SSC Model Answer Paper: এসএসসি-র নবম-দশমের পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ! চ্যালেঞ্জ করার সুযোগ কবে থেকে?

Last Updated:

নবম-দশমের নিয়োগ পরীক্ষার পর গত ১৪ সেপ্টেম্বর একাদশ এবং দ্বাদশেরও নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ সেই পরীক্ষারও মডেল উত্তরপত্র একই ভাবে প্রকাশ করবে কমিশন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
এসএসসি-র নবম এবং দশমের নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন৷ গত ৭ সেপ্টেম্বর মোট ১১ টি বিষয়ের পরীক্ষা নিয়েছিল এসএসসি৷ প্রত্যেকটি বিষয়েরই মডেল উত্তরপত্র আপলোড করা হল এসএসসির ওয়েবসাইটে। ১১টি বিষয়ের মোট ৬০টি করে প্রশ্নের মডেল উত্তর প্রকাশ করা হয়েছে৷
আগামী ২০ সেপ্টেম্বর থেকে পরীক্ষার্থীরা এই মডেল উত্তরপত্র নিয়ে নিজেদের মতামত জানিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন৷ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন পরীক্ষার্থীরা৷ তার জন্য ১০০ টাকা করে জমা করতে হবে পরীক্ষার্থীদের৷ বিশেষজ্ঞ কমিটির সুপারিশে তাদের মতামত সঠিক হলে সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এ দিন এসএসসি-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে৷
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন করে নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে এসএসসি৷ নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে মরিয়া স্কুল সার্ভিস কমিশন৷ সেই কারণেই মডেল উত্তরপত্র প্রকাশ করল কমিশন৷
advertisement
নবম-দশমের নিয়োগ পরীক্ষার পর গত ১৪ সেপ্টেম্বর একাদশ এবং দ্বাদশেরও নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ সেই পরীক্ষারও মডেল উত্তরপত্র একই ভাবে প্রকাশ করবে কমিশন৷ আগামী ২০ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের মডেল উত্তরপত্র প্রকাশিত হওয়ার কথা৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Model Answer Paper: এসএসসি-র নবম-দশমের পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ! চ্যালেঞ্জ করার সুযোগ কবে থেকে?
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement