‘২ খুন করেছি, এবার ৩ নং টা করব’! দুই যুবককে এলোপাথাড়ি অস্ত্রের কোপের পর ভিডিও করে...শিউরে ওঠা কাণ্ড দিল্লিতে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
দিল্লিতে দুই যুবকের উপর হামলার অভিযোগ৷ দুই ব্যক্তির উপর একাধিকবার ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে৷
নয়াদিল্লি: দিল্লিতে দুই যুবকের উপর হামলার অভিযোগ৷ দুই ব্যক্তির উপর একাধিকবার ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে৷ ঘটনার একটি শিউরে ওঠা ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে৷ ভিডিওতে প্রকাশ, দুইজনকে বেদম প্রহার করছে তিন অভিযুক্ত মিলে৷ চতুর্থ জন নৃশংস ঘটনার ভিডিও করেছে বলেই অভিযোগ৷
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, যে দুই যুবককে প্রহার এবং ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে, তাদের দু’জনেরই বয়স ১৮৷ দুই যুবককে নৃশংস ভাবে আঘাত করার পর সেখান পালিয়ে যায় চার অভিযুক্ত৷ সিসিটিভি ফুটেজে প্রকাশ পেয়েছে তেমনই ছবি৷
advertisement
advertisement
ঘটনার সিসিটিভি ফুটেজ এই প্রকাশ পেতেই দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ ফুটেজে প্রকাশ, দুই যুবককে নির্মমভাবে ধারালো অস্ত্রের আঘাতের পর অভিযুক্তরা হাসিমুখে ভিডিও রেকর্ড করছে৷ ভিডিওতে অভিযুক্তদের তৃতীয় খুনের কথা বলতে শোনা যায়৷ ‘‘আমরা দুটো খুন করেছি, এবার তৃতীয় খুনটা করব ভাই’’, বলতে শোনা যায় হামলাকারীদের৷
রবিবারের এই ঘটনা ঘটেছে দিল্লির জাহাঙ্গিরপুর এলাকায়৷ বিকেল ৩ টের পর এই ঘটনার খবর পায় পুলিশ৷ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবকের রক্তাক্ত আঘাতপ্রাপ্ত দেহ উদ্ধার করে পুলিশ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘‘এক যুবকের ডান হাতে ভয়ঙ্কর ক্ষত৷ অন্যজনের গোটা দেহজুড়েই অসংখ্য আঘাত৷’’ কিন্তু দুই আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে৷
advertisement
কিন্তু কেন ওই দুই যুবককে এমন নির্মমভাবে আঘাত করল অভিযুক্তরা? আহতরা পুলিশকে জানিয়েছেন যে অভিযুক্তরা তাদের কাছে এসে জিজ্ঞাসা করেছিল যে, তারা সাহিল নামে কাউকে চেনে কিনা৷ দুই উত্তরে বলে না৷ তখন আক্রমণকারীরা আরও জিজ্ঞাসা করে যে তারা কি কে ব্লকের (K Block) বাসিন্দা? এরপরেই অভিযুক্তরা তারা ধারালো অস্ত্র বের করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে উভয়কেই ছুরিকাঘাত করে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ৷ আহতদের চিকিৎসার জন্য লোক নায়ক জয় প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 6:27 PM IST









