South 24 Parganas News: পুকুরপাড়ে যেতেই আত্মারাম খাঁচা! শুয়ে রয়েছে আস্ত কুমির, দক্ষিণ গোবিন্দপুরে আতঙ্ক, দেখুন ভিডিও

Last Updated:

South 24 Parganas News: এই কুমিরটি খুবই ছোট, সেক্ষেত্রে পুকুরে বড় কুমির থাকতে পারে বলে দাবি করেছেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য মতো সত্যিই কুমির আছে কিনা বন দফতরের কর্মীরা সেটি দেখছে।

+
পুকুরপাড়ে

পুকুরপাড়ে কুমির

পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ শীতকাল পড়তেই দক্ষিণ গোবিন্দপুরে বের হল কুমির। তাঁকে দেখতে পুকুরপাড়ে ভিড় জমান গ্রামবাসীরা। জানা গিয়েছে, বন দফতরের কর্মীরা ইতিমধ্যেই একটি ছোট কুমির ধরে ফেলেছেন। সেখানে বড় কুমির আছে কিনা সেটাও দেখা হচ্ছে।
আসলে শীতকালে রোদ পোহাতে কুমির খোলা জায়গায় বের হয়। এক্ষেত্রে সেই রকমই হয়েছে বলে মনে করা হচ্ছে। নদী পেরিয়ে গ্রামের একটি পুকুরে ঢুকে পড়ে কুমিরটি। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন স্থানীয় এক বাসিন্দা গ্রামের এক পুকুরপাড়ে কুমিরটিকে শুয়ে থাকতে দেখেন। তিনি মোবাইলে একটি ছবি তুলে নেন। এরপর বিষয়টি গ্রামবাসীদের জানান।
advertisement
আরও পড়ুনঃ কালনা ছুটতে হবে না! এবার পূর্বস্থলীতেই মিলবে চিকিৎসা পরিষেবা, স্থানীয় হাসপাতালে শুরু হয়ে গেল ইনডোর পরিষেবা
নিজের চোখে কুমির দেখতে গ্রামবাসীরা ভিড় করে পুকুরপাড়ে আসেন। ততক্ষণে অবশ্য কুমির পুকুরে নেমে গিয়েছে। কিছুক্ষণ পর ফের পুকুরের জলে সেটিকে ভাসতে দেখা যায়। এরপর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তাঁরা ভগবতপুর কুমির প্রকল্পে খবর দেন। পরে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পুকুরটিতে জল বেশি থাকার কারণে প্রথমে ধরা সম্ভব হয়নি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পুকুরের জল কমিয়ে কুমিরটিকে ধরা হয়েছে। ফলে খুশি সকলেই।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও এই কুমিরটি খুবই ছোট, সেক্ষেত্রে পুকুরে বড় কুমির থাকতে পারে বলে দাবি করেছেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য মতো সত্যিই কুমির আছে কিনা বন দফতরের কর্মীরা সেটি দেখছে। ইতিমধ্যে পাথরপ্রতিমা থানাতেও খবর দেওয়া হয়েছে। কুমির ধরা দেখতে পুকুরপাড়ে ভিড় জমান স্থানীয়রা। এই মুহূর্তে সেখানে চরম তৎপরতা রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পুকুরপাড়ে যেতেই আত্মারাম খাঁচা! শুয়ে রয়েছে আস্ত কুমির, দক্ষিণ গোবিন্দপুরে আতঙ্ক, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় !

  • রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা

  • তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না

VIEW MORE
advertisement
advertisement