Pancreatic Cancer:বাড়ছে প্যানক্রিয়াটিক ক্যানসার, সাধারণ পেট-ব্যথা, পেট-ফাঁপাও হতে পারে মারণ রোগের উপসর্গ, আর যে-যে লক্ষণ ভয়ের, জানালেন চিকিৎসক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ প্যানক্রিয়াটিক ক্যানসারের প্রাথমিক উপসর্গগুলি ধরতেই পারেন না! পেটের সমস্যা, গ্যাস, পেট ফাঁপা, ক্লান্তি ভেবে এড়িয়ে যান।
advertisement
অ্যাপোলো হাসপাতালের জিআই (এইচপিবি–কোলোরেক্টাল) ও থোরাসিক অনকোলজি এবং রোবোটিক সার্জারির লিড কনসালট্যান্ট ডঃ রাজেশ শিণ্ডে বলেন, “অগ্ন্যাশয়ের ক্যানসারকে প্রায়ই ‘নীরব রোগ’ বলা হয়, কারণ এর শুরুর লক্ষণগুলি অস্পষ্ট এবং সাধারণ হজমজনিত সমস্যার সঙ্গে সহজেই মিশে যায়।” তিনি আরও জানান, টিউমারগুলি যতক্ষণ না আশপাশের অঙ্গের উপর চাপ সৃষ্টি করছে বা পিত্তনালী বন্ধ করে দিচ্ছে, ততক্ষণ সেগুলি নজরে আসে না। ফলে যতক্ষণে স্থায়ী ব্যথা, জন্ডিস, অযৌক্তিকভাবে ওজন কমে যাওয়া, এবং মল ও প্রস্রাবের পরিবর্তনের মতো উপসর্গ দেখা দেয়, ততক্ষণে ক্যানসার অনেকতাই ছড়িয়ে গিয়েছে।''
advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, সব ধরনের ক্যানসারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অগ্ন্যাশয়ের ক্যানসার। এই ক্যানসার তখন হয়, যখন অগ্ন্যাশয়ে ক্যানসার কোষ বেড়ে যায়। তবে এই রোগ সাধারণত বেশি দেখা যায় বয়স্কদের মধ্যে। পুরুষদের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি মহিলাদের তুলনায় বেশি, কারণ তাঁরা তুলনামূলকভাবে বেশি ধূমপান করেন। আর ধূমপান অগ্ন্যাশয়ের ক্যানসারের একটি প্রধান কারণ। কোন কোন উপসর্গ দেখলেই সচেতন হবেন?
advertisement
ভারী বা মশলাদার খাবার খাওয়ার পর পেট ভারী লাগা, পেট ফাঁপার মতো উপসর্গ সাধারণত ক্ষতিকর নয় এবং এক-দু’দিনের মধ্যেই সেরে যায়। তবে ডঃ শিণ্ডে সতর্ক করেন, দীর্ঘদিন ধরে চলা অস্বস্তিকে অবহেলা করা ঠিক নয়। তিনি জানান, “যে ব্যথা বারবার ফিরে আসে, কয়েক সপ্তাহ ধরে থাকে, পিঠে ছড়িয়ে পড়ে, অথবা শুয়ে পড়লে বেড়ে যায় — বিশেষ করে ৫০ বছরের বেশি বয়সী কারও ক্ষেত্রে — সেই ব্যথার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”
advertisement
আচমকাই ওজন কমে যাওয়া-- আচমকা যদি কোনও কারণ ছাড়াই ওজন কমতে থাকে তবে সাধনা হন। ডঃ শিণ্ডে বলেন, “খিদে কমে যাওয়া, খুব দ্রুত পেট ভরে যাওয়া, বমিভাব, এবং তেলতেলে বা দুর্গন্ধযুক্ত মলের মতো উপসর্গ খুবই বিপজ্জনক। এর অর্থ হল, অগ্ন্যাশয় পর্যাপ্ত পরিমাণে ডাইজেস্টিভ এনজাইম তৈরি করতে পারছে না।”যদি এই উপসর্গগুলো একসঙ্গে দেখা দেয়, বিশেষ করে অতিরিক্ত ক্লান্তির সঙ্গে, তবে অবশ্যই চিকিৎসকের দ্বারস্থ হন। মলের এহেন পরিবর্তনকে স্টিয়াটোরিয়া বলা হয়, যা শরীরে চর্বি শোষণের ঘাটতির সংকেত দেয়।
advertisement
advertisement
রক্তে শর্করার পরিবর্তন--৫০ বছরের বেশি কারও ক্ষেত্রে পরিবারে ডায়াবেটিসের ইতিহাস না থাকা সত্ত্বেও নতুন করে টাইপ-২ ডায়াবেটিস ধরা পড়া, অথবা আগে থেকে থাকা ডায়াবেটিস হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্যানক্রিয়াটিক ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষ করে রক্তে শর্করার পরিবর্তনের সঙ্গে যদি হজমের সমস্যা বা ওজন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়, তবে অবশ্যই সচেতন হন।
advertisement
