GK: ভারতের কোন শহরকে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ বলা হয় বলুন তো? কে, কেন দিয়েছিলেন এই খেতাব? খুব চেনা শহর, তবু ৯৯% লোকজনই জানেন না
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
General Knowledge: জানেন কী ভারতের একটি শহরকে বলা হয় ‘প্রাচ্যের অক্সফোর্ড’, (অক্সফোর্ড অফ দ্য ইস্ট)৷
advertisement
advertisement
advertisement
advertisement
এই সুনামের কেন্দ্রে রয়েছে সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয় (পূর্বতন পুনে বিশ্ববিদ্যালয়), যেখানে প্রায় পাঁচ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। ৮১১টি অধিভুক্ত কলেজে ৪০০-রও বেশি কোর্স চালু রয়েছে, যা একে ভারতের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছে—এমনকি পুরনো মুম্বাই বিশ্ববিদ্যালয়কেও ছাড়িয়ে গিয়েছে। তবে পুণের শিক্ষাগত আকর্ষণ কেবল এই একটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়, বরং অসংখ্য বিশ্ববিদ্যালয়, কলেজ ও গবেষণা কেন্দ্র নিয়ে শহরটি সত্যিকারের এক শিক্ষা-কেন্দ্র।
advertisement
advertisement








