SSC Model Answer Paper: এসএসসি-র নবম-দশমের পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ! চ্যালেঞ্জ করার সুযোগ কবে থেকে?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
নবম-দশমের নিয়োগ পরীক্ষার পর গত ১৪ সেপ্টেম্বর একাদশ এবং দ্বাদশেরও নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ সেই পরীক্ষারও মডেল উত্তরপত্র একই ভাবে প্রকাশ করবে কমিশন৷
এসএসসি-র নবম এবং দশমের নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন৷ গত ৭ সেপ্টেম্বর মোট ১১ টি বিষয়ের পরীক্ষা নিয়েছিল এসএসসি৷ প্রত্যেকটি বিষয়েরই মডেল উত্তরপত্র আপলোড করা হল এসএসসির ওয়েবসাইটে। ১১টি বিষয়ের মোট ৬০টি করে প্রশ্নের মডেল উত্তর প্রকাশ করা হয়েছে৷
আগামী ২০ সেপ্টেম্বর থেকে পরীক্ষার্থীরা এই মডেল উত্তরপত্র নিয়ে নিজেদের মতামত জানিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন৷ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন পরীক্ষার্থীরা৷ তার জন্য ১০০ টাকা করে জমা করতে হবে পরীক্ষার্থীদের৷ বিশেষজ্ঞ কমিটির সুপারিশে তাদের মতামত সঠিক হলে সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এ দিন এসএসসি-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে৷
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন করে নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে এসএসসি৷ নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে মরিয়া স্কুল সার্ভিস কমিশন৷ সেই কারণেই মডেল উত্তরপত্র প্রকাশ করল কমিশন৷
advertisement
নবম-দশমের নিয়োগ পরীক্ষার পর গত ১৪ সেপ্টেম্বর একাদশ এবং দ্বাদশেরও নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ সেই পরীক্ষারও মডেল উত্তরপত্র একই ভাবে প্রকাশ করবে কমিশন৷ আগামী ২০ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের মডেল উত্তরপত্র প্রকাশিত হওয়ার কথা৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 2:49 AM IST