রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! নতুন দায়িত্বে বদলি করা হল ২৩ আইপিএস এবং ৩ ডব্লিউবিপিএস আধিকারিককে
- Reported by:Rounak Dutta Chowdhury
- Published by:Tias Banerjee
Last Updated:
প্রশাসনিক নির্দেশে ২৩ জন আইপিএস এবং ৩ জন ডব্লিউবিপিএস আধিকারিককে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। এই রদবদলের ফলে বিভিন্ন জেলা, রেঞ্জ ও কমিশনারেটে একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসছে।
রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল করা হল। প্রশাসনিক নির্দেশে ২৩ জন আইপিএস এবং ৩ জন ডব্লিউবিপিএস আধিকারিককে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। এই রদবদলের ফলে বিভিন্ন জেলা, রেঞ্জ ও কমিশনারেটে একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসছে।
নির্দেশিকা অনুযায়ী, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি হিসেবে নিযুক্ত করা হয়েছে অর্জিত সিনহাকে। অন্যদিকে, কালিম্পংয়ের এসপি শ্রীহরি পাণ্ডেকে উত্তরবঙ্গের ইন্টেলিজেন্স ব্রাঞ্চে ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা ও কমিশনারেটে অতিরিক্ত এসপি এবং ডেপুটি কমিশনার স্তরের একাধিক আধিকারিককেও বদলি করা হয়েছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক কাজকর্মকে আরও গতিশীল করা এবং মাঠপর্যায়ে সমন্বয় জোরদার করতেই এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা শীঘ্রই তাঁদের নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 9:03 PM IST










