এই সপ্তাহে বদলে যাবে ভাগ্য, লাভ-ভ্রমণ-সুখবর পাবে এই দুই রাশি! দেখে নেওয়া যাক কাদের শুরু হতে চলেছে 'গোল্ডেন টাইম'

Last Updated:
নতুন বছর মানেই নতুন আশা, নতুন শুরু। সেই সঙ্গে নতুন সপ্তাহে অনেকেই চান জীবনে ভালো কিছু ঘটুক। গ্রহ-নক্ষত্রের অনুকূল অবস্থানের কারণে এই সপ্তাহে দুই রাশির জাতকদের জীবনে আসতে পারে সুখবর। আর্থিক লাভের পাশাপাশি ভ্রমণের যোগও রয়েছে। এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই সময় এই দুই রাশির দাম্পত্য জীবন থাকবে সুখের, স্বাস্থ্য নিয়েও চিন্তার কারণ নেই। দেখে নেওয়া যাক কোন দুই রাশির জন্য সপ্তাহটি বিশেষ শুভ—
1/6
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
নতুন বছর মানেই নতুন আশা, নতুন শুরু। সেই সঙ্গে নতুন সপ্তাহে অনেকেই চান জীবনে ভালো কিছু ঘটুক। গ্রহ-নক্ষত্রের অনুকূল অবস্থানের কারণে এই সপ্তাহে দুই রাশির জাতকদের জীবনে আসতে পারে সুখবর। আর্থিক লাভের পাশাপাশি ভ্রমণের যোগও রয়েছে। এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই সময় এই দুই রাশির দাম্পত্য জীবন থাকবে সুখের, স্বাস্থ্য নিয়েও চিন্তার কারণ নেই। দেখে নেওয়া যাক কোন দুই রাশির জন্য সপ্তাহটি বিশেষ শুভ—
advertisement
2/6
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
কুম্ভ রাশিসপ্তাহের শুরুতেই কুম্ভ রাশির জাতকরা বন্ধু বা পরিবারের সঙ্গে দীর্ঘ দূরত্বের ভ্রমণে যেতে পারেন। এই ভ্রমণ হবে আনন্দদায়ক ও স্মরণীয়। সমাজে আপনার জনপ্রিয়তা ও সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহে কাঙ্ক্ষিত লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন পাবেন।
advertisement
3/6
লটারি ভাগ্য, লটারি যোগ, লটারি সংখ্যা, লটারি, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা প্রত্যাশিত সাফল্য পেতে পারেন। নতুন কোনও বিলাসবহুল জিনিস কেনার যোগ রয়েছে, যা পরিবারে আনন্দের পরিবেশ তৈরি করবে। প্রেমজীবন অনুকূল থাকবে এবং বিবাহিত জীবনও সুখে কাটবে। স্বাস্থ্যের দিক থেকেও সপ্তাহটি ভালো যাবে।
advertisement
4/6
লটারি ভাগ্য, লটারি যোগ, লটারি সংখ্যা, লটারি, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
মীন রাশিমীন রাশির জাতকদের জন্য সপ্তাহের শুরুতেই আসতে পারে কেরিয়ার বা ব্যবসা সংক্রান্ত সুখবর, যা ঘরে আনন্দের আবহ তৈরি করবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনা বা ব্যবসার জন্য চেষ্টা করছেন, তারা বড় কোনও বাধা কাটিয়ে উঠতে পারেন। চাকরিজীবীরা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন এবং সঞ্চয় বাড়বে।
advertisement
5/6
Astrology
ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ। কাঙ্ক্ষিত লাভের পাশাপাশি ব্যবসার কাজে দূরপাল্লার ভ্রমণের যোগ রয়েছে। আদালত সংক্রান্ত কোনও মামলা আপনার পক্ষে যেতে পারে বা বিরোধের মীমাংসা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে পর্যটনস্থলে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে, যা হবে সুখকর ও উপভোগ্য। স্বাস্থ্যের দিক থেকেও কোনও সমস্যা দেখা দেবে না।
advertisement
6/6
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement