Love Story || Bangladesh: 'প্রণয়' টানে বাংলাদেশে পাড়ি! ঠিক ১০ মাস পরে যা ঘটল 'নদিয়ার' নাবালিকার জীবনে
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Love Story || Bangladesh: ভারত ও বাংলাদেশের যৌথ প্রচেষ্টায় অবৈধভাবে বাংলাদেশ চলে যাওয়া নাবালিকা ১১ মাস পরে ফিরল দেশে। কী হয়েছিল? গোপন জবানবন্দিতে জানাল অজানা কারণ!
advertisement
পরিবার সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির ছাত্রী ওই নাবালিকার সঙ্গে কল্যাণী গয়েশপুর এলাকার বাসিন্দা এক কিশোরের সম্পর্ক হয়। নাবালিকার বাবা সম্পর্কের কথা জানতে পেরে জানায় পড়াশোনা শেষ হলে উপযুক্ত বয়সে ওই ছেলেটির সঙ্গে তার মেয়ের বিয়ে দেবেন। এরপর ওই নাবালিকা নিখোঁজ হলে নাবালিকার বাবা সন্দেহের বশে কল্যাণী গয়েশপুর এলাকার ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানায় তাহেরপুর থানায়।
advertisement
advertisement
advertisement
advertisement
এর পরেই দালাল মারফত বেআইনিভাবে বাংলাদেশে চলে যায় ওই নাবালিকা। আজ দীর্ঘ ১১ মাস পর ঘরের মেয়ে ঘরে ফেরাতে খুশি পরিবার-সহ আত্মীয়-স্বজনেরা। মেয়েটিকে গেদে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাকে নিয়ে যাওয়া হয় আদালতে সেখানে গোপন জবানবন্দী দেয় ওই নাবালিকা। এরপর শারীরিক পরীক্ষাও করা হয় তার। পরে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৈনাক দেবনাথ