Nabadwip Tour: নবদ্বীপ ঘুরতে এসেও মিস এই ৫ মন্দির! অসম্পূর্ণ থেকে যাবে শ্রীচৈতন্যদেবের জন্মভূমি ভ্রমণ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nabadwip Tour: নবদ্বীপ ধামে বহু গুরুত্বপূর্ণ তীর্থস্থান রয়েছে, যার মধ্যে পাঁচটি বিশেষ দ্রষ্টব্য স্থান নিচে তুলে ধরা হল।
নবদ্বীপ, নদিয়া জেলার অন্তর্গত একটি পবিত্র ধর্মস্থান, যা শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত। এই শহরটি বৈষ্ণব ধর্মের কেন্দ্রস্থল এবং প্রতি বছর হাজার হাজার ভক্ত ও পর্যটক এখানে ভ্রমণে আসেন। নবদ্বীপ ধামে বহু গুরুত্বপূর্ণ তীর্থস্থান রয়েছে, যার মধ্যে পাঁচটি বিশেষ দ্রষ্টব্য স্থান নিচে তুলে ধরা হল।প্রতিবেদন: মৈনাক দেবনাথ
advertisement
advertisement
advertisement
advertisement
৪. ধামেশ্বর মহাপ্রভু মন্দির: ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের মহাপ্রভুর বিগ্রহ নবদ্বীপের অন্যতম প্রধান আকর্ষণ। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদেশ পেয়ে বংশীদাস নবীন ভাস্করকে ডেকে প্রভুর বাড়ির নিম গাছটি দিয়ে মহাপ্রভুর এক অপরূপ বিগ্রহ নির্মাণ করান। বিগ্রহের পাদদেশে খোদিত আছে বংশীর প্রাণধন গৌরাঙ্গ সুন্দর।
advertisement
৫. সোনার গৌরাঙ্গ মন্দির: নবদ্বীপ শ্রীবাস অঙ্গন রোডে এই মন্দির বহু প্রাচীনকাল ধরে রয়েছে। নবদ্বীপে এলে, এই মন্দির দর্শন করেননি এমন লোক বোধহয় খুবই কম রয়েছে। তিনফুট উচ্চতা বিশিষ্ট অষ্টধাতুর অপরূপ গৌরাঙ্গ মূর্তি ছাড়াও এখানে কাষ্ঠনির্মিত গৌরনিতাই, বিষ্ণুপ্রিয়া দেবী, শ্রীকৃষ্ণের সুন্দর বিগ্রহ রয়েছে।







