Cyclone Montha Update: ফুঁসছে দিঘার সমুদ্র! ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস? উপকূলে জারি লাল সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

Last Updated:
Cyclone Montha News: বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ঘূর্ণিঝড় 'মন্থা'র প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দিঘা উপকূলে উত্তাল সমুদ্র, বৃষ্টি আর দমকা হাওয়ার আশঙ্কা। মৎস্যজীবীদের উপকূলে ফেরার নির্দেশ, জারি মাছ ধরা নিষেধাজ্ঞা
1/6
এই বছরটা যেন মৎস্যজীবীদের জন্য একেবারে কালবছর হয়ে দাঁড়িয়েছে। একের পর এক বিপর্যয়, দুর্যোগ আর ঘূর্ণিঝড় যেন থামছেই না। বারবার তারা সমুদ্রে মৎস্য শিকারে বেরোচ্ছেন জীবিকার আশায়, আর বারবার খারাপ আবহাওয়ার কারণে জারি হচ্ছে নিষেধাজ্ঞা। অনেক খরচ করে জাল, নৌকা আর জ্বালানি নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছেন তারা, কিন্তু দুর্যোগের ঘনঘটায় উপকূলে ফিরে আসতে বাধ্য হচ্ছেন বারবার। (তথ্য ও ছবি : মদন মাইতি)
এই বছরটা যেন মৎস্যজীবীদের জন্য একেবারে কালবছর হয়ে দাঁড়িয়েছে। একের পর এক বিপর্যয়, দুর্যোগ আর ঘূর্ণিঝড় যেন থামছেই না। বারবার তারা সমুদ্রে মৎস্য শিকারে বেরোচ্ছেন জীবিকার আশায়, আর বারবার খারাপ আবহাওয়ার কারণে জারি হচ্ছে নিষেধাজ্ঞা। অনেক খরচ করে জাল, নৌকা আর জ্বালানি নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছেন তারা, কিন্তু দুর্যোগের ঘনঘটায় উপকূলে ফিরে আসতে বাধ্য হচ্ছেন বারবার। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
পুজোর মরশুম শেষ হতেই ভেবেছিলেন, এবার হয়তো আবহাওয়া স্বাভাবিক হবে। সেই আশাতেই বহু মৎস্যজীবী আবার সমুদ্রে পাড়ি দেন, ভাল কিছু মৎস্য শিকারের আশায়। কিন্তু ভাগ্য যেন তাদের সহায় নয়। আবারও দেখা দিয়েছে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। প্রশাসনও সতর্ক, সোমবারের মধ্যেই সকল মৎস্যজীবীকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও বড় দুর্ঘটনা না ঘটে।
পুজোর মরশুম শেষ হতেই ভেবেছিলেন, এবার হয়তো আবহাওয়া স্বাভাবিক হবে। সেই আশাতেই বহু মৎস্যজীবী আবার সমুদ্রে পাড়ি দেন, ভাল কিছু মৎস্য শিকারের আশায়। কিন্তু ভাগ্য যেন তাদের সহায় নয়। আবারও দেখা দিয়েছে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। প্রশাসনও সতর্ক, সোমবারের মধ্যেই সকল মৎস্যজীবীকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও বড় দুর্ঘটনা না ঘটে।
advertisement
3/6
দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে গেলেও এখনও যেন বৃষ্টি শেষ হচ্ছে না। উৎসবের মরশুম শেষ হলেও প্রকৃতির রুদ্ররূপ শেষ হয়নি। আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যা থেকে জন্ম ঘূর্ণিঝড় ‘মন্থার’। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারের মধ্যেই এই ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হবে, যার প্রভাবে বৃষ্টিতে ভিজবে বাংলা।
দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে গেলেও এখনও যেন বৃষ্টি শেষ হচ্ছে না। উৎসবের মরশুম শেষ হলেও প্রকৃতির রুদ্ররূপ শেষ হয়নি। আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যা থেকে জন্ম ঘূর্ণিঝড় ‘মন্থার’। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারের মধ্যেই এই ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হবে, যার প্রভাবে বৃষ্টিতে ভিজবে বাংলা।
advertisement
4/6
শনিবার থেকেই উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার দিঘা ও সংলগ্ন এলাকায় এর প্রভাব পড়তে শুরু করেছে। রবিবার সকাল থেকেই দিঘার আকাশ মেঘলা, সমুদ্রও উত্তাল অবস্থায় রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন তৎপর। পর্যটকদের বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে যাতে উত্তাল অবস্থায় কেউ সমুদ্রে পা ভেজাতে না নেমে পড়েন।
শনিবার থেকেই উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার দিঘা ও সংলগ্ন এলাকায় এর প্রভাব পড়তে শুরু করেছে। রবিবার সকাল থেকেই দিঘার আকাশ মেঘলা, সমুদ্রও উত্তাল অবস্থায় রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন তৎপর। পর্যটকদের বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে যাতে উত্তাল অবস্থায় কেউ সমুদ্রে পা ভেজাতে না নেমে পড়েন।
advertisement
5/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে দমকা হাওয়া বইতে পারে, যা বিপজ্জনক হতে পারে মৎস্যজীবীদের জন্য। তাই মঙ্গলবার থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সোমবারের মধ্যে প্রত্যেক মৎস্যজীবীকে উপকূলে ফিরে আসার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে দমকা হাওয়া বইতে পারে, যা বিপজ্জনক হতে পারে মৎস্যজীবীদের জন্য। তাই মঙ্গলবার থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সোমবারের মধ্যে প্রত্যেক মৎস্যজীবীকে উপকূলে ফিরে আসার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
advertisement
6/6
এমনিতেই এবারে সামুদ্রিক মৎস্য শিকার অনেকটাই কম হয়েছে। বাজারে ইলিশ প্রায় নেই বললেই চলে। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়, ঘূর্ণিঝড় ও নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের বারবার সমুদ্রে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে। তারা ভেবেছিলেন এই মরশুমে হয়তো হাসিমুখে ফিরবেন, কিন্তু ভাগ্য সহায় হলো না। দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, “এ বছরটা সত্যিই মৎস্যজীবীদের জন্য দুঃস্বপ্নের মতো। বারবার মৎস্য শিকারে বেরিও ফিরে আসতে হচ্ছে। সোমবারের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে”
এমনিতেই এবারে সামুদ্রিক মৎস্য শিকার অনেকটাই কম হয়েছে। বাজারে ইলিশ প্রায় নেই বললেই চলে। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়, ঘূর্ণিঝড় ও নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের বারবার সমুদ্রে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে। তারা ভেবেছিলেন এই মরশুমে হয়তো হাসিমুখে ফিরবেন, কিন্তু ভাগ্য সহায় হলো না। দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, “এ বছরটা সত্যিই মৎস্যজীবীদের জন্য দুঃস্বপ্নের মতো। বারবার মৎস্য শিকারে বেরিও ফিরে আসতে হচ্ছে। সোমবারের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে”
advertisement
advertisement
advertisement