Knowledge Story: বলুন তো, পৃথিবীর সবথেকে শিক্ষিত মানুষটি কে? নাম-পরিচয় আর ডিগ্রি শুনে মাথায় হাত দেবেন নিশ্চিত!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Knowledge Story: গ্রিস বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নিকোলাওস এক জন বিখ্যাত গবেষক এবং শিক্ষাবিদ। জনস্বাস্থ্য, চিকিৎসা গবেষণা এবং শিক্ষা— এই তিন ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ।
কথিত রয়েছে শিক্ষা মানুষকে উদার করে। তবে সঠিক শিক্ষিত মানে কিন্তু শুধু পুঁথিগত বিদ্যা নয়। আসলে মানুষ পারিপার্শ্বিক অবস্থা থেকেও বিভিন্ন ধরনের শিক্ষা পেয়ে থাকে। আবার যদি পড় পরিসরে বলা যায়, তাহলে জীবনই মানুষের সবচেয়ে বড় শিক্ষক। তবে বই যে বাস্তবিকই একটা গোটা পৃথিবী তাই পড়ুয়াদের চেয়ে আর কেই বা ভালো বলতে পারে।
advertisement
শুধু তথাকথিত কর্মসংস্থানের জন্যই ডিগ্রি অর্জন নয়, সেই শিক্ষায় বাস্তবিক অর্থেই শিক্ষিত হয়ে উঠেছেন। এককথায় তাদের শিক্ষার পরিধি দেখলে অবাক হতেই হয়। সেই হিসেবেই দেখতে গেলে বিশ্বের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি কে, নানা জনের নানা মত উঠে এলেও অনেকেই বলে থাকেন, ডিগ্রির নিরিখে পৃথিবীর সবথেকে শিক্ষিত ব্যক্তি নিকোলাওস জেনিওস।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নিকোলাওসের গবেষণা বৈজ্ঞানিক সম্প্রদায় এবং বিশ্বের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। বিভিন্ন ক্ষেত্রে তাঁর অগাধ জ্ঞান। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিকোলাওস বর্তমানে যে বিষয়গুলি নিয়ে গবেষণা করছেন, তা আগামী দিনে বিজ্ঞানের নতুন নতুন দিক খুলে দেবে। বিজ্ঞান এবং কলা, এই দুই বিষয়েই নাকি তাঁর পাণ্ডিত্য অগাধ।
advertisement
advertisement
advertisement