাড়ম্বরে পূজার্চনা হয় ও মণিপুরি নৃত্য পরিবেশিত হয়, যা দেখতে অতি সুন্দর।
advertisement
5/6
৪. ধামেশ্বর মহাপ্রভু মন্দির: ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের মহাপ্রভুর বিগ্রহ নবদ্বীপের অন্যতম প্রধান আকর্ষণ। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদেশ পেয়ে বংশীদাস নবীন ভাস্করকে ডেকে প্রভুর বাড়ির নিম গাছটি দিয়ে মহাপ্রভুর এক অপরূপ বিগ্রহ নির্মাণ করান। বিগ্রহের পাদদেশে খোদিত আছে বংশীর প্রাণধন গৌরাঙ্গ সুন্দর।
৪. ধামেশ্বর মহাপ্রভু মন্দির: ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের মহাপ্রভুর বিগ্রহ নবদ্বীপের অন্যতম প্রধান আকর্ষণ। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদেশ পেয়ে বংশীদাস নবীন ভাস্করকে ডেকে প্রভুর বাড়ির নিম গাছটি দিয়ে মহাপ্রভুর এক অপরূপ বিগ্রহ নির্মাণ করান। বিগ্রহের পাদদেশে খোদিত আছে বংশীর প্রাণধন গৌরাঙ্গ সুন্দর।
advertisement
6/6
৫. সোনার গৌরাঙ্গ মন্দির: নবদ্বীপ শ্রীবাস অঙ্গন রোডে এই মন্দির বহু প্রাচীনকাল ধরে রয়েছে। নবদ্বীপে এলে, এই মন্দির দর্শন করেননি এমন লোক বোধহয় খুবই কম রয়েছে। তিনফুট উচ্চতা বিশিষ্ট অষ্টধাতুর অপরূপ গৌরাঙ্গ মূর্তি ছাড়াও এখানে কাষ্ঠনির্মিত গৌরনিতাই, বিষ্ণুপ্রিয়া দেবী, শ্রীকৃষ্ণের সুন্দর বিগ্রহ রয়েছে।
৫. সোনার গৌরাঙ্গ মন্দির: নবদ্বীপ শ্রীবাস অঙ্গন রোডে এই মন্দির বহু প্রাচীনকাল ধরে রয়েছে। নবদ্বীপে এলে, এই মন্দির দর্শন করেননি এমন লোক বোধহয় খুবই কম রয়েছে। তিনফুট উচ্চতা বিশিষ্ট অষ্টধাতুর অপরূপ গৌরাঙ্গ মূর্তি ছাড়াও এখানে কাষ্ঠনির্মিত গৌরনিতাই, বিষ্ণুপ্রিয়া দেবী, শ্রীকৃষ্ণের সুন্দর বিগ্রহ রয়েছে।
advertisement
advertisement
advertisement