Indian Army Bike Rally: সেনা জওয়ানরা বাইক নিয়ে দাপিয়ে বেড়াল মুর্শিদাবাদের রাস্তায়! বিজয় দিবসের আবেগে ভাসল 'নবাবের শহর'

Last Updated:
Murshidabad Indian Army Bike Rally: বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর বাইক রাইড মুর্শিদাবাদে। রাইডাররা উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদের নবগ্রাম সেনা বাহিনীর ক্যাম্পে।
1/5
বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর বাইক রাইড আয়োজিত হল মুর্শিদাবাদে। বিজয় র‍্যালি ২০২৫ শেষ মুহূর্তের রাইড গুয়াহাটি থেকে রাইডাররা এসে উপস্থিত হয়েছে মুর্শিদাবাদের নবগ্রাম সেনা বাহিনীর ক্যাম্পে। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর বাইক রাইড আয়োজিত হল মুর্শিদাবাদে। বিজয় র‍্যালি ২০২৫ শেষ মুহূর্তের রাইড গুয়াহাটি থেকে রাইডাররা এসে উপস্থিত হয়েছে মুর্শিদাবাদের নবগ্রাম সেনা বাহিনীর ক্যাম্পে। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
advertisement
2/5
শনিবার সকালে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা ভ্রমণ করে কলকাতার পথে রওনা দেয়। মুর্শিদাবাদের নবগ্রাম থেকেই বেরিয়ে পড়ে সেনা বাহিনীর জওয়ানদের বিজয় র‍্যালি ২০২৫।
শনিবার সকালে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা ভ্রমণ করে কলকাতার পথে রওনা দেয়। মুর্শিদাবাদের নবগ্রাম থেকেই বেরিয়ে পড়ে সেনা বাহিনীর জওয়ানদের বিজয় র‍্যালি ২০২৫।
advertisement
3/5
১৯৭১ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বিজয় উদযাপন। গুয়াহাটি থেকে বিনাগুড়ির দিকে এগিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। 
১৯৭১ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বিজয় উদযাপন। গুয়াহাটি থেকে বিনাগুড়ির দিকে এগিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।
advertisement
4/5
উত্তর-পূর্ব সীমান্তবর্তী একাধিক রাজ্য জুড়ে ভারতীয় সেনাবাহিনীর বাইক রাইড চলছে । বিজয় র‍্যালি ২০২৫-র প্রথম দিন, গোয়াহাটি থেকে বিনাগুড়ির দিকে এগিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।
উত্তর-পূর্ব সীমান্তবর্তী একাধিক রাজ্য জুড়ে ভারতীয় সেনাবাহিনীর বাইক রাইড চলছে। বিজয় র‍্যালি ২০২৫-র প্রথম দিন, গোয়াহাটি থেকে বিনাগুড়ির দিকে এগিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।
advertisement
5/5
এই বাইক রাইডিং ডিসেম্বরের ১ তারিখ শুরু হয় গুয়াহাটি থেকে বিনাগুড়ি সেখান থেকে শুখনা। আবার শুকনা থেকে মালদা । মালদা থেকে হিলি। আবারও হিলি থেকে বৈষ্ণবনগর হয়ে নবগ্রাম। নবগ্রাম আর্মি ক্যাম্প থেকেই জওয়ানদের বাইক ব়্যালি শনিবার কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
এই বাইক রাইডিং ডিসেম্বরের ১ তারিখ শুরু হয় গুয়াহাটি থেকে বিনাগুড়ি সেখান থেকে শুখনা। আবার শুকনা থেকে মালদা । মালদা থেকে হিলি। আবারও হিলি থেকে বৈষ্ণবনগর হয়ে নবগ্রাম। নবগ্রাম আর্মি ক্যাম্প থেকেই জওয়ানদের বাইক ব়্যালি শনিবার কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। (ছবি ও তথ্য - তন্ময় মন্ডল)
advertisement
advertisement
advertisement