East Bardhaman News: কালনা ছুটতে হবে না! এবার পূর্বস্থলীতেই মিলবে চিকিৎসা পরিষেবা, স্থানীয় হাসপাতালে শুরু হয়ে গেল ইনডোর পরিষেবা
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্বস্থলীর মানুষ বড় উপকার পাবেন। আগে কালনা হাসপাতালে যেতে হত, এখন এখান থেকেই চিকিৎসা পরিষেবা মিলবে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালের মার্চ মাসেই শ্রীরামপুরের ১০০ বেডের গ্রামীণ হাসপাতালের ভবনের উদ্বোধন করেছিলেন। তখন থেকেই বহির্বিভাগ সহ বেশ কিছু পরিষেবা চালু হলেও ইনডোর পরিষেবা শুরু হতে সময় লাগছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার থেকে ইনডোর পরিষেবা চালু হল। (তথ্য ও ছবিঃ বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবন উদ্বোধনের পর পাবলিক হেলথ ইউনিট, সিসিটিভি পরিষেবা সহ বহু গুরুত্বপূর্ণ পরিষেবা চালু হয়েছিল। তবে ডেলিভারি রুম প্রস্তুত না থাকায় ইনডোর পরিষেবা শুরু করা সম্ভব হচ্ছিল না। বিশেষ অনুমতি নিয়ে ডেলিভারি রুম নির্মাণ সম্পূর্ণ হওয়ার পরেই ইনডোর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথও। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্বস্থলীর মানুষ বড় উপকার পাবেন। আগে কালনা হাসপাতালে যেতে হত, এখন এখান থেকেই চিকিৎসা পরিষেবা মিলবে।” নিজের বক্তব্যে পরিষেবার বিস্তৃতি এবং মানুষের সুবিধার ওপর বিশেষ জোর দেন তিনি।
advertisement







