Room Heating Tips in Winter: শীতে রুম হিটার ছাড়াই ঘর গরম রাখবেন কী করে? জেনে নিন কিছু ম্যাজিক্যাল টিপস

Last Updated:
Room Heating Tips in Winter: শীতের কামড় যেন দিন দিন প্রবল হয়ে দেখা দিচ্ছে। শীতকালে রুম-হিটারে চরচর করে বিদ্যুতের বিল বাড়াবেন কেন? ফ্রি-তে এই ৭ উপায়ে ঘর গরম রাখুন।
1/10
শীতকালে রুম-হিটারে চরচর করে বিদ্যুতের বিল বাড়াবেন কেন? ফ্রি-তে এই ৭ উপায়ে ঘর গরম রাখুন। শীতের কামড় যেন দিন দিন প্রবল হয়ে দেখা দিচ্ছে। এ দিকে চাহিদার তুলনায় জোগানের অভাবে হিটার এখন অমাবস্যার চাঁদ হয়ে উঠেছে।
শীতকালে রুম-হিটারে চরচর করে বিদ্যুতের বিল বাড়াবেন কেন? ফ্রি-তে এই ৭ উপায়ে ঘর গরম রাখুন। শীতের কামড় যেন দিন দিন প্রবল হয়ে দেখা দিচ্ছে। এ দিকে চাহিদার তুলনায় জোগানের অভাবে হিটার এখন অমাবস্যার চাঁদ হয়ে উঠেছে।
advertisement
2/10
আর শুধু তাই নয়, যে হিটার বাজারে পাওয়া যাচ্ছে, তার দাম শুনে তো চোখ কপালে ওঠার অবস্থা। হিটারে কিন্তু বিদ্যুতের বিলও চরচর করে বাড়ে।
আর শুধু তাই নয়, যে হিটার বাজারে পাওয়া যাচ্ছে, তার দাম শুনে তো চোখ কপালে ওঠার অবস্থা। হিটারে কিন্তু বিদ্যুতের বিলও চরচর করে বাড়ে।
advertisement
3/10
তাই হস্টেলে থাকা কলেজ ছাত্রই হোক থেকে বাজেটে আটকে থাকা ব্যক্তি, ঠান্ডা পরিবেশে বাড়িতে বসবাস কিন্তু স্বাস্থ্যের জন্য আদর্শ নয়। সৌভাগ্যবশত, হিটার ছাড়াও বাড়ি-ঘর গরম রাখার কিছু চমৎকার উপায় রয়েছে, যেগুলো ব্যবহার করে শীতের দাপাদাপিকে কিছুটা হলেও প্রতিরোধ করা যাবে।
তাই হস্টেলে থাকা কলেজ ছাত্রই হোক থেকে বাজেটে আটকে থাকা ব্যক্তি, ঠান্ডা পরিবেশে বাড়িতে বসবাস কিন্তু স্বাস্থ্যের জন্য আদর্শ নয়। সৌভাগ্যবশত, হিটার ছাড়াও বাড়ি-ঘর গরম রাখার কিছু চমৎকার উপায় রয়েছে, যেগুলো ব্যবহার করে শীতের দাপাদাপিকে কিছুটা হলেও প্রতিরোধ করা যাবে।
advertisement
4/10
১) সমস্ত জানালা সঠিকভাবে বন্ধ করতে হবে। শীতের রাতে জানলার কাচ যেন ভাল করে ল্যাচ দিয়ে বন্ধ করা হয়। বাইরের তাপমাত্রা বাড়ির ভিতরের তাপমাত্রার চেয়ে বেশি হলে দিনের বেলা এগুলো খোলা চলতে পারে। জানালা যতটা সম্ভব এয়ার টাইট রাখতে হবে। তবে জানালা এয়ার টাইট না হলে, খুলে ফেলা যায় এমন প্লাস্টিক কেনা চলতে পারে যাতে সেগুলো ভালভাবে আটকে দেওয়া যায়। আর চোখে পরার মতো কোনও ফুটো থাকলে, তার সামনে একটি তোয়ালে বা শার্ট দেওয়া যেতে পারে।
১) সমস্ত জানালা সঠিকভাবে বন্ধ করতে হবে। শীতের রাতে জানলার কাচ যেন ভাল করে ল্যাচ দিয়ে বন্ধ করা হয়। বাইরের তাপমাত্রা বাড়ির ভিতরের তাপমাত্রার চেয়ে বেশি হলে দিনের বেলা এগুলো খোলা চলতে পারে। জানালা যতটা সম্ভব এয়ার টাইট রাখতে হবে। তবে জানালা এয়ার টাইট না হলে, খুলে ফেলা যায় এমন প্লাস্টিক কেনা চলতে পারে যাতে সেগুলো ভালভাবে আটকে দেওয়া যায়। আর চোখে পরার মতো কোনও ফুটো থাকলে, তার সামনে একটি তোয়ালে বা শার্ট দেওয়া যেতে পারে।
advertisement
5/10
২) সূর্যালোক আসছে এমন জানালার উপরে সস্তা আর স্বচ্ছ শাওয়ার কার্টেন ব্যবহার করতে হবে। এটি ঠান্ডা বাতাসকে বাইরে রাখবে, কিন্তু সূর্যের উষ্ণতা অবিরাম আসবে ঘরে। ফলে ঘরকে ঠান্ডা বাতাস না দিয়ে গরম করবে। এছাড়া পরিষ্কার প্লাস্টিকের চাদর দিয়েও জানালা ঢেকে রাখা যেতে পারে।
২) সূর্যালোক আসছে এমন জানালার উপরে সস্তা আর স্বচ্ছ শাওয়ার কার্টেন ব্যবহার করতে হবে। এটি ঠান্ডা বাতাসকে বাইরে রাখবে, কিন্তু সূর্যের উষ্ণতা অবিরাম আসবে ঘরে। ফলে ঘরকে ঠান্ডা বাতাস না দিয়ে গরম করবে। এছাড়া পরিষ্কার প্লাস্টিকের চাদর দিয়েও জানালা ঢেকে রাখা যেতে পারে।
advertisement
6/10
৩) ভারী পর্দা লাগাতে হবে। ভারী পর্দার সেট আসলে বাতাসকে আটকে দিতে পারে। কিন্তু সূর্য আকাশে থাকার সময় এদের খুলে রাখতে হবে এবং সূর্য অস্ত গেলে বন্ধ করে দিতে হবে।
৩) ভারী পর্দা লাগাতে হবে। ভারী পর্দার সেট আসলে বাতাসকে আটকে দিতে পারে। কিন্তু সূর্য আকাশে থাকার সময় এদের খুলে রাখতে হবে এবং সূর্য অস্ত গেলে বন্ধ করে দিতে হবে।
advertisement
7/10
৪) দরজা ভাল করে সিল করে দিতে হবে। দরজার ফ্রেমের চারপাশে এবং দরজার নিচে পরীক্ষা করা জরুরি। ওয়েদার স্ট্রিপ বা দরজার নিচে লাগানোর ঝাড়ু বাজারে কিনতে পারা যায়। সেগুলো ভাল কাজ দেবে। আর কিছুই পাওয়া না গেলে দরজার নিচে একটি তোয়ালে ভরে দিলেও কাজ চলে যাবে।
৪) দরজা ভাল করে সিল করে দিতে হবে। দরজার ফ্রেমের চারপাশে এবং দরজার নিচে পরীক্ষা করা জরুরি। ওয়েদার স্ট্রিপ বা দরজার নিচে লাগানোর ঝাড়ু বাজারে কিনতে পারা যায়। সেগুলো ভাল কাজ দেবে। আর কিছুই পাওয়া না গেলে দরজার নিচে একটি তোয়ালে ভরে দিলেও কাজ চলে যাবে।
advertisement
8/10
৫) দেখতে হবে, সূর্যের আলো যেন যতটা সম্ভব বাড়িতে এসে পড়ে। বাড়িতে সূর্যের রশ্মি পৌঁছাতে পারে এমন বাধাগুলো (যেমন গাছপালা বা কোনও শেড) ভাল করে পরীক্ষা করতে হবে। বাড়ির রৌদ্রোজ্জ্বল দিকে দেয়ালের সঙ্গে ঝুঁকে থাকা এমন সব জিনিস সরিয়ে ফেলা আদর্শ।
৫) দেখতে হবে, সূর্যের আলো যেন যতটা সম্ভব বাড়িতে এসে পড়ে। বাড়িতে সূর্যের রশ্মি পৌঁছাতে পারে এমন বাধাগুলো (যেমন গাছপালা বা কোনও শেড) ভাল করে পরীক্ষা করতে হবে। বাড়ির রৌদ্রোজ্জ্বল দিকে দেয়ালের সঙ্গে ঝুঁকে থাকা এমন সব জিনিস সরিয়ে ফেলা আদর্শ।
advertisement
9/10
৬) ঘর গরম রাখার জন্য মেঝেতে একটি কার্পেট রেখে দেওয়া কাজে দিতে পারে। রাগ বা কার্পেট মেঝে দিয়ে বেরিয়ে যাওয়া তাপ প্রতিরোধ করতে সাহায্য করে। এগুলি সাধারণত কাঠ বা পাথরের মেঝের তুলনায় স্পর্শে বেশি উষ্ণ বোধ হয়। তাই হাঁটতেও অসুবিধা হয় না।
৬) ঘর গরম রাখার জন্য মেঝেতে একটি কার্পেট রেখে দেওয়া কাজে দিতে পারে। রাগ বা কার্পেট মেঝে দিয়ে বেরিয়ে যাওয়া তাপ প্রতিরোধ করতে সাহায্য করে। এগুলি সাধারণত কাঠ বা পাথরের মেঝের তুলনায় স্পর্শে বেশি উষ্ণ বোধ হয়। তাই হাঁটতেও অসুবিধা হয় না।
advertisement
10/10
৭) সব সময় কিছু লাইট জ্বালিয়ে রেখে দেওয়া যেতে পারে। বাল্ব তার শক্তির ৯৫% পর্যন্ত আলোর পরিবর্তে তাপ হিসাবে প্রকাশ পায়। ফলে একটা বাল্বও একটি অত্যন্ত দক্ষ তাপের উৎস হিসেবে কাজ করতে পারে।
৭) সব সময় কিছু লাইট জ্বালিয়ে রেখে দেওয়া যেতে পারে। বাল্ব তার শক্তির ৯৫% পর্যন্ত আলোর পরিবর্তে তাপ হিসাবে প্রকাশ পায়। ফলে একটা বাল্বও একটি অত্যন্ত দক্ষ তাপের উৎস হিসেবে কাজ করতে পারে।
advertisement
advertisement
advertisement