East Medinipur News: শেষরক্ষা হল না আর...! ফিল্মি কায়দায় অপহরণ করে নিয়ে যাওয়ার আগেই পুলিশের হাতে আটক দুষ্কৃতীরা
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
East Medinipur News: জাতীয় সড়কের ওপর রীতিমত ফিল্মি কায়দায় অপহরণ করতে গিয়ে পুলিশের হাতে আটক। দিনে দুপুরে অপহরণের চেষ্টা পুলিশের জালে আটজন দুষ্কৃতী, বড়সড় সাফল্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। জাতীয় সড়কের ওপর রীতিমত ফিল্মি কায়দায় অপহরণ করতে গিয়ে পুলিশের হাতে আটক।
তমলুক, সৈকত শী: জাতীয় সড়কের ওপর রীতিমত ফিল্মি কায়দায় অপহরণ করতে গিয়ে পুলিশের হাতে আটক। দিনে দুপুরে অপহরণের চেষ্টা পুলিশের জালে আট জন দুষ্কৃতী, বড়সড় সাফল্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সিদ্ধা বাজারের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর দুষ্কৃতীরা এক ব্যক্তিকে অপহরণ করে গাড়িতে তুলতে যায়। এমতাবস্থায় ট্রাফিক দায়িত্বে থাকা সিভিক ও পুলিশ অফিসার গাড়িটিকে ধাওয়া করে। ১১৬ নম্বর জাতীয় সড়কের নিমতৌড়ির কাছে আটক করে তমলুক থানার পুলিশ।
খড়গপুর হাওড়া জাতীয় সড়কের সিদ্ধার কাছে সৌমেন পাত্র নামে এক সোনার দোকানের কারিগরকে জোরপূর্বক আট জন দুষ্কৃতী একটি গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। পাঁশকুড়া থানার পুলিশ দ্রুত জেলা পুলিশ সুপারকে জানায়। জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে তৎক্ষণাৎ নাকা চেকিং করার নির্দেশ দেন। পাঁশকুড়া থানার পুলিশের সহযোগিতায় তমলুক থানার পুলিশ নিমতৌড়িতে আটক করে, ওই গাড়িটিকে। সোনার দোকানের কর্মচারী সৌমেন পাত্র সমেত নয়জন দুষ্কৃতীকে আটক করা হয়।
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! শুক্র মঙ্গলে প্রবেশ করতেই ‘তুলকালাম’, ৩ রাশির জীবন উথাল-পাথাল, চরম আর্থিক কষ্ট, দুর্ঘটনার বিরাট সম্ভাবনা
প্রাথমিক তদন্তে ওই দুষ্কৃতীদের কাছ থেকে পুলিশ জানতে পারে, জম্মুর জৈন বাজারে এক সোনার দোকানে কাজ করতেন সৌমেন পাত্র নামে এই কারিগর। অভিযোগ, সোনা চুরি করে নিয়ে এসেছে সে। সম্ভবত সেই কারণেই দুষ্কৃতীরা ওকে অপহরণ করার চেষ্টা করে।
advertisement
advertisement
আরও পড়ুন-২০২৬ সালে কাঁপবে দুনিয়া…! উঠবে বিরাট ঝড়,’ভাগ্যবান’ ৫ রাশির পোয়া বারো, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী জানলে চমকে উঠবেন
অপহরণ করে পূর্ব বর্ধমানের খন্ডঘোষে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দুষ্কৃতীরা। সোমবার দুষ্কৃতীদের তমলুক জেলা আদালতে তোলা হয়। অপহরণ হওয়া সোনার দোকানের কারিগর সৌমেন পাত্র’র বাড়ি ডেবরা থানায়।
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ভারপ্রাপ্ত সুপার মিতুন কুমার দে জানান, ‘জেলা পুলিশের বড়সড় সাফল্য। জাতীয় সড়কে এক ব্যক্তিকে অপহরণ হওয়া থেকে পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে। এমনকি ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুষ্কৃতীদের আটক কোর্টে পাঠান হয়।’ জানা যায় উদ্ধার হওয়া ব্যক্তি একটি সোনা দোকানে কাজ করতেন। সোনা দোকানটি জম্মুর জৈন বাজারে। ধৃতরা জানিয়েছে সৌমেন পাত্র বেশ কিছু সোনা নিয়ে পালিয়ে এসেছিল। সোনা উদ্ধারের জন্য এই অপহরনের চেষ্টা বলে অনুমান পুলিশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 9:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: শেষরক্ষা হল না আর...! ফিল্মি কায়দায় অপহরণ করে নিয়ে যাওয়ার আগেই পুলিশের হাতে আটক দুষ্কৃতীরা









