Kissing Side Effect: French Kiss-এই বাঁধভাঙা প্রেমে পাগল দুই হৃদয়! জানেন শরীরে কী মারাত্মক রোগ ঢুকছে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Kissing Side Effect: দুই ঠোঁটে গভীর আরও গভীর মিলন কয়েকগুণ বাড়িয়ে দেয় রোমান্স। কিন্তু জানেন কি, এই ভালবাসাও হয়ে উঠতে পারে মারাত্মক?
প্রেম যত গভীর হয়, প্রকৃতির নিয়মে বাড়ে শারীরিক আকর্ষণ। যার সূচনা হয় চুম্বনে। প্রিয় মানুষটির ঠোঁটে ভালবাসা এঁকে দিতে কার না ভাল লাগে। কপালে, গালে, ঠোঁটে, ঘাঁড়ে আলতো চুমুতে যেমন স্নেহ লুকিয়ে থাকে, তেমনই দুই ঠোঁটে গভীর আরও গভীর মিলন কয়েকগুণ বাড়িয়ে দেয় রোমান্স। কিন্তু জানেন কি, এই ভালবাসাও হয়ে উঠতে পারে মারাত্মক?
advertisement
advertisement
advertisement
advertisement
ভালবাসার মুহূর্তে সঙ্গীর সর্দিকাশি হয়েছে কিনা সেসব কি আর খেয়াল থাকে? সব ভুলে পরস্পরের মধ্যে ডুব দিয়েই তখন তৃপ্ত হতে চান দু’জনই। কিন্তু পার্টনারের যদি ঠান্ডা লেগে থাকে, তবে ফ্রেঞ্চ কিস করলে আপনার শরীরেও ঢুকে পড়ে সেই জীবাণু। কারণ ঠোঁটের গভীর চুম্বনে নাক ও গলায় বাসা বাঁধা ব্যাকটেরিয়ার আপনার মধ্যে ঢুকে পড়তে কোনও সমস্যা হয় না।
advertisement
advertisement
advertisement








