Rash Utsav: তরজা গান, পুতুল নাচ, সার্কাস! বারুইপুরে ৩০০ বছরের রাস উৎসব ঘিরে উৎসাহ তুঙ্গে, জমিদারি নিয়ম-রীতি মেনেই পুজো
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Baruipur Rash Utsav: বারুইপুরে ৩০০ বছরের রাস উৎসব ঘিরে উৎসাহ তুঙ্গে। জমিদার বাড়ির রাস উৎসবে পুতুল নাচ থেকে তরজা গান থাকবে সবই। রাস উপলক্ষে ১ মাস ধরে চলবে মেলা। তবে মেলার বিশেষ আকর্ষণ কী জানেন?
advertisement
advertisement
advertisement
মগরাহাট ধনপোতার বাসিন্দা মায়া মণ্ডল ও তাঁর স্বামী গোকুল। তাঁরা মৃৎশিল্পী। ধনপোতা থেকে চলে এসেছেন বারুইপুরের দোলতলায়। রায়চৌধুরীদের দেওয়া একটি জায়গায় তাঁরা থাকেন। সেখানেই প্রতিমা তৈরি করেন। এরপর কার্তিক এবং সরস্বতী গড়ার বরাতও পেয়েছেন। রায়চৌধুরীদের নির্দেশ মেনে এই দম্পতি এখন রাসমঞ্চ সাজানোর কাজ করছেন।
advertisement
advertisement









