Room Heating Tips in Winter: শীতে রুম হিটার ছাড়াই ঘর গরম রাখবেন কী করে? জেনে নিন কিছু ম্যাজিক্যাল টিপস
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Room Heating Tips in Winter: শীতের কামড় যেন দিন দিন প্রবল হয়ে দেখা দিচ্ছে। শীতকালে রুম-হিটারে চরচর করে বিদ্যুতের বিল বাড়াবেন কেন? ফ্রি-তে এই ৭ উপায়ে ঘর গরম রাখুন।
advertisement
advertisement
advertisement
১) সমস্ত জানালা সঠিকভাবে বন্ধ করতে হবে। শীতের রাতে জানলার কাচ যেন ভাল করে ল্যাচ দিয়ে বন্ধ করা হয়। বাইরের তাপমাত্রা বাড়ির ভিতরের তাপমাত্রার চেয়ে বেশি হলে দিনের বেলা এগুলো খোলা চলতে পারে। জানালা যতটা সম্ভব এয়ার টাইট রাখতে হবে। তবে জানালা এয়ার টাইট না হলে, খুলে ফেলা যায় এমন প্লাস্টিক কেনা চলতে পারে যাতে সেগুলো ভালভাবে আটকে দেওয়া যায়। আর চোখে পরার মতো কোনও ফুটো থাকলে, তার সামনে একটি তোয়ালে বা শার্ট দেওয়া যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







