forestwildlife.org ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, নেউল এবং সাপের মধ্যে শত্রুতার মূল কারণ তাদের প্রকৃতি। সাপ ও নেউল একে অপরের ন্যাচারাল এনিমি৷ এটাই তাদের স্বাভাবিক প্রবৃত্তি যা উভয়কেই একে অপরের শত্রু করে তোলে। একাধিক প্রজাতির সাপ রয়েছে যারা নেউলের বাচ্চা শিকার করে খায়৷ মা নেউলের সামান্য অসাবধানতাতেই সাপেদের কবলে পড়ে খুদে নেউলরা। কিন্তু, দোষ শুধু একা সাপেদেরই নয়৷