Freedom Fighter: মাত্র ২২ বছর বয়সে দেশের জন্য দিয়েছিলেন প্রাণ! মুর্শিদাবাদ জেলার একমাত্র বিপ্লবী নলিনী বাগচীর মৃত্যু দিন পালন 

Last Updated:
নলিনীকান্ত বাগচী ছিলেন একজন তরুণ ভারতীয় বিপ্লবী যিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে সংগ্রামের সময় মাত্র ২২ বছর বয়সে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
1/6
১৮৯৬ খ্রীষ্টাব্দে ধুলিয়ানের কাঞ্চনতলার নলিনী বাগচী জন্ম গ্রহণ করেন। পিতা ভুবনমোহন বাগচীর তৃতীয় সন্তান হলেন নলিনী বাগচী। ছোট বেলায় প্রচন্ড ফোঁড়া হতো বলে ডাক নাম ছিল ‘পচা’ অবশ্য তাদের আদি নিবাস ছিল নদীয়ার শিকারপুরে। ১৬ই জুন তার মৃত্যু দিবস পালন করা হল সামশেরগঞ্জে।
১৮৯৬ খ্রীষ্টাব্দে ধুলিয়ানের কাঞ্চনতলার নলিনী বাগচী জন্ম গ্রহণ করেন। পিতা ভুবনমোহন বাগচীর তৃতীয় সন্তান হলেন নলিনী বাগচী। ছোট বেলায় প্রচন্ড ফোঁড়া হতো বলে ডাক নাম ছিল ‘পচা’ অবশ্য তাদের আদি নিবাস ছিল নদীয়ার শিকারপুরে। ১৬ই জুন তার মৃত্যু দিবস পালন করা হল সামশেরগঞ্জে।
advertisement
2/6
স্বাধীনতা আন্দোলনের মুর্শিদাবাদ জেলার একমাত্র শহীদ নলিনী বাগচীর ১০৮তম শহীদ দিবস স্মরণ করা হল সোমবার। নলিনীকান্ত বাগচী ছিলেন একজন তরুণ ভারতীয় বিপ্লবী যিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে সংগ্রামের সময় মাত্র ২২ বছর বয়সে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
স্বাধীনতা আন্দোলনের মুর্শিদাবাদ জেলার একমাত্র শহীদ নলিনী বাগচীর ১০৮তম শহীদ দিবস স্মরণ করা হল সোমবার। নলিনীকান্ত বাগচী ছিলেন একজন তরুণ ভারতীয় বিপ্লবী যিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে সংগ্রামের সময় মাত্র ২২ বছর বয়সে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
advertisement
3/6
নলিনীর পাঠ্যজীবন শুরু কাঞ্চন তলায় জগবন্ধু ডায়মন্ড জুবিলী ইন্সটিটিউশন । ভাগ্য অসহায়, পিতার মৃত্যুর পরে পরিবারে অন্ধকার নেমে আসে। কাঞ্চনতলায় পড়া শেষ করে বন্ধু বিজয় ভট্টাচার্য্যের ইচ্ছায় পাকুড় রাজ বিদ্যালয়ের প্রধান – শিক্ষক লালমোহন গোস্বামীর সাহায্যে ভর্তি হলেন পাকুড় রাজ স্কুলে এবং ১৯১৩-১৪ শিক্ষাবর্ষে ম্যাট্রিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে ২০ টাকা বৃত্তিসহ উত্তীর্ণ হলেন।
নলিনীর পাঠ্যজীবন শুরু কাঞ্চন তলায় জগবন্ধু ডায়মন্ড জুবিলী ইন্সটিটিউশন । ভাগ্য অসহায়, পিতার মৃত্যুর পরে পরিবারে অন্ধকার নেমে আসে। কাঞ্চনতলায় পড়া শেষ করে বন্ধু বিজয় ভট্টাচার্য্যের ইচ্ছায় পাকুড় রাজ বিদ্যালয়ের প্রধান – শিক্ষক লালমোহন গোস্বামীর সাহায্যে ভর্তি হলেন পাকুড় রাজ স্কুলে এবং ১৯১৩-১৪ শিক্ষাবর্ষে ম্যাট্রিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে ২০ টাকা বৃত্তিসহ উত্তীর্ণ হলেন।
advertisement
4/6
বহরমপুর কৃষ্ণনাথ কলেজ পড়াকালীন তিনি বিপ্লবী দলে যোগ দেন। তিনি পুলিশের দৃষ্টি এড়ানোর জন্য পাটনার বাঁকিপুর কলেজ এবং ভাগলপুর কলেজে পড়েন। তাকে আই. এ. পাস করার পর আত্মগোপন করতে হয়।
বহরমপুর কৃষ্ণনাথ কলেজ পড়াকালীন তিনি বিপ্লবী দলে যোগ দেন। তিনি পুলিশের দৃষ্টি এড়ানোর জন্য পাটনার বাঁকিপুর কলেজ এবং ভাগলপুর কলেজে পড়েন। তাকে আই. এ. পাস করার পর আত্মগোপন করতে হয়।
advertisement
5/6
১৯১৪-১৫ খ্রিষ্টাব্দে তিনি বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে ছাত্র ছিলেন। এখানেই ঢাকা অনুশীলন সমিতির বিপ্লবীদের সংস্পর্শে আসেন। বিহারের বিপ্লবী আন্দোলনকে সংগঠিত করার ব্যাপারে রেবতী নাগের সঙ্গে নলিনী বাগচী মহাশয় বিশেষ ভূমিকা গ্রহণ করেন। ১৬১৮ খ্রীষ্টাব্দে ১৬জুন মৃত্যু হয় ।
১৯১৪-১৫ খ্রিষ্টাব্দে তিনি বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে ছাত্র ছিলেন। এখানেই ঢাকা অনুশীলন সমিতির বিপ্লবীদের সংস্পর্শে আসেন। বিহারের বিপ্লবী আন্দোলনকে সংগঠিত করার ব্যাপারে রেবতী নাগের সঙ্গে নলিনী বাগচী মহাশয় বিশেষ ভূমিকা গ্রহণ করেন। ১৬১৮ খ্রীষ্টাব্দে ১৬জুন মৃত্যু হয় ।
advertisement
6/6
১৯১৮ সালের ১৫ জুন ঢাকার কলতাবাজারে আবারও পুলিশ তাকে ঘিরে ফেলে। নলিনীর সঙ্গে পুলিশের সশস্ত্র যুদ্ধ শুরু হয়। গুলি বিনিময়ে তিনি গুরুতর আহত হন এবং তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গী তারিণীপ্রসন্ন মজুমদার , যিনি তার সাথে ছিলেন, গুলিবিদ্ধ হন। নলিনীর মৃত্যু হয় একই দিনে ঢাকার মিটফোর্ড হাসপাতালে।
১৯১৮ সালের ১৫ জুন ঢাকার কলতাবাজারে আবারও পুলিশ তাকে ঘিরে ফেলে। নলিনীর সঙ্গে পুলিশের সশস্ত্র যুদ্ধ শুরু হয়। গুলি বিনিময়ে তিনি গুরুতর আহত হন এবং তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গী তারিণীপ্রসন্ন মজুমদার , যিনি তার সাথে ছিলেন, গুলিবিদ্ধ হন। নলিনীর মৃত্যু হয় একই দিনে ঢাকার মিটফোর্ড হাসপাতালে।
advertisement
advertisement
advertisement