North 24 Parganas News: বই পড়ায় অভিনব রেকর্ড গড়ল বনগাঁ! ব্যতিক্রমী রেকর্ডের সাক্ষী সীমান্ত শহর

Last Updated:

North 24 Parganas News: বই পড়ায় অভিনব রেকর্ড বনগাঁয়৷ পশ্চিমবঙ্গের মধ্যে আবারও এক ব্যতিক্রমী রেকর্ডের সাক্ষী থাকল সীমান্ত শহর।

+
বই

বই পড়া

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বই পড়ায় অভিনব রেকর্ড বনগাঁয়৷ পশ্চিমবঙ্গের মধ্যে আবারও এক ব্যতিক্রমী রেকর্ডের সাক্ষী থাকল সীমান্ত শহর। নির্দিষ্ট সময়ের মধ্যে একই ছাদের তলায় ৮ থেকে ৮০ বছর বয়সের বইপ্রেমীদের একসঙ্গে বই পড়ার মধ্য দিয়ে তৈরি হল এক অনন্য নজির। উদ্যোক্তাদের দাবি, বাংলায় এর আগে এমন কোনও রেকর্ডের দৃষ্টান্ত নেই। বনগাঁর গান্ধীপল্লী বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে শর্মা লেদার্স-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এই অভিনব কর্মসূচি।
‘এসো বই পড়ি, বছর ভর জীবন গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে প্রায় তিন ঘণ্টা ধরে একটানা বই পাঠে অংশ নেন বিভিন্ন বয়সের পাঠক-পাঠিকারা। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ-সহ নানা ধরনের বই ছিল পাঠকদের জন্য। এই বই পড়া কর্মসূচিতে যোগ দিতে শুধু বনগাঁ বা উত্তর ২৪ পরগনাই নয়, জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি নদিয়া, জোড়াসাঁকো এমনকি দক্ষিণ ২৪ পরগনা থেকেও বইপ্রেমীরা উপস্থিত হন। সব মিলিয়ে প্রায় ১৮০ জন পাঠক একসঙ্গে বই পড়ে এই নতুন রেকর্ড গড়েন। উল্লেখ্য, শর্মা লেদার এর আগেও বৃহৎ-আকৃতির জুতো তৈরি করে রাজ্যজুড়ে সাড়া ফেলেছিল।
advertisement
advertisement
এবার বইপ্রেম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজ সচেতন নাগরিকরা। উদ্যোক্তাদের মতে, এই ধরনের বই পাঠ কর্মসূচি বাংলায় এই প্রথম। অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি বইপ্রেমীরাও। তাঁদের মতে, ডিজিটাল যুগে বইয়ের প্রতি আগ্রহ ফেরাতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
জানা যায়, শর্মা লেদার নিজেদের দোকানেও বইপ্রেমীদের উৎসাহ দিতে একটি লাইব্রেরি গড়ে তুলেছে। সেখানে জুতো কেনার পাশাপাশি বই পড়লে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। দোকান মালিকের কথায়, শরীরচর্চার জন্য যেমন ব্যায়ামের প্রয়োজন, তেমনই মানসিক বিকাশের জন্য বই পড়াই একমাত্র পথ। তাঁর এই উদ্যোগ আগামী দিনে পাঠকদের আরও বেশি করে বইয়ের কাছাকাছি আনবে বলেই আশাবাদী বুদ্ধিজীবী মহল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বই পড়ায় অভিনব রেকর্ড গড়ল বনগাঁ! ব্যতিক্রমী রেকর্ডের সাক্ষী সীমান্ত শহর
Next Article
advertisement
Mamata Banerjee Suvendu Adhikari: মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে ধাপ্পা, দাবি শুভেন্দুর
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে 'ধাপ্পা', দাবি শুভেন্দুর
  • মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর৷

  • ১৭০০ কোটি টাকা খরচে রাজ্য সরকার তৈরি করবে সেতু, জানালেন মমতা৷

  • ভোটের আগে আরও একটা 'ধাপ্পা', কটাক্ষ শুভেন্দুর৷

VIEW MORE
advertisement
advertisement