Snake Friend of India: কোবরার ছোবলও কিছু করতে পারেনি! ১০ হাজারবার যমরাজকে ঠকিয়ে দিব্বি বেঁচে আছেন 'সাপের মসীহা' এই ব্যক্তি...

Last Updated:
Snake Friend of India: মধ্যপ্রদেশের খারগোন জেলার নবীন কুমার ১০,০০০-এরও বেশি বিষাক্ত সাপ উদ্ধার করেছেন। বিনামূল্যে কাজ করা এই ‘সাপ বন্ধু’ শুধু সাপ নয়, চিতা-কুমিরসহ বহু বন্যপ্রাণীও রক্ষা করেন তার এনজিও 'ইকো ওয়েলফেয়ার সোসাইটি'র মাধ্যমে...
1/8
আমাদের দেশেই একজন ব্যক্তি আছেন যিনি প্রায় ১০,০০০ বার সাপের মুখ থেকে মৃত্যুকে হারিয়ে বেরিয়ে এসেছেন। তিনি মধ্যপ্রদেশের খারগোন জেলার বাসিন্দা নবীন কুমার, যিনি এখন "সাপ বন্ধু" বা "সাপের মসিহা" নামে পরিচিত।
আমাদের দেশেই একজন ব্যক্তি আছেন যিনি প্রায় ১০,০০০ বার সাপের মুখ থেকে মৃত্যুকে হারিয়ে বেরিয়ে এসেছেন। তিনি মধ্যপ্রদেশের খারগোন জেলার বাসিন্দা নবীন কুমার, যিনি এখন "সাপ বন্ধু" বা "সাপের মসিহা" নামে পরিচিত।
advertisement
2/8
নবীন কুমার দীর্ঘদিন ধরে বিনামূল্যে সাপ উদ্ধার করছেন। সাধারণ মানুষ যেখানে সাপ দেখে আতঙ্কে ভয়ে দৌড়ে যায়, সেখানে নবীন নির্ভীকভাবে হাতে তুলে নেন বিষধর সাপকেও। স্থানীয় মানুষ তাকে পরম শ্রদ্ধার চোখে দেখে, কারণ তার সাহস ও নিঃস্বার্থ মনোভাব অনেক জীবন রক্ষা করেছে।
নবীন কুমার দীর্ঘদিন ধরে বিনামূল্যে সাপ উদ্ধার করছেন। সাধারণ মানুষ যেখানে সাপ দেখে আতঙ্কে ভয়ে দৌড়ে যায়, সেখানে নবীন নির্ভীকভাবে হাতে তুলে নেন বিষধর সাপকেও। স্থানীয় মানুষ তাকে পরম শ্রদ্ধার চোখে দেখে, কারণ তার সাহস ও নিঃস্বার্থ মনোভাব অনেক জীবন রক্ষা করেছে।
advertisement
3/8
নবীন জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত ১০,০০০-এরও বেশি সাপ উদ্ধার করেছেন। তার কাজের মধ্যে রয়েছে কোবরা, র‍্যাসেল ভাইপার, ধুন্ধলিয়া, কাইট কিংবা কেরালার বিস্ময়কর প্রজাতির সাপও। প্রত্যেক রেসকিউ ছিল ঝুঁকিপূর্ণ, কিন্তু ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই তিনি এই কাজ করে যাচ্ছেন।
নবীন জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত ১০,০০০-এরও বেশি সাপ উদ্ধার করেছেন। তার কাজের মধ্যে রয়েছে কোবরা, র‍্যাসেল ভাইপার, ধুন্ধলিয়া, কাইট কিংবা কেরালার বিস্ময়কর প্রজাতির সাপও। প্রত্যেক রেসকিউ ছিল ঝুঁকিপূর্ণ, কিন্তু ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই তিনি এই কাজ করে যাচ্ছেন।
advertisement
4/8
তবে শুধু সাপই নয়, নবীন অন্যান্য বন্যপ্রাণীদেরও উদ্ধার করে থাকেন। তিনি তার বন্ধুদের সঙ্গে মিলে "ইকো ওয়েলফেয়ার সোসাইটি" নামে একটি সংস্থা গড়ে তুলেছেন। এই সংস্থা বর্তমানে অনেক স্বেচ্ছাসেবীকে নিয়ে বন্যপ্রাণ রক্ষায় কাজ করছে।
তবে শুধু সাপই নয়, নবীন অন্যান্য বন্যপ্রাণীদেরও উদ্ধার করে থাকেন। তিনি তার বন্ধুদের সঙ্গে মিলে "ইকো ওয়েলফেয়ার সোসাইটি" নামে একটি সংস্থা গড়ে তুলেছেন। এই সংস্থা বর্তমানে অনেক স্বেচ্ছাসেবীকে নিয়ে বন্যপ্রাণ রক্ষায় কাজ করছে।
advertisement
5/8
এই সংস্থার কাজ শুধু সাপ নয় – তারা লেপার্ড, কুমির, বন শুকর, শিয়ালের মতো প্রাণীদেরও রক্ষা করে থাকেন। বন দপ্তর বা স্থানীয় প্রশাসনের সহায়তায় তারা অনেকবার সফল উদ্ধার অভিযান চালিয়েছেন।
এই সংস্থার কাজ শুধু সাপ নয় – তারা লেপার্ড, কুমির, বন শুকর, শিয়ালের মতো প্রাণীদেরও রক্ষা করে থাকেন। বন দপ্তর বা স্থানীয় প্রশাসনের সহায়তায় তারা অনেকবার সফল উদ্ধার অভিযান চালিয়েছেন।
advertisement
6/8
সবচেয়ে বড় কথা, নবীন কখনোই কাউকে এই কাজের জন্য টাকা দিতে বলেন না। তিনি বলেন, “সবাই সব সময় আর্থিকভাবে সক্ষম হয় না। আমাদের কাছে টাকা গুরুত্বপূর্ণ নয়, মানুষের এবং প্রাণীর জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সবচেয়ে বড় কথা, নবীন কখনোই কাউকে এই কাজের জন্য টাকা দিতে বলেন না। তিনি বলেন, “সবাই সব সময় আর্থিকভাবে সক্ষম হয় না। আমাদের কাছে টাকা গুরুত্বপূর্ণ নয়, মানুষের এবং প্রাণীর জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
advertisement
7/8
নবীনের এই মানবিক ও পরিবেশবান্ধব কাজ এখন অনেককে অনুপ্রাণিত করছে। স্কুল-কলেজে তাকে অতিথি বক্তা হিসেবে ডাকা হয় যাতে তিনি ছাত্রছাত্রীদের মধ্যে বন্যপ্রাণ রক্ষার সচেতনতা ছড়িয়ে দিতে পারেন।
নবীনের এই মানবিক ও পরিবেশবান্ধব কাজ এখন অনেককে অনুপ্রাণিত করছে। স্কুল-কলেজে তাকে অতিথি বক্তা হিসেবে ডাকা হয় যাতে তিনি ছাত্রছাত্রীদের মধ্যে বন্যপ্রাণ রক্ষার সচেতনতা ছড়িয়ে দিতে পারেন।
advertisement
8/8
তার স্বপ্ন, আগামী দিনে ভারত জুড়ে এমন স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হবে যারা প্রাকৃতিক জীবজগতকে রক্ষা করবে, যাতে মানুষ ও প্রাণী একসাথে শান্তিতে থাকতে পারে।
তার স্বপ্ন, আগামী দিনে ভারত জুড়ে এমন স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হবে যারা প্রাকৃতিক জীবজগতকে রক্ষা করবে, যাতে মানুষ ও প্রাণী একসাথে শান্তিতে থাকতে পারে।
advertisement
advertisement
advertisement