Netaji: জানেন, সুভাষচন্দ্রকে কে প্রথম নাম দিয়েছিলেন 'নেতাজি'? ৯৯% মানুষই ভুল জানেন! আপনি কি জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Netaji: দেশের স্বাধীনতা নিয়ে অনেক ছোট বয়স থেকেই খুব গভীরভাবে ভেবেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
advertisement
advertisement
advertisement
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই এই তরুণ নেতা আন্দাজ করতে পেরেছিলেন, দেশে থেকে কখনই স্বাধীন ভারতের সূর্যোদয় ঘটানো সম্ভব নয়। দেশকে স্বাধীন করতে তাই ১৯৪১ সালে দেশ ছেড়ে ব্রিটিশ বিরোধী শক্তিধর দেশের সঙ্গে গিয়ে হাত মেলালেন। তখন তিনি এটা পরিস্কারভাবে বুঝে গিয়েছিলেন- দেশকে স্বাধীন করতে যেমন অন্যদেশের সাহায্য প্রয়োজন, তেমনি নিজের সৈন্যবলও প্রয়োজন।
advertisement
দেশকে স্বাধীন করার কর্মকাণ্ডকে বাস্তবে রূপ দিতে জার্মানি গিয়েই সুভাষচন্দ্র নিলেন প্রথম পদক্ষেপ। বার্লিনের পূর্ব পরিচিত দুই যুবসমাজ এবং ভারতীয় ছাত্রদের নিয়ে একটি ভিলিন্টিয়ারি গ্রুপ তৈরি করলেন তিনি। দেশকে স্বাধীন করতে প্রচুর সৈন্যবল প্রয়োজন। সেদিকে টার্গেট করে জার্মানির হাতে বন্দী ভারতীয়দের বোঝাতে শুরু করলেন।
advertisement
advertisement
দেশকে স্বাধীন করতে তৈরি হল ইণ্ডিয়ান ন্যাশানাল আর্মির। এই দল গঠনের প্রথম ধাপ বার্লিনে তৈরি হয়েছিল ফ্রি ইণ্ডিয়ান সেন্টার, তারপর গঠিত হল ইন্ডিয়ান লিজন। এই সেনাদের কাছে খুব অল্প সময়ের মধ্যে নেতাজি খুব জনপ্রিয় হয়ে উঠলেন। তাঁর কথা, তাঁর দেশপ্রেম, সেনাদের উৎসাহিত- অনুপ্রাণিত করার ধরণ- সবকিছু মিলিয়ে সুভাষ চন্দ্র বসু হয়ে উঠলেন তাদের কাছে ‘নেতাজি’। তবে, রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু লেখাতেও সুভাষচন্দ্রকে 'নেতাজি' বলে উল্লেখ করা হয়।